ETV Bharat / entertainment

OMG 2 New Poster: হাল ধরতে ভরসা সিক্যুয়েল, 'ওএমজি 2' ছবির লুক সামনে আনলেন অক্ষয় - পঙ্কজ ত্রিপাঠির ওএমজি 2 লুক সামনে আনলেন অক্ষয়

'ওএমজি 2' ছবি থেকে অভিনতা পঙ্কজ ত্রিপাঠির লুক সামনে আনলেন অভিনেতা অক্ষয় কুমার ৷ ছবির টিজারও আসছে খুব তাড়াতাড়ি ৷

OMG 2 New Poster Is Out Now
পঙ্কজ ত্রিপাঠির ওএমজি 2 লুক সামনে আনলেন অক্ষয়
author img

By

Published : Jul 3, 2023, 2:08 PM IST

হায়দরাবাদ, 3 জুলাই: একগুচ্ছ নতুন ছবি নিয়ে পর্দায় ফিরতে চলেছেন অক্ষয় কুমার ৷ নতুন ছবির তালিকায় একদিকে যেমন রয়েছে 'হেরা ফেরি 3' তেমনই রয়েছে 'হাউসফুল 5'-ও ৷ অক্ষয়ের আরও একটি নতুন ছবি এই মুহূর্তে রয়েছে চর্চায় ৷ তা হল 'ওএমজি 2' ৷ অক্ষয়ের বক্স অফিসে বিপুল সফল ছবিগুলির একটি হল 'ও মাই গড' ৷ ছবিতে অভিনেতা অভিনয় করেছিলেন ঈশ্বরের চরিত্রে ৷ এবার আসছে সেই ছবিরই পরবর্তী পর্ব ৷ ছবির আরও কয়েকটি নতুন পোস্টার এবং অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির লুক এদিন সামনে আনলেন নির্মাতারা ৷

আগামী 11 অগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ সোমবার ছবির যে দু'টি পোস্টার সামনে এনেছেন অক্ষয় তার একটিতে দেখা গিয়েছে শিব রূপী অক্ষয়কে ৷ আর অন্যটিতে দেখা পঙ্কজ ত্রিপাঠিকে ৷ পঙ্কজের মাথায় তিলক, পরনে হাফ শার্ট আর নেহেরু জ্যাকেট দেখে মনে হচ্ছে তাঁকে দেখা যাবে বেশ বলিষ্ঠ কোনও চরিত্রে ৷

ছবিতে দেখা যায় তাঁর চারপাশে রয়েছে জনতার স্রোত ৷ কর জোড়ে তিনি সকলকে নমস্কার জানাচ্ছেন ৷ ছবিটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, "দেখা হবে সত্যের পথে ৷ 'ওএমজি 2' মুক্তি পেতে চলেছে আগামী 11 অগস্ট ৷ খুব তাড়াতাড়ি আসছে ছবির টিজার ৷" যদিও অক্ষয় এখনও টিজার মুক্তির তারিখ জানাননি ৷ 'ওএমজি 2' পরিচালনার দায়িত্বে রয়েছেন অমিত রাই ৷

আরও পড়ুন: একসঙ্গে রণবীর দীপিকা রাম চরণ তৃষা ! হচ্ছেটা কী ?

এর আগে 2012 সালে মুক্তি পেয়েছিল ছবির প্রথম অধ্যায় ৷ 'ও মাই গড'-এর পরিচালনার দায়িত্বে ছিলেন ঊমেশ শুক্লা ৷ মিঠুন চক্রবর্তী, পরেশ রাওয়াল এবং অক্ষয়ের এই ছবির বাজেট ছিল 60 কোটির মতো ৷ মুক্তির পর বক্স অফিসে প্রায় 193 কোটি আয় করে এই ছবি ৷ এর আগে অক্ষয়ের একগুচ্ছ ছবি পরস্পর মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে ৷ তাই এই ছবির হাত ধরে আবার নিশ্চয়ই সাফল্যের চেনা স্রোতে ফিরতে চাইবেন অভিনেতা ৷

হায়দরাবাদ, 3 জুলাই: একগুচ্ছ নতুন ছবি নিয়ে পর্দায় ফিরতে চলেছেন অক্ষয় কুমার ৷ নতুন ছবির তালিকায় একদিকে যেমন রয়েছে 'হেরা ফেরি 3' তেমনই রয়েছে 'হাউসফুল 5'-ও ৷ অক্ষয়ের আরও একটি নতুন ছবি এই মুহূর্তে রয়েছে চর্চায় ৷ তা হল 'ওএমজি 2' ৷ অক্ষয়ের বক্স অফিসে বিপুল সফল ছবিগুলির একটি হল 'ও মাই গড' ৷ ছবিতে অভিনেতা অভিনয় করেছিলেন ঈশ্বরের চরিত্রে ৷ এবার আসছে সেই ছবিরই পরবর্তী পর্ব ৷ ছবির আরও কয়েকটি নতুন পোস্টার এবং অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির লুক এদিন সামনে আনলেন নির্মাতারা ৷

আগামী 11 অগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ সোমবার ছবির যে দু'টি পোস্টার সামনে এনেছেন অক্ষয় তার একটিতে দেখা গিয়েছে শিব রূপী অক্ষয়কে ৷ আর অন্যটিতে দেখা পঙ্কজ ত্রিপাঠিকে ৷ পঙ্কজের মাথায় তিলক, পরনে হাফ শার্ট আর নেহেরু জ্যাকেট দেখে মনে হচ্ছে তাঁকে দেখা যাবে বেশ বলিষ্ঠ কোনও চরিত্রে ৷

ছবিতে দেখা যায় তাঁর চারপাশে রয়েছে জনতার স্রোত ৷ কর জোড়ে তিনি সকলকে নমস্কার জানাচ্ছেন ৷ ছবিটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, "দেখা হবে সত্যের পথে ৷ 'ওএমজি 2' মুক্তি পেতে চলেছে আগামী 11 অগস্ট ৷ খুব তাড়াতাড়ি আসছে ছবির টিজার ৷" যদিও অক্ষয় এখনও টিজার মুক্তির তারিখ জানাননি ৷ 'ওএমজি 2' পরিচালনার দায়িত্বে রয়েছেন অমিত রাই ৷

আরও পড়ুন: একসঙ্গে রণবীর দীপিকা রাম চরণ তৃষা ! হচ্ছেটা কী ?

এর আগে 2012 সালে মুক্তি পেয়েছিল ছবির প্রথম অধ্যায় ৷ 'ও মাই গড'-এর পরিচালনার দায়িত্বে ছিলেন ঊমেশ শুক্লা ৷ মিঠুন চক্রবর্তী, পরেশ রাওয়াল এবং অক্ষয়ের এই ছবির বাজেট ছিল 60 কোটির মতো ৷ মুক্তির পর বক্স অফিসে প্রায় 193 কোটি আয় করে এই ছবি ৷ এর আগে অক্ষয়ের একগুচ্ছ ছবি পরস্পর মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে ৷ তাই এই ছবির হাত ধরে আবার নিশ্চয়ই সাফল্যের চেনা স্রোতে ফিরতে চাইবেন অভিনেতা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.