মুম্বই, 26 জুলাই: রণবীর সিংয়ের নগ্ন ফটোশ্য়ুট ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ৷ এবার সে কারণে আইনি জটিলতায় জড়ালেন অভিনেতা ৷ তাঁর এই ফটোশ্য়ুট নিয়ে যখন নানা মুনি নানা মত দিতে ব্যস্ত, তখন অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল একটি এনজিও ৷ শ্যাম মাঙ্গারাম ফাউন্ডেশন নামক এই এনজিওটির অভিযোগ রণবীরের এই ধরনের কাজ ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের জন্য বিপদ সংকেত ৷ মুম্বইয়ের চেম্বুর থানায় এই সংক্রান্ত একটি অভিযোগও দায়ের করেছেন সংগঠনটি (NGO Files Complaint Against Ranveer Singh) ৷
গত শনিবার রণবীর একটি মার্কিনি ম্যাগাজিনে ফটোশ্যুটের জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে ক্যামেরার সামনে ধরা দেন ৷ রণবীরকে পোজ দিতে দেখা যায় একটি গালিচায় শুয়েও ৷ এই ছবিগুলি নিজের ইনস্টা অ্যাকাউন্টে আপলোড করেন অভিনেতা নিজেই ৷ আর সেখান থেকেই তা ছড়িয়ে পড়ে নেট পাড়ায় ৷ এনজিওর অভিযোগে লেখা হয়েছে, "আমরা গত 6 বছর ধরে বিধবাদের সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করে যাচ্ছি । গত সপ্তাহে আমরা রণবীর সিংয়ের কিছু নগ্ন ছবি ভাইরাল হতে দেখেছি। যেভাবে ছবিগুলি তোলা হয়েছে তাতে যে কোনও মহিলা এবং পুরুষ সেই ছবিগুলি দেখে বিব্রত বোধ করবেন ।"
আরও পড়ুন: ভিক্যাটকে হত্যার হুমকি! ধৃত মডেল
রণবীরের বিরুদ্ধে 292, 293, 354 এবং 509 ধারা-সহ আইটি-এর 67A-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি জনসাধারণের অনুভূতিতে আঘাত দিয়েছেন ৷ শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে যে যে ধারায় মামলা রুজু হয়েছে, তাতে মহিলাদের প্রতি শালীনতার অবমাননাও আনা হয়েছে পর্দার বাজিরাও'য়ের বিরুদ্ধে ৷ শুধু যে এনজিওর পক্ষ থেকেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তা নয় একইসঙ্গে আলাদা করে চেম্বুর থানায় অভিযোগ করেছেন একজন মহিলা আইনজীবীও (A Woman Lawyer Submitted Separate Complaints Against Ranveer Singh )৷