ETV Bharat / entertainment

Open Tee Bioscope: বন্ধু বাই লেনে নয়া চমক, ওপেন টি বায়োস্কোপ এবার ওটিটি-তে - পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়

আট বছর পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত 'ওপেন টি বায়োস্কোপ' ৷ সোশাল মিডিয়ায় খুশির খবর শেয়ার করলেন ছবির তারকারা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 3, 2023, 11:03 PM IST

কলকাতা, 3 জুন: জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমি, রূপকথার পায়রাদের গল্প নিয়ে মন কেমন করা, মন ভালো করা একটা ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় ৷ ফোয়ারা, কচুয়া, চরণ, তিতির যেন ছিল ফেলে আসা ছোট্টবেলার সেই বন্ধুরা ৷ 2015-য় মুক্তি পাওয়া 'ওপেন টি বায়োস্কোপ' দর্শকমনে ছাপ রেখে গিয়েছে আজও ৷ সেই ছবি এবার ওটিটি-র পর্দাতেও ৷

2015-তে দাঁড়িয়ে নব্বইয়ের নস্ট্যালজিয়ায় সুড়সুড়ি দিয়েছিলেন পরিচালক অনিন্দ্য ৷ উত্তর কলকাতার ঝুল বারান্দা, দুপুরের ভাত ঘুম, বিকেলের দল বেঁধে মাঠে ফুটবল, ছাদে মা-ঠাকুমার শুকোতে দেওয়া আচার চুরি করে খাওয়া....ছোট ছোট টুকরো স্মৃতি কম-বেশি আজও সকলেই যাপন করেন মনের গোপন কুঠুরিতে ৷ সেই ফেলে আসা রোদ্দুরে, মন কেমনের মাঠ জুড়ে খেলা করে গিয়েছে পরিচালকের বাছাই করা নিখুঁত চরিত্রগুলো ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়, ধী মজুমদার, রাজর্শী নাগ, জিষ্ণু বন্দ্যোপাধ্যায় ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, এই কয়েকজন খুদে অভিনেতার অভিনয় দেখে কেউ ভাবতেও পারেনি, এটাই ছিল তাঁদের প্রথম বড়পর্দায় বড় সিনেমা ৷

আটটা বছর পেরিয়ে গিয়েছে ৷ তবে আজও টেলিভিশনের পর্দায় মন জুড়ে থাকে এই ছবি ৷ এবার এই ছবি দর্শকদের জন্য আসতে চলেছে ওটিটি-র পর্দায় ৷ শনিবার সোশাল মিডিয়ায় অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন কোনও একটা ভালো খবর আসতে চলেছে ঠিক রাত দশটায় ৷ সেইমতো ঘড়ির কাঁটা দশটা ছুঁতেই 'ওপেন টি বায়োস্কোপ'-এর অভিনেতা-অভিনেত্রীরা জানিয়ে দিলেন এই ছবি এবার আসতে চলেছে ওটিটি-তে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবির তৃতীয় পর্বের শ্যুটিং শেষ করলেন দেব

প্রসঙ্গত, ছবির পাশাপাশি উপল সেনগুপ্তের কম্পোজ করা গানগুলো আজও গুনগুন করতে ভালোই লাগে ৷ সবশেষে বলতে হয়, সাপ-লুডো, চিত্রহার, লোডশেডিং, শুকতারা বা পাঁচসিকের দুঃখদের গল্প আজ না হলেও বন্ধুদের কাছে পেলে সেই গল্প শুনতে কার না ভালো লাগে !

কলকাতা, 3 জুন: জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমি, রূপকথার পায়রাদের গল্প নিয়ে মন কেমন করা, মন ভালো করা একটা ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় ৷ ফোয়ারা, কচুয়া, চরণ, তিতির যেন ছিল ফেলে আসা ছোট্টবেলার সেই বন্ধুরা ৷ 2015-য় মুক্তি পাওয়া 'ওপেন টি বায়োস্কোপ' দর্শকমনে ছাপ রেখে গিয়েছে আজও ৷ সেই ছবি এবার ওটিটি-র পর্দাতেও ৷

2015-তে দাঁড়িয়ে নব্বইয়ের নস্ট্যালজিয়ায় সুড়সুড়ি দিয়েছিলেন পরিচালক অনিন্দ্য ৷ উত্তর কলকাতার ঝুল বারান্দা, দুপুরের ভাত ঘুম, বিকেলের দল বেঁধে মাঠে ফুটবল, ছাদে মা-ঠাকুমার শুকোতে দেওয়া আচার চুরি করে খাওয়া....ছোট ছোট টুকরো স্মৃতি কম-বেশি আজও সকলেই যাপন করেন মনের গোপন কুঠুরিতে ৷ সেই ফেলে আসা রোদ্দুরে, মন কেমনের মাঠ জুড়ে খেলা করে গিয়েছে পরিচালকের বাছাই করা নিখুঁত চরিত্রগুলো ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়, ধী মজুমদার, রাজর্শী নাগ, জিষ্ণু বন্দ্যোপাধ্যায় ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, এই কয়েকজন খুদে অভিনেতার অভিনয় দেখে কেউ ভাবতেও পারেনি, এটাই ছিল তাঁদের প্রথম বড়পর্দায় বড় সিনেমা ৷

আটটা বছর পেরিয়ে গিয়েছে ৷ তবে আজও টেলিভিশনের পর্দায় মন জুড়ে থাকে এই ছবি ৷ এবার এই ছবি দর্শকদের জন্য আসতে চলেছে ওটিটি-র পর্দায় ৷ শনিবার সোশাল মিডিয়ায় অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন কোনও একটা ভালো খবর আসতে চলেছে ঠিক রাত দশটায় ৷ সেইমতো ঘড়ির কাঁটা দশটা ছুঁতেই 'ওপেন টি বায়োস্কোপ'-এর অভিনেতা-অভিনেত্রীরা জানিয়ে দিলেন এই ছবি এবার আসতে চলেছে ওটিটি-তে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবির তৃতীয় পর্বের শ্যুটিং শেষ করলেন দেব

প্রসঙ্গত, ছবির পাশাপাশি উপল সেনগুপ্তের কম্পোজ করা গানগুলো আজও গুনগুন করতে ভালোই লাগে ৷ সবশেষে বলতে হয়, সাপ-লুডো, চিত্রহার, লোডশেডিং, শুকতারা বা পাঁচসিকের দুঃখদের গল্প আজ না হলেও বন্ধুদের কাছে পেলে সেই গল্প শুনতে কার না ভালো লাগে !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.