ETV Bharat / entertainment

Paps Surprise Rashmika: জন্মদিনের এক সপ্তাহ আগেই কাটলেন কেক, পাপারাৎজিদের উপহারে আপ্লুত রশ্মিকা

author img

By

Published : Mar 28, 2023, 7:49 PM IST

Updated : Mar 28, 2023, 8:04 PM IST

রশ্মিকা মন্দানা (Rashmika mandanna latest news) তাঁর জন্মদিনের (Rashmika Birthday Celebration) এক সপ্তাহ আগেই কাটলেন জন্মদিনের কেক (Paps Surprise Rashmika)৷ পাপারাৎজিদের এই উপহারে আপ্লুত পুষ্পা অভিনেত্রী ৷ তাঁর জন্মদিন 5 এপ্রিল ৷

Paps Surprise Rashmika ETV Bharat
পাপারাৎজিদের উপহারে আপ্লুত রশ্মিকা

হায়দরাবাদ, 28 মার্চ: দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে (Rashmika mandanna latest news) একটি মিষ্টি সারপ্রাইজ উপহার দিলেন মুম্বইয়ের পাপারাৎজিরা (Paps Surprise Rashmika)৷ পুষ্পা স্টারের জন্মদিনের এক সপ্তাহ আগে তাঁকে কেক দিয়ে শুভেচ্ছা জানানো হল । ভক্ত এবং পাপারাৎজিদের এমন উপহারে দারুণ খুশি রশ্মিকা (Rashmika Birthday Celebration)৷ সবার অনুরোধ রেখে বিমানবন্দরেই তিনি কেক কাটেন ৷ সেই সময় তাঁর সঙ্গে ছিলেন তেলুগু অভিনেতা বেল্লামকোন্ডা শ্রীনিবাস ৷

নীল পোশাকের কেয়ারফ্রি লুকে অনবদ্য সামার স্টাইলে ধরা দেন রশ্মিকা মন্দানা ৷ তার সঙ্গে ছিল একটি সাদা বিলাসী পার্স এবং ম্যাচিং স্নিকার্স ৷ ক্যাজুয়াল লুকেও ভক্তদের তাক লাগিয়ে দেন তিনি ৷ খোলা চুল ও ন্যূনতম মেকআপে মোহময়ী লাগছিল অভিনেত্রীকে ৷ অন্যদিকে, শ্রীনিবাস বাদামী প্যান্ট এবং একটি ক্রিম রঙের শার্ট পরেছিলেন ৷ তাঁর পোশাক ছিল বেশ আরামদায়ক ও ফ্যাশনেবল । তার সঙ্গে সাদা স্নিকার্স, একটি ব্যাকপ্যাক এবং কালো সানগ্লাসে বেশ দেখাচ্ছিল তেলুগু অভিনেতাকে ৷

বেল্লামকোন্ডা শ্রীনিবাসের সঙ্গে এই প্রথম দেখা গেল রশ্মিকা মন্দানাকে । শ্রীনিবাস তেলুগু চলচ্চিত্র সীতা এবং আল্লুদু আধুরসেতে তাঁর অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত । প্রভাসের 2005 সালের ব্লকবাস্টার ছত্রপতির রিমেকের মাধ্যমে তিনি শীঘ্রই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন । হিন্দি সংস্করণের ফিল্মের নামও ছত্রপতি রাখা হয়েছে । 12 মে এই ফিল্মের প্রিমিয়ার হবে ।

আরও পড়ুন: রাঘব-পরিণীতির সম্পর্কে সিলমোহর আপ নেতা সঞ্জীব অরোরার

অপরদিকে, আল্লু অর্জুনের সঙ্গে পুষ্পা: দ্য রুল (সিক্যুয়েল)-এ শ্রীবল্লীর ভূমিকায় পুনরায় অভিনয় করার প্রস্তুতি নিচ্ছেন রশ্মিকা মান্দানা । নিতিন এবং ভেঙ্কি কুডুমুলা অভিনীত একটি নতুন চলচ্চিত্রেও থাকছেন তিনি । সফল ফিল্ম ভীষ্মের পরে এই গ্রুপের সঙ্গে এটি হবে তাঁর দ্বিতীয় ফিল্ম । তিনি বলিউডেও খুব সক্রিয় এবং বেশ কয়েকটি কাজ রয়েছে রশ্মিকার হাতে ৷ তাঁর দুটি আকর্ষণীয় প্রকল্প রয়েছে হল, রণবীর কাপুরের সঙ্গে অ্যানিমাল এবং অপর একটি ছবি করবেন টাইগার শ্রফের সঙ্গে ৷

হায়দরাবাদ, 28 মার্চ: দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে (Rashmika mandanna latest news) একটি মিষ্টি সারপ্রাইজ উপহার দিলেন মুম্বইয়ের পাপারাৎজিরা (Paps Surprise Rashmika)৷ পুষ্পা স্টারের জন্মদিনের এক সপ্তাহ আগে তাঁকে কেক দিয়ে শুভেচ্ছা জানানো হল । ভক্ত এবং পাপারাৎজিদের এমন উপহারে দারুণ খুশি রশ্মিকা (Rashmika Birthday Celebration)৷ সবার অনুরোধ রেখে বিমানবন্দরেই তিনি কেক কাটেন ৷ সেই সময় তাঁর সঙ্গে ছিলেন তেলুগু অভিনেতা বেল্লামকোন্ডা শ্রীনিবাস ৷

নীল পোশাকের কেয়ারফ্রি লুকে অনবদ্য সামার স্টাইলে ধরা দেন রশ্মিকা মন্দানা ৷ তার সঙ্গে ছিল একটি সাদা বিলাসী পার্স এবং ম্যাচিং স্নিকার্স ৷ ক্যাজুয়াল লুকেও ভক্তদের তাক লাগিয়ে দেন তিনি ৷ খোলা চুল ও ন্যূনতম মেকআপে মোহময়ী লাগছিল অভিনেত্রীকে ৷ অন্যদিকে, শ্রীনিবাস বাদামী প্যান্ট এবং একটি ক্রিম রঙের শার্ট পরেছিলেন ৷ তাঁর পোশাক ছিল বেশ আরামদায়ক ও ফ্যাশনেবল । তার সঙ্গে সাদা স্নিকার্স, একটি ব্যাকপ্যাক এবং কালো সানগ্লাসে বেশ দেখাচ্ছিল তেলুগু অভিনেতাকে ৷

বেল্লামকোন্ডা শ্রীনিবাসের সঙ্গে এই প্রথম দেখা গেল রশ্মিকা মন্দানাকে । শ্রীনিবাস তেলুগু চলচ্চিত্র সীতা এবং আল্লুদু আধুরসেতে তাঁর অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত । প্রভাসের 2005 সালের ব্লকবাস্টার ছত্রপতির রিমেকের মাধ্যমে তিনি শীঘ্রই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন । হিন্দি সংস্করণের ফিল্মের নামও ছত্রপতি রাখা হয়েছে । 12 মে এই ফিল্মের প্রিমিয়ার হবে ।

আরও পড়ুন: রাঘব-পরিণীতির সম্পর্কে সিলমোহর আপ নেতা সঞ্জীব অরোরার

অপরদিকে, আল্লু অর্জুনের সঙ্গে পুষ্পা: দ্য রুল (সিক্যুয়েল)-এ শ্রীবল্লীর ভূমিকায় পুনরায় অভিনয় করার প্রস্তুতি নিচ্ছেন রশ্মিকা মান্দানা । নিতিন এবং ভেঙ্কি কুডুমুলা অভিনীত একটি নতুন চলচ্চিত্রেও থাকছেন তিনি । সফল ফিল্ম ভীষ্মের পরে এই গ্রুপের সঙ্গে এটি হবে তাঁর দ্বিতীয় ফিল্ম । তিনি বলিউডেও খুব সক্রিয় এবং বেশ কয়েকটি কাজ রয়েছে রশ্মিকার হাতে ৷ তাঁর দুটি আকর্ষণীয় প্রকল্প রয়েছে হল, রণবীর কাপুরের সঙ্গে অ্যানিমাল এবং অপর একটি ছবি করবেন টাইগার শ্রফের সঙ্গে ৷

Last Updated : Mar 28, 2023, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.