ETV Bharat / entertainment

Athiya Kiara On Siblings Day: 'সিবলিংস ডে'তে ভাইদের নিয়ে আবেগী কিয়ারা-আথিয়া - ভাইকে নিয়ে মেতে উঠলেন কিয়ারা

সিবলিংস ডে-তে ভাইকে নিয়ে মেতে উঠলেন কিয়ারা ৷ আহানের সঙ্গে ছবি শেয়ার করতে ভুললেন না আথিয়াও ৷

Athiya Kiara On Siblings Day
ভাইয়ের সঙ্গে অদেখা ছবি শেয়ার করলেন কিয়ারা আথিয়া
author img

By

Published : Apr 10, 2023, 4:20 PM IST

মুম্বই, 10 এপ্রিল: 'ন্যাশনাল সিবলিংস ডে'-র সঙ্গে পুরো জগতের পরিচয়টাই খুব পুরনো নয় ৷ ভাই-বোনের নামে একটি দিন পালন করা হবে, এমন ধারনার জন্ম 1995 সালে, ইউরোপে ৷ আমেরিকা নিবাসী ক্লাউডিয়া এভার্ট তাঁর মৃত বোনের জন্মদিন উপলক্ষ্য়ে 10 এপ্রিল এই 'সিবলিংস ডে' পালন করতে শুরু করেন ৷ বাংলায় বা ভারত জুড়ে অবশ্য় আগে থেকেই রাখী বন্ধনের প্রচলন রয়েছে ৷ তবে এবার এই চিরন্তন অপু-দূর্গাদের দিনে পুরনো ছবি শেয়ার করে ভাইদের ভালোবাসা জানালেন কিয়ারা এবং আথিয়া ৷ দু'জনেই শেয়ার করেছেন তাঁদের বিয়ের কিছু অদেখা ছবি ৷

যেখানে কিয়ারাকে দেখা গিয়েছে মিশালের সঙ্গে আর আহানের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন আথিয়া ৷ ভাইয়ের সঙ্গে এদিন বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন কিয়ারা আদবাণী ৷ তিনি লেখেন,"সিবলিংস ডের শুভেচ্ছা" ৷ কিয়ারাকে ছবিতে দেখা গিয়েছে গোলাপী বিয়ের পোশাকে আর অন্য়দিকে মিশালকে দেখা গিয়েছে সাদা রঙের কুর্তায় ৷ প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে সিদ্ধার্থ মালহোত্রাকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন কিয়ারা ৷

অন্য়দিকে ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে কয়েক মাস আগেই বিয়ের বাঁধনে বাঁধা পড়েছেন আথিয়া শেট্টিও ৷ সেই আথিয়াও এদিন ভাইয়ের কথা স্মরণ করে আবেগী হয়ে পড়েছেন ৷ তাঁর শেয়ার করা ছবিতে দেখা যায়, আহান হাত ধরে ঘর থেকে বাইরে নিয়ে যাচ্ছেন দিদিকে ৷ এই মুহূর্তের উল্লেখ করে আথিয়া লিখেছেন,'সব সময় যে আমায় পথ দেখায়' ৷

আজ ভাই-বোনেদের এই বিশেষ দিন যে দিদিদের মন ভারাক্রান্ত করে দেবে সেটাই তো স্বাভাবিক ৷ কিয়ারা-আথিয়াদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি ৷ অভিনয়ের কথা বলতে গেলে, কিয়ারার হাতে এখন বেশ অনেকগুলি কাজ রয়েছে ৷ তার মধ্য়ে একদিকে যেমন দক্ষিণী সুপারস্টার রাম চরণের সঙ্গে তিনি জুটি বাঁধতে চলেছেন 'গেম চেঞ্জার' ছবিতে ৷ তেমনই আবার কার্তিক আরিয়ানের সঙ্গে 'সত্য়প্রেম কি কথা' ছবিতেও দেখা যাবে তাঁকে ৷

আরও পড়ুন: নিষেধ না মেনে ভিডিয়ো শ্য়ুট, ফোন ভেঙে দেওয়ার হুমকি শাহরুখের নায়িকার

মুম্বই, 10 এপ্রিল: 'ন্যাশনাল সিবলিংস ডে'-র সঙ্গে পুরো জগতের পরিচয়টাই খুব পুরনো নয় ৷ ভাই-বোনের নামে একটি দিন পালন করা হবে, এমন ধারনার জন্ম 1995 সালে, ইউরোপে ৷ আমেরিকা নিবাসী ক্লাউডিয়া এভার্ট তাঁর মৃত বোনের জন্মদিন উপলক্ষ্য়ে 10 এপ্রিল এই 'সিবলিংস ডে' পালন করতে শুরু করেন ৷ বাংলায় বা ভারত জুড়ে অবশ্য় আগে থেকেই রাখী বন্ধনের প্রচলন রয়েছে ৷ তবে এবার এই চিরন্তন অপু-দূর্গাদের দিনে পুরনো ছবি শেয়ার করে ভাইদের ভালোবাসা জানালেন কিয়ারা এবং আথিয়া ৷ দু'জনেই শেয়ার করেছেন তাঁদের বিয়ের কিছু অদেখা ছবি ৷

যেখানে কিয়ারাকে দেখা গিয়েছে মিশালের সঙ্গে আর আহানের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন আথিয়া ৷ ভাইয়ের সঙ্গে এদিন বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন কিয়ারা আদবাণী ৷ তিনি লেখেন,"সিবলিংস ডের শুভেচ্ছা" ৷ কিয়ারাকে ছবিতে দেখা গিয়েছে গোলাপী বিয়ের পোশাকে আর অন্য়দিকে মিশালকে দেখা গিয়েছে সাদা রঙের কুর্তায় ৷ প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে সিদ্ধার্থ মালহোত্রাকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন কিয়ারা ৷

অন্য়দিকে ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে কয়েক মাস আগেই বিয়ের বাঁধনে বাঁধা পড়েছেন আথিয়া শেট্টিও ৷ সেই আথিয়াও এদিন ভাইয়ের কথা স্মরণ করে আবেগী হয়ে পড়েছেন ৷ তাঁর শেয়ার করা ছবিতে দেখা যায়, আহান হাত ধরে ঘর থেকে বাইরে নিয়ে যাচ্ছেন দিদিকে ৷ এই মুহূর্তের উল্লেখ করে আথিয়া লিখেছেন,'সব সময় যে আমায় পথ দেখায়' ৷

আজ ভাই-বোনেদের এই বিশেষ দিন যে দিদিদের মন ভারাক্রান্ত করে দেবে সেটাই তো স্বাভাবিক ৷ কিয়ারা-আথিয়াদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি ৷ অভিনয়ের কথা বলতে গেলে, কিয়ারার হাতে এখন বেশ অনেকগুলি কাজ রয়েছে ৷ তার মধ্য়ে একদিকে যেমন দক্ষিণী সুপারস্টার রাম চরণের সঙ্গে তিনি জুটি বাঁধতে চলেছেন 'গেম চেঞ্জার' ছবিতে ৷ তেমনই আবার কার্তিক আরিয়ানের সঙ্গে 'সত্য়প্রেম কি কথা' ছবিতেও দেখা যাবে তাঁকে ৷

আরও পড়ুন: নিষেধ না মেনে ভিডিয়ো শ্য়ুট, ফোন ভেঙে দেওয়ার হুমকি শাহরুখের নায়িকার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.