ETV Bharat / entertainment

Paoli Dam on Palan: পাওলির 'কালবেলা' দেখে মুগ্ধ হন মৃণাল সেন, 'পালান' ছবিতে কিংবদন্তিকে শ্রদ্ধা অভিনেত্রীর - মুখ খুললেন পাওলি দাম

Paoli Dam New Film Palan: সেপ্টেম্বর মাসের শেষের দিকে মুক্তি পেতে চলেছে পাওলি দামের নতুন ছবি 'পালান' ৷ এবার ছবি নিয়ে মুখ খুললেন পাওলি দাম ৷ জানালেন কৌশিকের মতো পরিচালকের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা ৷

Paoli Dam On Palan
কিংবদন্তি মৃণালকে শ্রদ্ধার্ঘ্য অভিনেত্রীর
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 6:15 PM IST

Updated : Sep 12, 2023, 6:52 PM IST

পাওলির 'কালবেলা' দেখে মুগ্ধ হন মৃণাল

কলকাতা, 12 সেপ্টেম্বর: 'পালান' আসছে 22 সেপ্টেম্বর । সেখানে পাওলি নামেই দেখা যাবে পাওলি দামকে । শুধু পাওলি নয়, নিজের নামে এই ছবিতে অভিনয় করেছেন সকলেই । কারণ মৃণাল সেন 'খারিজ'-এ সকল অভিনেতার আসল নামই ব্যবহার করেছিলেন । অঞ্জন দত্ত ছিলেন অঞ্জন সেন মমতা শঙ্কর ছিলেন মমতা সেন । আর এই ছবিতেই যুক্ত হয়েছে নতুন দু'টি চরিত্র যিশু সেনগুপ্ত এবং পাওলি দাম । তাঁরা অঞ্জন সেন এবং মমতা সেনের পুত্র এবং পুত্রবধূ ।

নিজের নামের চরিত্রে অভিনয় করতে পেরে খুশি অভিনেত্রী । একইভাবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ কর‍তে পেরেও আপ্লুত পাওলি । কৌশিক যেভাবে একজন অভিনেতার মধ্যে থেকে সেরাটা বের করে আনতে পারেন তা ভীষণ ভালো লেগেছে নায়িকার । ইটিভি ভারতের সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নিলেন পাওলি দাম ।

ইটিভি ভারত: 'পালান'-এ দর্শক পাওলিকে কীভাবে দেখবে?


পাওলি: পাওলিকে পাওলি হিসেবে দেখবেন । এর বেশি তো বলব না ৷ বরং দর্শকের কাছে আমি 22 সেপ্টেম্বরের পর জানতে চাইব তাঁদের পাওলি দামকে 'পালান'-এর পাওলি সেন হিসেবে কেমন লাগল । পাওলি নামটা কোনও বাংলা ছবিতে ব্যবহার হতে পারে এটা তো ভাবাই যায় না । নামটা বেশ অন্যরকম । খুব একটা বাঙালি নামও না । নামটা ছবিতে ব্যবহৃত হচ্ছে এটাও বড় প্রাপ্তি আমার । আর কেন ব্যবহার করা হচ্ছে সেটা যাঁরা মৃণাল সেনের 'খারিজ' দেখেছেন তাঁরা জানেন । 'খারিজ'-এ সব অভিনেতা নিজেদের নামে অভিনয় করেন । 'পালান' যেহেতু সেই ছবি থেকেই অনুপ্রাণিত, তাই কৌশিকদাও এই ছবিতে সবার নাম একই রেখেছেন ।

ইটিভি ভারত: পাওলি সেন চরিত্রটা কেমন?


পাওলি: আজ পর্যন্ত যে ক'টা চরিত্র করেছি তার থেকে একেবারে আলাদা । স্ক্রিপ্ট যখন পড়েছিলাম তখন ভাবতে পারিনি এরকম লাগবে আমাকে । আমাকে শাড়ি পরে অভিনয় করতে বহুবার দেখেছে দর্শক ৷ আমাকে সাদামাটা লুকেও দেখেছে ৷ সরল সাধাসিধে চরিত্রেও দেখেছে আবার জটিলতা দিয়ে মোড়া চরিত্রেও দেখেছে । কিন্তু এত সহজ জীবন যাপনে বিশ্বাসী মিষ্টি চরিত্রে বোধহয়... না থাক। আর বলব না।

ইটিভি ভারত: মৃণাল সেন 'কালবেলা' দেখে দেখা করতে বলেছিলেন তোমাকে। তুমিই বলেছিলে ইটিভি ভারতকে।

পাওলি: হ্যাঁ । একটা অচেনা নম্বর থেকে ফোন আসে । ওপার থেকে ভেসে আসা কণ্ঠস্বরটি বলেন আমি মৃণাল সেন বলছি । আমি প্রথম ফোনটা পেয়ে ভেবেছিলাম কেউ মজা করছে আমার সঙ্গে । পরে বুঝতে পারি, না উনি সত্যিই মৃণাল সেন । উনি 'কালবেলা' দেখে আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন । আমি গিয়েছিলাম দেখা করতে । তখন আমার কেরিয়ারের শুরুর দিক ৷ উনি বললেন আমি যদি কোনওদিন কাজ করতে বলি তুমি করবে? হয়তো কাজ করা হয়নি ওনার সঙ্গে । কিন্তু ওনার ওই বলাটুকুই আমার জীবনের অনেকটা পাওয়া হয়ে থেকে যাবে । আমার মনে হয় 'পালান'-এর মাধ্যমে সেটা সম্পূর্ণতা পেল ।

আরও পড়ুন: উত্তরবঙ্গে জোরকদমে চলছে 'প্রধান'-এর শুটিং, দেব-সোহমকে দেখতে উপচে পড়া ভিড়


ইটিভি ভারত: কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রথম কাজ । কেমন লাগল?

পাওলি: শুধু ভালো লাগল বলাটা অনেকটা কম বলা হবে । কৌশিকদা'র সঙ্গে কাজ করাটা ধ্যানের মতো কাজ করেছে।

ইটিভি ভারত: ধ্যানের মতো বলতে?

পাওলি: আমি বলতে চাইছি, দুরন্ত কাজ হয়েছে । কিছু কিছু মানুষের সান্নিধ্যে আসা ধ্যান করার মতোই কাজ করে । কৌশিকদা তেমনই একজন । খুব শান্ত একজন মানুষ । কোনও চেঁচামেচি নেই, কোনওরকম রাগ প্রকাশ নেই । কৌশিকদা'র টিম মেম্বাররাও তাই। প্রত্যেকে খুব শান্তভাবে কাজ করেন । যে সময়ে আমরা কাজ করেছি সেই সময়টাও সহজ ছিল না । তার উপরে ছবিটার সঙ্গে মৃণাল সেন এবং কৌশিকদা'র নাম জড়িয়ে । তাই আমরাও খুব তটস্থ থাকতাম কাজটা নিয়ে । তবে, সবাই খুব আনন্দ করে কাজটা করেছি । আর কৌশিকদা যেহেতু একজন ভালো অভিনেতা তাই উনি জানেন কার থেকে কীভাবে কী বের করে নিতে হয় ।

আরও পড়ুন: 'ঐতিহাসিক মুহূর্ত', জি20’র সাফল্যে প্রধানমন্ত্রীকে অভিনন্দন রণবীর আলিয়ার

ইটিভি ভারত: এত কম ছবিতে পাওয়া যাচ্ছে কেন আপনাকে?


পাওলি: খুব স্পেশাল কোনও ছবি, ভালো চিত্রনাট্য, ভালো গল্প পেলে নিশ্চয়ই করব । ভালো চরিত্রের অপেক্ষায় আছি ।

ইটিভি ভারত: এবার পুজোয় কী প্ল্যান?

পাওলি: কোনও বছরই আগে থেকে কোনও প্ল্যান থাকে না। প্রতিবারই কলকাতায় থাকার চেষ্টা করি। এবারও আশা করি থাকবো। ষষ্ঠী থেকে দশমী পরিবারের সঙ্গে কাটাব।

পাওলির 'কালবেলা' দেখে মুগ্ধ হন মৃণাল

কলকাতা, 12 সেপ্টেম্বর: 'পালান' আসছে 22 সেপ্টেম্বর । সেখানে পাওলি নামেই দেখা যাবে পাওলি দামকে । শুধু পাওলি নয়, নিজের নামে এই ছবিতে অভিনয় করেছেন সকলেই । কারণ মৃণাল সেন 'খারিজ'-এ সকল অভিনেতার আসল নামই ব্যবহার করেছিলেন । অঞ্জন দত্ত ছিলেন অঞ্জন সেন মমতা শঙ্কর ছিলেন মমতা সেন । আর এই ছবিতেই যুক্ত হয়েছে নতুন দু'টি চরিত্র যিশু সেনগুপ্ত এবং পাওলি দাম । তাঁরা অঞ্জন সেন এবং মমতা সেনের পুত্র এবং পুত্রবধূ ।

নিজের নামের চরিত্রে অভিনয় করতে পেরে খুশি অভিনেত্রী । একইভাবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ কর‍তে পেরেও আপ্লুত পাওলি । কৌশিক যেভাবে একজন অভিনেতার মধ্যে থেকে সেরাটা বের করে আনতে পারেন তা ভীষণ ভালো লেগেছে নায়িকার । ইটিভি ভারতের সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নিলেন পাওলি দাম ।

ইটিভি ভারত: 'পালান'-এ দর্শক পাওলিকে কীভাবে দেখবে?


পাওলি: পাওলিকে পাওলি হিসেবে দেখবেন । এর বেশি তো বলব না ৷ বরং দর্শকের কাছে আমি 22 সেপ্টেম্বরের পর জানতে চাইব তাঁদের পাওলি দামকে 'পালান'-এর পাওলি সেন হিসেবে কেমন লাগল । পাওলি নামটা কোনও বাংলা ছবিতে ব্যবহার হতে পারে এটা তো ভাবাই যায় না । নামটা বেশ অন্যরকম । খুব একটা বাঙালি নামও না । নামটা ছবিতে ব্যবহৃত হচ্ছে এটাও বড় প্রাপ্তি আমার । আর কেন ব্যবহার করা হচ্ছে সেটা যাঁরা মৃণাল সেনের 'খারিজ' দেখেছেন তাঁরা জানেন । 'খারিজ'-এ সব অভিনেতা নিজেদের নামে অভিনয় করেন । 'পালান' যেহেতু সেই ছবি থেকেই অনুপ্রাণিত, তাই কৌশিকদাও এই ছবিতে সবার নাম একই রেখেছেন ।

ইটিভি ভারত: পাওলি সেন চরিত্রটা কেমন?


পাওলি: আজ পর্যন্ত যে ক'টা চরিত্র করেছি তার থেকে একেবারে আলাদা । স্ক্রিপ্ট যখন পড়েছিলাম তখন ভাবতে পারিনি এরকম লাগবে আমাকে । আমাকে শাড়ি পরে অভিনয় করতে বহুবার দেখেছে দর্শক ৷ আমাকে সাদামাটা লুকেও দেখেছে ৷ সরল সাধাসিধে চরিত্রেও দেখেছে আবার জটিলতা দিয়ে মোড়া চরিত্রেও দেখেছে । কিন্তু এত সহজ জীবন যাপনে বিশ্বাসী মিষ্টি চরিত্রে বোধহয়... না থাক। আর বলব না।

ইটিভি ভারত: মৃণাল সেন 'কালবেলা' দেখে দেখা করতে বলেছিলেন তোমাকে। তুমিই বলেছিলে ইটিভি ভারতকে।

পাওলি: হ্যাঁ । একটা অচেনা নম্বর থেকে ফোন আসে । ওপার থেকে ভেসে আসা কণ্ঠস্বরটি বলেন আমি মৃণাল সেন বলছি । আমি প্রথম ফোনটা পেয়ে ভেবেছিলাম কেউ মজা করছে আমার সঙ্গে । পরে বুঝতে পারি, না উনি সত্যিই মৃণাল সেন । উনি 'কালবেলা' দেখে আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন । আমি গিয়েছিলাম দেখা করতে । তখন আমার কেরিয়ারের শুরুর দিক ৷ উনি বললেন আমি যদি কোনওদিন কাজ করতে বলি তুমি করবে? হয়তো কাজ করা হয়নি ওনার সঙ্গে । কিন্তু ওনার ওই বলাটুকুই আমার জীবনের অনেকটা পাওয়া হয়ে থেকে যাবে । আমার মনে হয় 'পালান'-এর মাধ্যমে সেটা সম্পূর্ণতা পেল ।

আরও পড়ুন: উত্তরবঙ্গে জোরকদমে চলছে 'প্রধান'-এর শুটিং, দেব-সোহমকে দেখতে উপচে পড়া ভিড়


ইটিভি ভারত: কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রথম কাজ । কেমন লাগল?

পাওলি: শুধু ভালো লাগল বলাটা অনেকটা কম বলা হবে । কৌশিকদা'র সঙ্গে কাজ করাটা ধ্যানের মতো কাজ করেছে।

ইটিভি ভারত: ধ্যানের মতো বলতে?

পাওলি: আমি বলতে চাইছি, দুরন্ত কাজ হয়েছে । কিছু কিছু মানুষের সান্নিধ্যে আসা ধ্যান করার মতোই কাজ করে । কৌশিকদা তেমনই একজন । খুব শান্ত একজন মানুষ । কোনও চেঁচামেচি নেই, কোনওরকম রাগ প্রকাশ নেই । কৌশিকদা'র টিম মেম্বাররাও তাই। প্রত্যেকে খুব শান্তভাবে কাজ করেন । যে সময়ে আমরা কাজ করেছি সেই সময়টাও সহজ ছিল না । তার উপরে ছবিটার সঙ্গে মৃণাল সেন এবং কৌশিকদা'র নাম জড়িয়ে । তাই আমরাও খুব তটস্থ থাকতাম কাজটা নিয়ে । তবে, সবাই খুব আনন্দ করে কাজটা করেছি । আর কৌশিকদা যেহেতু একজন ভালো অভিনেতা তাই উনি জানেন কার থেকে কীভাবে কী বের করে নিতে হয় ।

আরও পড়ুন: 'ঐতিহাসিক মুহূর্ত', জি20’র সাফল্যে প্রধানমন্ত্রীকে অভিনন্দন রণবীর আলিয়ার

ইটিভি ভারত: এত কম ছবিতে পাওয়া যাচ্ছে কেন আপনাকে?


পাওলি: খুব স্পেশাল কোনও ছবি, ভালো চিত্রনাট্য, ভালো গল্প পেলে নিশ্চয়ই করব । ভালো চরিত্রের অপেক্ষায় আছি ।

ইটিভি ভারত: এবার পুজোয় কী প্ল্যান?

পাওলি: কোনও বছরই আগে থেকে কোনও প্ল্যান থাকে না। প্রতিবারই কলকাতায় থাকার চেষ্টা করি। এবারও আশা করি থাকবো। ষষ্ঠী থেকে দশমী পরিবারের সঙ্গে কাটাব।

Last Updated : Sep 12, 2023, 6:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.