ETV Bharat / entertainment

HBD Ram Charan: জন্মদিনে ফিরে দেখা রাম চরণের তিনটি সুপারহিট ব্লকবাস্টার - জন্মদিনে ফিরে দেখা রাম চরণের সুপারহিট ব্লকবাস্টার

রাম চরণ জনপ্রিয় দক্ষিণী তারকাদের অন্যতম ৷ আসুন জন্মদিনে ফিরে দেখি তাঁর এমন তিনটি ছবি যা স্থায়ী আসন করে নিয়েছে দর্শকদের মনে (Ram Charan Best Performances )৷

Etv Bharat
রাম চরণ জনপ্রিয় দক্ষিণী তারকাদের অন্যতম
author img

By

Published : Mar 27, 2023, 11:25 AM IST

হায়দরাবাদ: তেলেগু মেগাস্টার চিরঞ্জিবীর পুত্র রাম চরণ এখন দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় তারকা ৷ আজ এই অভিনেতা পার করে ফেললেন আরও একটি বসন্ত ৷ তিনি অভিনয়ে পা রেখেছিলেন 2007 সালে ৷ অভিনেতার প্রথম ছবির নাম ছিল 'চিরুথা' ৷ এরপর একের পর বল্ক বাস্টার সিনেপ্রেমীদের উপহার দিয়েছেন এই মেগাস্টার ৷ এই তালিকায় যেমন রয়েছে 'মগধীরা' তেমনই রয়েছে রাজামৌলির বিখ্য়াত ছবি 'আরআরআর' ৷ তাঁর কেরিয়ারে সফল ছবির সংখ্যা একাধিক। প্রায় 16 বছরের অভিনয় জীবনে বহু ছবিতেই তাঁর অভিনয় নজর কেড়েছে তবে সবচেয়ে বেশি দর্শককে আকর্ষণ করেছে তাঁর 'মগধীরা', 'রঙ্গস্থলম' এবং 'আরআরআর' এই তিনটি ছবি ৷

2009 সালে রাম চরণ রাজামৌলির হাত ধরেছিলেন তাঁর 'মগধীরা' ছবির জন্য ৷ আর তাঁদের জুটি কীভাবে শোরগোল ফেলেছিল দর্শকদের মধ্য়ে আজ তা আর নতুন করে না বললেও চলে ৷ সপ্তদশ শতাব্দীর এক যোদ্ধার কাহিনি নিয়ে তৈরি হয়েছে এই ছবি ৷ এই ছবিতে রাম চরণের চরিত্রের নাম ছিল কালা ভৈরব ৷ একজন খারাপ রাজার হাত থেকে নিজের প্রেমকে বাঁচাতে লড়াইয়ে নামে এই যোদ্ধা ৷ ছবির অ্যাকশন সিকোয়েন্সগুলি রীতিমতো সমাদৃত হয়েছিল আলোচকদের কাছে ৷ রাজামৌলির কাল্পনিক জগৎকে বিনির্মাণের প্রতি যে আগ্রহ তাও বেশ নজর কেড়েছিল সকলের (Ram Charan Best Performances )৷

এই ছবির জন্য় আলাদা করে রাম চরণও প্রশংসিত হন কারণ এর আগে মাত্র একটিই ছবিতে কাজ করেছিলেন তিনি ৷ একজন যোদ্ধার সঙ্গে সঙ্গে যেভাবে একজন প্রেমিকের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলেন তিনি তা নজর কেড়েছিল সকলের ৷ এই ছবি বেশ কয়েকটি পুরস্কারও জিতে নেয় ৷ যার মধ্য়ে বেস্ট কোরিওগ্রাফি এবং বেস্ট স্পেশাল এফেক্টসের জন্য দু'টি জাতীয় পুরস্কারও রয়েছে ৷

'রঙ্গস্থলম' ছবিটি মুক্তি পায় এর ঠিক 9 বছর পর ৷ সুকুমার পরিচালিত এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে নয়ের দশকের একটি গ্রামকে ৷ ছবিতে চিট্টি বাবু চরিত্রে অভিনয় করা রাম চরণ হয়ে ওঠেন নিপীড়িতদের কণ্ঠস্বর ৷ গ্রামের সভাপতির অত্যাচারের বিরুদ্ধে সে রুখে দাঁড়ায় ৷ রাম চরণ এবং সামান্থার 'রঙ্গস্থলম' দেখানো হয়েছিল মেলবোর্নের চলচ্চিত্র উৎসবেও ৷

তবে রাম চরণ গ্লোবাল স্টার অবশ্য়ই বানিয়েছে রাজামৌলির দুরন্ত ব্লকবাস্টার 'আরআরআর' ৷ আল্লুরি সীতা রাম রাজু এবং কোরা রাও ভীম নামের দুই বিপ্লবীর কাহিনি নিয়ে তৈরি কাল্পনিক ছবিটি রীতিমতো আলোড়ন ফেলেছে সারা বিশ্বে ৷ ইতিমধ্য়েই অস্কার জিতে নিয়েছে এই ছবির গান 'নাতু নাতু' ৷ যে গানে রাম চরণ এবং জুনিয়র এনটিআরের নাচের যুগলবন্দী রীতিমতো সকলের নজর কেড়েছে ৷ শুধু তাই নয়, জেমস ক্যামেরনের কাছেও প্রশংসা কুড়িয়েছিল এই ছবি ৷

আরও পড়ুন: রাজনীতিবিদকে মন দিয়েছেন ! পরিণীতি কি তবে স্বরার দেখানো পথেই ?

হায়দরাবাদ: তেলেগু মেগাস্টার চিরঞ্জিবীর পুত্র রাম চরণ এখন দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় তারকা ৷ আজ এই অভিনেতা পার করে ফেললেন আরও একটি বসন্ত ৷ তিনি অভিনয়ে পা রেখেছিলেন 2007 সালে ৷ অভিনেতার প্রথম ছবির নাম ছিল 'চিরুথা' ৷ এরপর একের পর বল্ক বাস্টার সিনেপ্রেমীদের উপহার দিয়েছেন এই মেগাস্টার ৷ এই তালিকায় যেমন রয়েছে 'মগধীরা' তেমনই রয়েছে রাজামৌলির বিখ্য়াত ছবি 'আরআরআর' ৷ তাঁর কেরিয়ারে সফল ছবির সংখ্যা একাধিক। প্রায় 16 বছরের অভিনয় জীবনে বহু ছবিতেই তাঁর অভিনয় নজর কেড়েছে তবে সবচেয়ে বেশি দর্শককে আকর্ষণ করেছে তাঁর 'মগধীরা', 'রঙ্গস্থলম' এবং 'আরআরআর' এই তিনটি ছবি ৷

2009 সালে রাম চরণ রাজামৌলির হাত ধরেছিলেন তাঁর 'মগধীরা' ছবির জন্য ৷ আর তাঁদের জুটি কীভাবে শোরগোল ফেলেছিল দর্শকদের মধ্য়ে আজ তা আর নতুন করে না বললেও চলে ৷ সপ্তদশ শতাব্দীর এক যোদ্ধার কাহিনি নিয়ে তৈরি হয়েছে এই ছবি ৷ এই ছবিতে রাম চরণের চরিত্রের নাম ছিল কালা ভৈরব ৷ একজন খারাপ রাজার হাত থেকে নিজের প্রেমকে বাঁচাতে লড়াইয়ে নামে এই যোদ্ধা ৷ ছবির অ্যাকশন সিকোয়েন্সগুলি রীতিমতো সমাদৃত হয়েছিল আলোচকদের কাছে ৷ রাজামৌলির কাল্পনিক জগৎকে বিনির্মাণের প্রতি যে আগ্রহ তাও বেশ নজর কেড়েছিল সকলের (Ram Charan Best Performances )৷

এই ছবির জন্য় আলাদা করে রাম চরণও প্রশংসিত হন কারণ এর আগে মাত্র একটিই ছবিতে কাজ করেছিলেন তিনি ৷ একজন যোদ্ধার সঙ্গে সঙ্গে যেভাবে একজন প্রেমিকের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলেন তিনি তা নজর কেড়েছিল সকলের ৷ এই ছবি বেশ কয়েকটি পুরস্কারও জিতে নেয় ৷ যার মধ্য়ে বেস্ট কোরিওগ্রাফি এবং বেস্ট স্পেশাল এফেক্টসের জন্য দু'টি জাতীয় পুরস্কারও রয়েছে ৷

'রঙ্গস্থলম' ছবিটি মুক্তি পায় এর ঠিক 9 বছর পর ৷ সুকুমার পরিচালিত এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে নয়ের দশকের একটি গ্রামকে ৷ ছবিতে চিট্টি বাবু চরিত্রে অভিনয় করা রাম চরণ হয়ে ওঠেন নিপীড়িতদের কণ্ঠস্বর ৷ গ্রামের সভাপতির অত্যাচারের বিরুদ্ধে সে রুখে দাঁড়ায় ৷ রাম চরণ এবং সামান্থার 'রঙ্গস্থলম' দেখানো হয়েছিল মেলবোর্নের চলচ্চিত্র উৎসবেও ৷

তবে রাম চরণ গ্লোবাল স্টার অবশ্য়ই বানিয়েছে রাজামৌলির দুরন্ত ব্লকবাস্টার 'আরআরআর' ৷ আল্লুরি সীতা রাম রাজু এবং কোরা রাও ভীম নামের দুই বিপ্লবীর কাহিনি নিয়ে তৈরি কাল্পনিক ছবিটি রীতিমতো আলোড়ন ফেলেছে সারা বিশ্বে ৷ ইতিমধ্য়েই অস্কার জিতে নিয়েছে এই ছবির গান 'নাতু নাতু' ৷ যে গানে রাম চরণ এবং জুনিয়র এনটিআরের নাচের যুগলবন্দী রীতিমতো সকলের নজর কেড়েছে ৷ শুধু তাই নয়, জেমস ক্যামেরনের কাছেও প্রশংসা কুড়িয়েছিল এই ছবি ৷

আরও পড়ুন: রাজনীতিবিদকে মন দিয়েছেন ! পরিণীতি কি তবে স্বরার দেখানো পথেই ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.