ETV Bharat / entertainment

Zoya on Farhan Birthday: ভাই ফরহানের জন্মদিনে আদুরে ছবি শেয়ার জোয়ার - Zoya on Farhan Birthday

জন্মদিনে ভাই ফরহানের জন্য় বিশেষ উপহার জোয়া আখতারের (Farhan Akhtar birthday )৷ ভাইয়ের পুরোনো সুন্দর একটি ছবি শেয়ার করে সকলের মন জিতে নিলেন তিনি ( Zoya Akhtar shares childhood photo of Farhan) ৷

Etv Bharat
জন্মদিনে ভাই ফরহানের জন্য় বিশেষ উপহার জোয়া আখতারের
author img

By

Published : Jan 9, 2023, 12:29 PM IST

মুম্বই, 9 জানুয়ারি: জন্মদিনে বিশেষ মানুষটির বিশেষ কিছু উপহারের ব্যবস্থা যদি করা যায় তবে তার চেয়ে সুন্দর আর কিই বা হতে পারে ৷ সোমবার ঠিক তেমনটাই করলেন জোয়া আখতার (Farhan Akhtar birthday ) ৷ এদিন ভাই ফরহানের জন্মদিনে তাঁকে একটি দারুণ উপহার দিলেন এই পরিচালক ৷ ফরহানের জন্মদিনে তিনি শেয়ার করেছেন ভাইয়ের ছেলেবেলার একটি সুন্দর ছবি (Zoya Akhtar shares childhood photo of Farhan ) ৷

ইনস্টাগ্রামে এদিন জোয়া লেখেন, 'বার্থডে বয়, যত বছর যাচ্ছে ততই তোমাকে আরও বেশি করে ভালোবাসছি ৷" এদিন ফারহানের যে ছবিটি তিনি শেয়ার করেছেন তাঁর ফ্যানেদের জন্য় তা সত্যিই আদুরে (Zoya Akhtar on Farhan Birthday) ৷ তাঁর এই পোস্টটি শেয়ার করার পরপরই ইন্ডাস্ট্রির অন্যান্যরাও ফরহানকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ এঁদের মধ্যে রয়েছেন সোনালি বেন্দ্রে, অভিষেক বচ্চনের মতো বেশ কিছু পরিচিত মুখ ৷ স্বামীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন শিবানীও ৷

ফারহানের এই ছোটবেলার ছবিটি মনে ধরেছে শিবানী দাণ্ডেকরও ৷ তাঁর মতে ফরহানের এই ছবিটি হল 'দ্য় কিউটেস্ট' ৷ সঙ্গে সঙ্গে তাঁর ফ্যানেরাও এদিন ফরহানকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ৷ তাঁর 49তম জন্মদিনে একজন অনুরাগী লেখেন, 'ভালোবাসা ফারহান! তোমার সঙ্গীত এবং সিনেমাগুলি আমার জীবনের কিছু সেরা স্মৃতি ৷' আর একজন লেখেন, 'শুভ জন্মদিন ফরহান স্য়ার আপনি সেরা ৷'

আরও পড়ুন: ওটিটি ডেবিউয়ের শ্যুটিং চলাকালীন রামোজি ফিল্ম সিটিতে আহত রোহিত শেট্টি

গীতিকার জাভেদ আখতারের পুত্র ফরহান তাঁর কেরিয়ার শুরু করেন একজন লেখক, পরিচালক এবং প্রযোজক হিসাবে ৷ 2001 সালে তাঁর হাত ধরে মুক্তি পায় 'দিল চাহতা হ্য়ায়' ছবিটি ৷ 2008 সালে 'রক অন' ছবির মাধ্য়মে শুরু হয় তাঁর অভিনয় জীবন ৷ 2011 সালে তাঁর ছবি 'জিন্দেগী না মিলেগি দোবারা' সেরা পার্শ্ব অভিনেতা-সহ দু'টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল। এরপর 'ভাগ মিলখা ভাগ' ছবিতে মিলখা সিং চরিত্রে অভিনয় করে বিপুল খ্যাতি পান ফরহান। তিনি 'ডন' এবং 'ডন 2'-এর মতো বেশকিছু জনপ্রিয় ছবি পরিচালনাও করেছেন।

মুম্বই, 9 জানুয়ারি: জন্মদিনে বিশেষ মানুষটির বিশেষ কিছু উপহারের ব্যবস্থা যদি করা যায় তবে তার চেয়ে সুন্দর আর কিই বা হতে পারে ৷ সোমবার ঠিক তেমনটাই করলেন জোয়া আখতার (Farhan Akhtar birthday ) ৷ এদিন ভাই ফরহানের জন্মদিনে তাঁকে একটি দারুণ উপহার দিলেন এই পরিচালক ৷ ফরহানের জন্মদিনে তিনি শেয়ার করেছেন ভাইয়ের ছেলেবেলার একটি সুন্দর ছবি (Zoya Akhtar shares childhood photo of Farhan ) ৷

ইনস্টাগ্রামে এদিন জোয়া লেখেন, 'বার্থডে বয়, যত বছর যাচ্ছে ততই তোমাকে আরও বেশি করে ভালোবাসছি ৷" এদিন ফারহানের যে ছবিটি তিনি শেয়ার করেছেন তাঁর ফ্যানেদের জন্য় তা সত্যিই আদুরে (Zoya Akhtar on Farhan Birthday) ৷ তাঁর এই পোস্টটি শেয়ার করার পরপরই ইন্ডাস্ট্রির অন্যান্যরাও ফরহানকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ এঁদের মধ্যে রয়েছেন সোনালি বেন্দ্রে, অভিষেক বচ্চনের মতো বেশ কিছু পরিচিত মুখ ৷ স্বামীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন শিবানীও ৷

ফারহানের এই ছোটবেলার ছবিটি মনে ধরেছে শিবানী দাণ্ডেকরও ৷ তাঁর মতে ফরহানের এই ছবিটি হল 'দ্য় কিউটেস্ট' ৷ সঙ্গে সঙ্গে তাঁর ফ্যানেরাও এদিন ফরহানকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ৷ তাঁর 49তম জন্মদিনে একজন অনুরাগী লেখেন, 'ভালোবাসা ফারহান! তোমার সঙ্গীত এবং সিনেমাগুলি আমার জীবনের কিছু সেরা স্মৃতি ৷' আর একজন লেখেন, 'শুভ জন্মদিন ফরহান স্য়ার আপনি সেরা ৷'

আরও পড়ুন: ওটিটি ডেবিউয়ের শ্যুটিং চলাকালীন রামোজি ফিল্ম সিটিতে আহত রোহিত শেট্টি

গীতিকার জাভেদ আখতারের পুত্র ফরহান তাঁর কেরিয়ার শুরু করেন একজন লেখক, পরিচালক এবং প্রযোজক হিসাবে ৷ 2001 সালে তাঁর হাত ধরে মুক্তি পায় 'দিল চাহতা হ্য়ায়' ছবিটি ৷ 2008 সালে 'রক অন' ছবির মাধ্য়মে শুরু হয় তাঁর অভিনয় জীবন ৷ 2011 সালে তাঁর ছবি 'জিন্দেগী না মিলেগি দোবারা' সেরা পার্শ্ব অভিনেতা-সহ দু'টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল। এরপর 'ভাগ মিলখা ভাগ' ছবিতে মিলখা সিং চরিত্রে অভিনয় করে বিপুল খ্যাতি পান ফরহান। তিনি 'ডন' এবং 'ডন 2'-এর মতো বেশকিছু জনপ্রিয় ছবি পরিচালনাও করেছেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.