ETV Bharat / entertainment

Kamal Haasan New Film: জন্মদিনে বড় সুখবর দিলেন কমল হাসান, 35 বছর পর কাজ করবেন মনি রত্নমের ছবিতে

প্রায় 35 বছর পর আবার মনি রত্নমের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কমল হাসান(Kamal Haasan Mani Ratnam to reunite after 35 years ) ৷ ছবির নাম 'KH234' ৷

Kamal Haasan New Film
জন্মদিনে বড় সুখবর, 35 বছর পর ফের মনি রত্নম-কমল হাসান জুটি আসছে পর্দায়
author img

By

Published : Nov 7, 2022, 11:23 AM IST

Updated : Nov 7, 2022, 11:57 AM IST

চেন্নাই, 7 নভেম্বর: প্রায় 35 বছর পর আবার মনি রত্নমের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কমল হাসান(Kamal Haasan Mani Ratnam to reunite after 35 years ) ৷ তামিল ছবির এই নায়ক এর আগে গ্যাংস্টার ড্রামা 'নায়কান'-এর জন্য় মনিরত্নমের হাত ধরেছিলেন ৷ এবার তাঁদের এই নতুন ছবিটি কতখানি সাফল্য় পায় সেদিকেই তাকিয়ে থাকবেন দর্শকরা ৷ ছবির নাম 'KH234' (Kamal Haasan announces film with Mani Ratnam )৷ তবে পরে সেটি বদলেও দেওয়া হতে পারে ।

রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল এবং মাদ্রাজ টকিজ-এর ব্যানারে কমল হাসান, মনি রত্নম, আর. মহেন্দ্রন এবং শিবা অনন্ত এই ছবিটি প্রযোজনা করবেন। ছবিটি প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে 2024 সালে ৷ সেপ্টেম্বরেই চেন্নাইয়ে মনি রত্নমের ছবি 'পেন্নিয়ন সেলভান-1' মুক্তির অনুষ্ঠানে সুপারস্টার রজনীকান্তের সঙ্গে উপস্থিত ছিলেন কমলও ৷

বর্ষীয়ান অভিনেতা আজ পালন করছেন তাঁর 68তম জন্মদিন (Kamal Haasan 68th birthday )৷ ফ্যানেরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের প্রিয় নায়ককে ৷ আর এবার জন্মদিনের আবহেই ফ্য়ানেদের সুখবর দিলেন অভিনেতা ৷ রবিবার সন্ধ্যায় কমল হাসান তাঁর এই নতুন ছবির প্রসঙ্গে বলেন, " 35 বছর আগে মনি রত্নমের সঙ্গে কাজ শুরু করার সময়ও আমি একইভাবে উত্তেজিত ছিলাম । এই ধরনের মননের সঙ্গে কাজ করতে পারা ভীষণ উত্তেজিত করে ৷ আর এই উত্তেজনার (অন্যতম কারণ হিসাবে) সঙ্গে রয়েছেন এ আর রহমানও ৷"

আরও পড়ুন: সুরকার মিঠুনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন পলক

সম্প্রতি তাঁর 'বিক্রম' ছবিটি বেশ সাফল্যলাভ করেছে প্রেক্ষাগৃহে ৷ আরও একবার সকলের মন কেড়ে নিয়েছে তাঁর দক্ষ অভিনয় ৷ কমল হাসান তেলেগু, মালয়ালম, হিন্দি, কন্নড় এবং বাংলা ছবিতেও কাজ করেছেন ৷ এই পদ্মশ্রী সম্মানে ভূষিত অভিনেতা নিজের কেরিয়ার শুরু করেছিলেন একজন শিশু শিল্পী হিসাবে ৷ 1960 সালে 'কালাতুর কানাম্মা' ছবির হাত ধরে প্রথমবার রূপোলি পর্দায় পা রাখেন তিনি ৷ এখনও চারটি জাতীয় পুরস্কার, 20টি ফিল্ম ফেয়ার পুরস্কার-সহ মোট 116টি পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি ৷ বিশেষত দক্ষিণী ছবি তথা ভারতীয় ছবির ক্ষেত্রে তিনি একজন জীবন্ত কিংবদন্তি ৷

চেন্নাই, 7 নভেম্বর: প্রায় 35 বছর পর আবার মনি রত্নমের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কমল হাসান(Kamal Haasan Mani Ratnam to reunite after 35 years ) ৷ তামিল ছবির এই নায়ক এর আগে গ্যাংস্টার ড্রামা 'নায়কান'-এর জন্য় মনিরত্নমের হাত ধরেছিলেন ৷ এবার তাঁদের এই নতুন ছবিটি কতখানি সাফল্য় পায় সেদিকেই তাকিয়ে থাকবেন দর্শকরা ৷ ছবির নাম 'KH234' (Kamal Haasan announces film with Mani Ratnam )৷ তবে পরে সেটি বদলেও দেওয়া হতে পারে ।

রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল এবং মাদ্রাজ টকিজ-এর ব্যানারে কমল হাসান, মনি রত্নম, আর. মহেন্দ্রন এবং শিবা অনন্ত এই ছবিটি প্রযোজনা করবেন। ছবিটি প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে 2024 সালে ৷ সেপ্টেম্বরেই চেন্নাইয়ে মনি রত্নমের ছবি 'পেন্নিয়ন সেলভান-1' মুক্তির অনুষ্ঠানে সুপারস্টার রজনীকান্তের সঙ্গে উপস্থিত ছিলেন কমলও ৷

বর্ষীয়ান অভিনেতা আজ পালন করছেন তাঁর 68তম জন্মদিন (Kamal Haasan 68th birthday )৷ ফ্যানেরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের প্রিয় নায়ককে ৷ আর এবার জন্মদিনের আবহেই ফ্য়ানেদের সুখবর দিলেন অভিনেতা ৷ রবিবার সন্ধ্যায় কমল হাসান তাঁর এই নতুন ছবির প্রসঙ্গে বলেন, " 35 বছর আগে মনি রত্নমের সঙ্গে কাজ শুরু করার সময়ও আমি একইভাবে উত্তেজিত ছিলাম । এই ধরনের মননের সঙ্গে কাজ করতে পারা ভীষণ উত্তেজিত করে ৷ আর এই উত্তেজনার (অন্যতম কারণ হিসাবে) সঙ্গে রয়েছেন এ আর রহমানও ৷"

আরও পড়ুন: সুরকার মিঠুনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন পলক

সম্প্রতি তাঁর 'বিক্রম' ছবিটি বেশ সাফল্যলাভ করেছে প্রেক্ষাগৃহে ৷ আরও একবার সকলের মন কেড়ে নিয়েছে তাঁর দক্ষ অভিনয় ৷ কমল হাসান তেলেগু, মালয়ালম, হিন্দি, কন্নড় এবং বাংলা ছবিতেও কাজ করেছেন ৷ এই পদ্মশ্রী সম্মানে ভূষিত অভিনেতা নিজের কেরিয়ার শুরু করেছিলেন একজন শিশু শিল্পী হিসাবে ৷ 1960 সালে 'কালাতুর কানাম্মা' ছবির হাত ধরে প্রথমবার রূপোলি পর্দায় পা রাখেন তিনি ৷ এখনও চারটি জাতীয় পুরস্কার, 20টি ফিল্ম ফেয়ার পুরস্কার-সহ মোট 116টি পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি ৷ বিশেষত দক্ষিণী ছবি তথা ভারতীয় ছবির ক্ষেত্রে তিনি একজন জীবন্ত কিংবদন্তি ৷

Last Updated : Nov 7, 2022, 11:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.