ETV Bharat / entertainment

Oscar 2023: 'নাতু নাতু'র অস্কার জয়ে উচ্ছ্বসিত রাম চরণ ও জুনিয়র এনটিআর, সবাইকে জানালেন কৃতজ্ঞতা

নাতু নাতু অস্কার (Oscar 2023) জেতার পর উচ্ছ্বসিত রাম চরণ ও জুনিয়র এনটিআর (Ram Charan and Jr NTR) সবাইকে ধন্যবাদ জানালেন ৷ নির্মাতা ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বার্তা দিয়েছেন তাঁরা (RRR Oscar victory)৷

Ram Charan and Jr NTR ETV Bharat
রাম চরণ ও জুনিয়র এনটিআর
author img

By

Published : Mar 13, 2023, 1:33 PM IST

হায়দরাবাদ, 13 মার্চ: আরআরআর-এর গান 'নাতু নাতু' 95তম অ্যাকাডেমি পুরস্কারের (Oscar 2023) আসরে সেরা মৌলিক গানের বিভাগে প্রথম ভারতীয় গান হিসেবে ইতিহাস তৈরি করে পুরস্কার জিতে নিয়েছে । অস্কার জয়ের পর উচ্ছ্বসিত আরআরআর-এর স্টার রাম চরণ এবং জুনিয়র এনটিআর (Ram Charan and Jr NTR)৷ এই গান ও ছবিটিকে বিশ্বব্যাপী হিট করার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তাঁরা (RRR Oscar victory)।

জুনিয়র এনটিআর বলেছেন, "আমি এই মুহূর্তে আমার উচ্ছ্বাস প্রকাশ করার মতো শব্দ খুঁজে পাচ্ছি না । এটি শুধু আরআরআর-এর জয় নয়, এই জয় গোটা ভারতের । আমি বিশ্বাস করি এটি সবে শুরু হল । ভারতীয় সিনেমা আমাদের দেখাচ্ছে যে সে কতদূর যেতে পারে । অভিনন্দন কীরাবাণি এবং চন্দ্রবোসকে । অবশ্যই রাজামৌলী নামে একজন ওস্তাদ গল্পকার এবং শ্রোতারা যাঁরা আমাদের সমস্ত ভালবাসা দিয়েছিলেন তাঁরা ছাড়া এর কিছুই সম্ভব হত না । আমি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর দলকে তাঁদের জয়ের জন্য অভিনন্দন জানাতে চাই । আজ ভারতে তাঁরা আরেকটি অস্কার নিয়ে এসেছে ।"

তিনি একটি ছবি শেয়ার করে তার ক্যাপশনে লিখেছেন, "এবং আমরা এটি করেছি... ৷" এই জয়ের জন্য সবাইকে অভিনন্দনও জানান তিনি ৷

এ দিকে, আরআরআর-এর আর এক স্থপতি রাম চরণ তাঁর টুইটার অ্যাকাউন্টে ক্যাপশন-সহ একটি এই বার্তা শেয়ার করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৷ তিনি লিখেছেন, "আমরা জিতেছি ! আমরা ভারতীয় সিনেমা হিসাবে জিতেছি ! আমরা একটি দেশ হিসাবে জিতেছি ! অস্কার পুরস্কার ঘরে আসছে !"

সেই বার্তায় রাম চরণ লিখেছেন, "আরআরআর আমাদের জীবনের এবং ভারতীয় সিনেমার ইতিহাসের সবচেয়ে বিশেষ চলচ্চিত্র হিসাবে সর্বদাই থাকবে । অস্কার পুরস্কারের জন্য সবাইকে যতই ধন্যবাদ জানাই তা যথেষ্ট নয় । এখনও মনে হচ্ছে আমি একটি স্বপ্নে বেঁচে আছি । অপ্রতিরোধ্য সমর্থন এবং ভালোবাসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ । এসএস রাজামৌলী এবং এমএম কীরাবাণি আমাদের ভারতীয় চলচ্চিত্র শিল্পের সবচেয়ে মূল্যবান রত্ন । আমাকে এই মাস্টারপিসের অংশ হওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাদের উভয়কে ধন্যবাদ ।"

তিনি আরও লিখেছেন, "নাতু নাতু বিশ্বজুড়ে একটি আবেগ । গীতিকার চন্দ্রবোস, গায়ক রাহুল সিপলিগুঞ্জ এবং কালা ভৈরব ও কোরিয়োগ্রাফার প্রেম রক্ষিতকে ধন্যবাদ এই আবেগকে একত্রিত করার জন্য । আমার সহ-অভিনেতা তারককে - ধন্যবাদ ভাই ! আমি আশা করি তোমর সঙ্গে নাচ আবার রেকর্ড তৈরি করবে । মিষ্টি সহ-অভিনেতা হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আলিয়া ভাট । এই পুরস্কার প্রত্যেক ভারতীয় অভিনেতা, টেকনিশিয়ান এবং চলচ্চিত্র দর্শকের । সমস্ত ভালোবাসা এবং সমর্থনের জন্য বিশ্বজুড়ে সমস্ত ভক্তদের আমার আন্তরিক ধন্যবাদ । এটা আমাদের দেশের জয় !"

Ram Charan and Jr NTR ETV Bharat
রাম চরণের বার্তা

'নাতু নাতু' রিহানা এবং লেডি গাগার মতো বড় নামকে টপকে অস্কার পুরস্কার জিতেছে । সুরকার এমএম কীরাবাণি এবং গীতিকার চন্দ্রবোস দলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন । গায়ক রাহুল সিপলিগুঞ্জ এবং কালা ভৈরব ও সুরকার-সহ পরিচালক এসএস রাজামৌলী এবং প্রধান অভিনেতা জুনিয়র এনটিআর ও রাম চরণ সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন: সত্যজিৎ থেকে রহমান - আগেই যাঁরা ভারতকে অস্কার এনে দিয়েছেন

হায়দরাবাদ, 13 মার্চ: আরআরআর-এর গান 'নাতু নাতু' 95তম অ্যাকাডেমি পুরস্কারের (Oscar 2023) আসরে সেরা মৌলিক গানের বিভাগে প্রথম ভারতীয় গান হিসেবে ইতিহাস তৈরি করে পুরস্কার জিতে নিয়েছে । অস্কার জয়ের পর উচ্ছ্বসিত আরআরআর-এর স্টার রাম চরণ এবং জুনিয়র এনটিআর (Ram Charan and Jr NTR)৷ এই গান ও ছবিটিকে বিশ্বব্যাপী হিট করার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তাঁরা (RRR Oscar victory)।

জুনিয়র এনটিআর বলেছেন, "আমি এই মুহূর্তে আমার উচ্ছ্বাস প্রকাশ করার মতো শব্দ খুঁজে পাচ্ছি না । এটি শুধু আরআরআর-এর জয় নয়, এই জয় গোটা ভারতের । আমি বিশ্বাস করি এটি সবে শুরু হল । ভারতীয় সিনেমা আমাদের দেখাচ্ছে যে সে কতদূর যেতে পারে । অভিনন্দন কীরাবাণি এবং চন্দ্রবোসকে । অবশ্যই রাজামৌলী নামে একজন ওস্তাদ গল্পকার এবং শ্রোতারা যাঁরা আমাদের সমস্ত ভালবাসা দিয়েছিলেন তাঁরা ছাড়া এর কিছুই সম্ভব হত না । আমি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর দলকে তাঁদের জয়ের জন্য অভিনন্দন জানাতে চাই । আজ ভারতে তাঁরা আরেকটি অস্কার নিয়ে এসেছে ।"

তিনি একটি ছবি শেয়ার করে তার ক্যাপশনে লিখেছেন, "এবং আমরা এটি করেছি... ৷" এই জয়ের জন্য সবাইকে অভিনন্দনও জানান তিনি ৷

এ দিকে, আরআরআর-এর আর এক স্থপতি রাম চরণ তাঁর টুইটার অ্যাকাউন্টে ক্যাপশন-সহ একটি এই বার্তা শেয়ার করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৷ তিনি লিখেছেন, "আমরা জিতেছি ! আমরা ভারতীয় সিনেমা হিসাবে জিতেছি ! আমরা একটি দেশ হিসাবে জিতেছি ! অস্কার পুরস্কার ঘরে আসছে !"

সেই বার্তায় রাম চরণ লিখেছেন, "আরআরআর আমাদের জীবনের এবং ভারতীয় সিনেমার ইতিহাসের সবচেয়ে বিশেষ চলচ্চিত্র হিসাবে সর্বদাই থাকবে । অস্কার পুরস্কারের জন্য সবাইকে যতই ধন্যবাদ জানাই তা যথেষ্ট নয় । এখনও মনে হচ্ছে আমি একটি স্বপ্নে বেঁচে আছি । অপ্রতিরোধ্য সমর্থন এবং ভালোবাসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ । এসএস রাজামৌলী এবং এমএম কীরাবাণি আমাদের ভারতীয় চলচ্চিত্র শিল্পের সবচেয়ে মূল্যবান রত্ন । আমাকে এই মাস্টারপিসের অংশ হওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাদের উভয়কে ধন্যবাদ ।"

তিনি আরও লিখেছেন, "নাতু নাতু বিশ্বজুড়ে একটি আবেগ । গীতিকার চন্দ্রবোস, গায়ক রাহুল সিপলিগুঞ্জ এবং কালা ভৈরব ও কোরিয়োগ্রাফার প্রেম রক্ষিতকে ধন্যবাদ এই আবেগকে একত্রিত করার জন্য । আমার সহ-অভিনেতা তারককে - ধন্যবাদ ভাই ! আমি আশা করি তোমর সঙ্গে নাচ আবার রেকর্ড তৈরি করবে । মিষ্টি সহ-অভিনেতা হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আলিয়া ভাট । এই পুরস্কার প্রত্যেক ভারতীয় অভিনেতা, টেকনিশিয়ান এবং চলচ্চিত্র দর্শকের । সমস্ত ভালোবাসা এবং সমর্থনের জন্য বিশ্বজুড়ে সমস্ত ভক্তদের আমার আন্তরিক ধন্যবাদ । এটা আমাদের দেশের জয় !"

Ram Charan and Jr NTR ETV Bharat
রাম চরণের বার্তা

'নাতু নাতু' রিহানা এবং লেডি গাগার মতো বড় নামকে টপকে অস্কার পুরস্কার জিতেছে । সুরকার এমএম কীরাবাণি এবং গীতিকার চন্দ্রবোস দলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন । গায়ক রাহুল সিপলিগুঞ্জ এবং কালা ভৈরব ও সুরকার-সহ পরিচালক এসএস রাজামৌলী এবং প্রধান অভিনেতা জুনিয়র এনটিআর ও রাম চরণ সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন: সত্যজিৎ থেকে রহমান - আগেই যাঁরা ভারতকে অস্কার এনে দিয়েছেন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.