কলকাতা, 15 অগস্ট: একদিকে যখন স্বাধীনতা দিবসের 75 বছর পূর্তি উপলক্ষ্যে মেতে উঠেছে সারা দেশ, টলি তারকারা শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীদের, তখন ভক্তদের একটি বড় সুখবর দিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ৷ পরিচালনায় আগেই অভিষেক হয়েছে পরমব্রতর ৷ এর আগে 'সোনার পাহাড়', 'অভিযান'-এর মত বেশ কিছু ছবিতে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন তিনি ৷ এবার আসছে তাঁর আরেকটি নতুন ছবি (Upcoming Bengali Film Directed by Parambrata Chatterjee)৷
স্বাধীনতা দিবসের বিশেষ দিনে সেই খবরই সকলকে জানালেন অভিনেতা ৷ তাঁর নতুন ছবি 'বারুদ ও আদালত'-এর টিজার পোস্ট করে পরমব্রত লেখেন, "ভারতের স্বাধীনতার লড়াইয়ে বাংলা ও বাঙালির অবদানের এক গুরুত্ত্বপূর্ণ কিন্তু অপেক্ষাকৃতভাবে কম চর্চিত অধ্যায়ের কথা বলবে আমাদের এই ছবি, এমনটাই উদ্দেশ্য ৷ আজকের বিশেষ দিনে এই ঘোষণা করতে পেরে, আমরা আনন্দিত, গর্বিত ! বড় পর্দায় দেখা হবে 15 অগস্ট 2023-এ! স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও আলিঙ্গন সবাইকে !"
ঐতিহাসিক আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা এবং সেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ভূমিকার কথাই তুলে ধরবে এই ছবি ৷ এই 'বারুদ ও আদালত' ছবিটি নিবেদন করবেন রানা সরকার ৷ ছবির পোস্টার ডিজাইন করেছেন একতা ভট্টাচার্য ৷ সঙ্গীত পরিচালনায় রয়েছেন রণজয় ভট্টাচার্য ৷ গবেষণা ও চিত্রনাট্যের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন শিবাশিস বন্দ্যোপাধ্যায় ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: বন্দি পাখিদের মুক্তি দিয়ে স্বাধীনতার গানের অভিনব আনুষ্ঠানিক প্রকাশ
ছবি সম্পর্কে লিখতে গিয়ে রানা লেখেন, "ঐতিহাসিক আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ভূমিকা মানুষের সামনে তুলে ধরতে আমাদের নতুন প্রয়াস ৷" ভারতের স্বাধীনতায় সশস্ত্র আন্দোলনের ভূমিকা কতখানি তা বলাই বাহুল্য ৷ সেই সময়কার গল্পই পর্দায় তুলে ধরবে এই ছবিতে ৷ অর্থাৎ ঋষি অরবিন্দ ঘোষের ভূমিকায় তুলে ধরা হবে 'বারুদ ও আদালত' ছবিটিতে ৷ ছবিটি পর্দায় আসবে আগামী বছর 15 অগস্ট ৷