মুম্বই, 19 অক্টোবর: ডিজিটাল প্ল্যাটফর্মগুলি (OTT) গল্পকারদের বক্স অফিসের ফাঁদ থেকে মুক্ত করেছে ৷ মত বলিউডের সুপারস্টার মাধুরী দীক্ষিত নেনের ৷ এই প্ল্যাটফর্মগুলির (Madhuri on OTT) সৌজন্যেই অভিনেতারা সাহসী বিষয়ে অভিনয় করতে পারছেন বলে মনে করেন তিনি ৷ তাঁর সর্বশেষ প্রাইম ভিডিয়ো রিলিজ 'মাজা মা'-ও এমনই একটি সাহসী বিষয়কে (Bold film) ঘিরে তৈরি হয়েছে বলে জানিয়েছেন মাধুরী (Madhuri Dixit Nene)৷
এই ছবিতে পল্লবী প্যাটেল নামে এক সমপ্রেমী মহিলার চরিত্রে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত নেনে ৷ নিজের ব্যক্তিত্ব বজায় রেখেই নিখুঁত ভাবে পরিবারকে একত্রিত করে রেখেছে সেই চরিত্র ৷ মাধুরী এ বছরের শুরুর দিকে নেটফ্লিক্স সিরিজ 'দ্য ফেম গেম' দিয়ে ওটিটি-তেও আত্মপ্রকাশ করেছিলেন ।
পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, “90-এর দশকে সময়টা আলাদা ছিল । ওটিটি-এর আবির্ভাবের সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সীমাবদ্ধতার কথা চিন্তা না করেই বিভিন্ন গল্প বলা যেতে পারে । ওটিটি-তে গল্পগুলি আপনি যেভাবে চান সেভাবে বলা যেতে পারে এবং আপনি যে বিষয়গুলি চান তা বাছাই করতে পারেন ৷” ওটিটি-র সুবাদে নির্মাতারা এখন বিশ্বব্যাপী দর্শকদের জন্য গল্প বলছেন বলে মত মাধুরীর ।
আরও পড়ুন: মুক্তি পেল 'মজামা'-র ট্রেলার, ফের মন কাড়লেন ডান্স ডিভা মাধুরী
55 বছর বয়সি অভিনেত্রী আরও বলেন, "ওটিটি-তে লোকেরা বিভিন্ন বিষয়-সহ সারা বিশ্ব থেকে চলচ্চিত্র এবং সিরিজ দেখেন ৷ এখানে একটি সাহসী চলচ্চিত্র তৈরি করা সম্ভব হচ্ছে ৷" তাঁর কথায়, “আমি নিজেকে কখনও সুপারস্টার হিসেবে দেখিনি । এমনকী যখন আমি 'খলনায়ক', 'বেটা', 'রাজা', 'মৃত্যুদণ্ড', 'প্রহার'-এর মতো ছবি করছিলাম... আমার মনে হয় না আমি নিজেকে কোনও বিশেষ ঘরানার অভিনেতা হিসেবে দেখেছি । আমরা সিনেমার মাধ্যমে যে গল্পটি বলতে যাচ্ছি শুধু সেটাকে মাথায় রেখেছি ৷”
মাধুরীর সাম্প্রতিক ওটিটি ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ৷ তবে অভিনেতা এবং পরিচালক উভয়েই সাড়া পেয়ে উচ্ছ্বসিত ।