কলকাতা, 12 সেপ্টেম্বর: 'পালান' আসছে 22 সেপ্টেম্বর । সেখানে পাওলি নামেই দেখা যাবে পাওলি দামকে । শুধু পাওলি নয়, নিজের নামে এই ছবিতে অভিনয় করেছেন সকলেই । কারণ মৃণাল সেন 'খারিজ'-এ সকল অভিনেতার আসল নামই ব্যবহার করেছিলেন । অঞ্জন দত্ত ছিলেন অঞ্জন সেন মমতা শঙ্কর ছিলেন মমতা সেন । আর এই ছবিতেই যুক্ত হয়েছে নতুন দু'টি চরিত্র যিশু সেনগুপ্ত এবং পাওলি দাম । তাঁরা অঞ্জন সেন এবং মমতা সেনের পুত্র এবং পুত্রবধূ ।
নিজের নামের চরিত্রে অভিনয় করতে পেরে খুশি অভিনেত্রী । একইভাবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে পেরেও আপ্লুত পাওলি । কৌশিক যেভাবে একজন অভিনেতার মধ্যে থেকে সেরাটা বের করে আনতে পারেন তা ভীষণ ভালো লেগেছে নায়িকার । ইটিভি ভারতের সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নিলেন পাওলি দাম ।
ইটিভি ভারত: 'পালান'-এ দর্শক পাওলিকে কীভাবে দেখবে?
পাওলি: পাওলিকে পাওলি হিসেবে দেখবেন । এর বেশি তো বলব না ৷ বরং দর্শকের কাছে আমি 22 সেপ্টেম্বরের পর জানতে চাইব তাঁদের পাওলি দামকে 'পালান'-এর পাওলি সেন হিসেবে কেমন লাগল । পাওলি নামটা কোনও বাংলা ছবিতে ব্যবহার হতে পারে এটা তো ভাবাই যায় না । নামটা বেশ অন্যরকম । খুব একটা বাঙালি নামও না । নামটা ছবিতে ব্যবহৃত হচ্ছে এটাও বড় প্রাপ্তি আমার । আর কেন ব্যবহার করা হচ্ছে সেটা যাঁরা মৃণাল সেনের 'খারিজ' দেখেছেন তাঁরা জানেন । 'খারিজ'-এ সব অভিনেতা নিজেদের নামে অভিনয় করেন । 'পালান' যেহেতু সেই ছবি থেকেই অনুপ্রাণিত, তাই কৌশিকদাও এই ছবিতে সবার নাম একই রেখেছেন ।
ইটিভি ভারত: পাওলি সেন চরিত্রটা কেমন?
পাওলি: আজ পর্যন্ত যে ক'টা চরিত্র করেছি তার থেকে একেবারে আলাদা । স্ক্রিপ্ট যখন পড়েছিলাম তখন ভাবতে পারিনি এরকম লাগবে আমাকে । আমাকে শাড়ি পরে অভিনয় করতে বহুবার দেখেছে দর্শক ৷ আমাকে সাদামাটা লুকেও দেখেছে ৷ সরল সাধাসিধে চরিত্রেও দেখেছে আবার জটিলতা দিয়ে মোড়া চরিত্রেও দেখেছে । কিন্তু এত সহজ জীবন যাপনে বিশ্বাসী মিষ্টি চরিত্রে বোধহয়... না থাক। আর বলব না।
ইটিভি ভারত: মৃণাল সেন 'কালবেলা' দেখে দেখা করতে বলেছিলেন তোমাকে। তুমিই বলেছিলে ইটিভি ভারতকে।
পাওলি: হ্যাঁ । একটা অচেনা নম্বর থেকে ফোন আসে । ওপার থেকে ভেসে আসা কণ্ঠস্বরটি বলেন আমি মৃণাল সেন বলছি । আমি প্রথম ফোনটা পেয়ে ভেবেছিলাম কেউ মজা করছে আমার সঙ্গে । পরে বুঝতে পারি, না উনি সত্যিই মৃণাল সেন । উনি 'কালবেলা' দেখে আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন । আমি গিয়েছিলাম দেখা করতে । তখন আমার কেরিয়ারের শুরুর দিক ৷ উনি বললেন আমি যদি কোনওদিন কাজ করতে বলি তুমি করবে? হয়তো কাজ করা হয়নি ওনার সঙ্গে । কিন্তু ওনার ওই বলাটুকুই আমার জীবনের অনেকটা পাওয়া হয়ে থেকে যাবে । আমার মনে হয় 'পালান'-এর মাধ্যমে সেটা সম্পূর্ণতা পেল ।
আরও পড়ুন: উত্তরবঙ্গে জোরকদমে চলছে 'প্রধান'-এর শুটিং, দেব-সোহমকে দেখতে উপচে পড়া ভিড়
ইটিভি ভারত: কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রথম কাজ । কেমন লাগল?
পাওলি: শুধু ভালো লাগল বলাটা অনেকটা কম বলা হবে । কৌশিকদা'র সঙ্গে কাজ করাটা ধ্যানের মতো কাজ করেছে।
ইটিভি ভারত: ধ্যানের মতো বলতে?
পাওলি: আমি বলতে চাইছি, দুরন্ত কাজ হয়েছে । কিছু কিছু মানুষের সান্নিধ্যে আসা ধ্যান করার মতোই কাজ করে । কৌশিকদা তেমনই একজন । খুব শান্ত একজন মানুষ । কোনও চেঁচামেচি নেই, কোনওরকম রাগ প্রকাশ নেই । কৌশিকদা'র টিম মেম্বাররাও তাই। প্রত্যেকে খুব শান্তভাবে কাজ করেন । যে সময়ে আমরা কাজ করেছি সেই সময়টাও সহজ ছিল না । তার উপরে ছবিটার সঙ্গে মৃণাল সেন এবং কৌশিকদা'র নাম জড়িয়ে । তাই আমরাও খুব তটস্থ থাকতাম কাজটা নিয়ে । তবে, সবাই খুব আনন্দ করে কাজটা করেছি । আর কৌশিকদা যেহেতু একজন ভালো অভিনেতা তাই উনি জানেন কার থেকে কীভাবে কী বের করে নিতে হয় ।
আরও পড়ুন: 'ঐতিহাসিক মুহূর্ত', জি20’র সাফল্যে প্রধানমন্ত্রীকে অভিনন্দন রণবীর আলিয়ার
ইটিভি ভারত: এত কম ছবিতে পাওয়া যাচ্ছে কেন আপনাকে?
পাওলি: খুব স্পেশাল কোনও ছবি, ভালো চিত্রনাট্য, ভালো গল্প পেলে নিশ্চয়ই করব । ভালো চরিত্রের অপেক্ষায় আছি ।
ইটিভি ভারত: এবার পুজোয় কী প্ল্যান?
পাওলি: কোনও বছরই আগে থেকে কোনও প্ল্যান থাকে না। প্রতিবারই কলকাতায় থাকার চেষ্টা করি। এবারও আশা করি থাকবো। ষষ্ঠী থেকে দশমী পরিবারের সঙ্গে কাটাব।