হায়দরাবাদ, 18 জুন: প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পর এবার হলিউডের ছবিতে নাম লেখালেন ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট ৷ শনিবার সামনে এসেছে আলিয়ার প্রথম হলিউড ছবি 'হার্ট অফ স্টোন' ছবির ট্রেলার ৷ সোশাল মিডিয়ায় ট্রেলারটি শেয়ার করেছেন আলিয়া ৷ প্রথম হলিউডের বড় প্রজেক্টে কাজ করে উচ্ছ্বসিত 'গঙ্গুবাঈ' অভিনেত্রী ৷ তবে মন খারাপ অনুরাগীদের ৷ ট্রেলারজুড়ে মাত্র কয়েকটা ফ্রেমে দেখা গিয়েছে অভিনেত্রীকে ৷ তা নিয়েই দর্শকরা প্রশ্ন তুলেছেন ৷ তবে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেই স্ক্রিনে কম উপস্থিতি নিয়ে মুখ খুললেন রণবীর-জায়া ৷
শনিবার ব্রাজিলের সাও পাওলোয় আয়োজিত হয়েছিল নেটফ্লিক্সের বার্ষিক একটি ইভেন্ট ৷ সেখানেই দর্শকদের সামনে এসেছে এই ছবির ট্রেলার ৷ তাতেই একদিকে যেমন কিছু অনুরাগী খুশি হয়েছেন আলিয়ার নতুন প্রজেক্ট নিয়ে, তেমনই বেশ কিছু অনুরাগী হতাশও হয়েছেন ৷
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অন্যান্য তারকাদের সঙ্গে হাজির ছিলেন আলিয়াও ৷ তাঁর স্ক্রিন প্রেজেন্স নিয়ে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন, তখন পুরো বিষয়টি খোলসা করেন অভিনেত্রী ৷ তিনি বলেন, " ট্রেলারে কম উপস্থিতি, ওটা তো হবেই ৷ কিন্তু সেই বিষয় নিয়ে আমি একেবারে চিন্তিত নই ৷ কারণ দিনের শেষে আমি বিশ্বাস করি, এই বিষয়টা অবশ্যই বুঝতে হবে ছবির গল্প নিয়ে কী নিয়ে, পরিচালক কী বলতে চাইছেন এবং কীভাবে শেষ পর্যন্ত ছবিটা দর্শকদের কাছে উপস্থাপিত হচ্ছে ৷ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷"
এরপরেই হলিউডে তাঁর আত্মপ্রকাশ সম্পর্কে তিনি বলেন, "এটা আমার প্রথম হলিউড ছবি ৷ অনেকগুলো বিষয় আমার মাথায় ছিল এই নিয়ে ৷ আমি যে শুধুমাত্র একটা অ্যাকশন ছবি প্রথমবার করছিলাম তা নয়, সেই সময় আমি অন্তঃসত্ত্বাও ছিলাম ৷ ফলে দূর থেকে দেখে যা মনে হচ্ছে, কাছ থেকে সেটা আরও কঠিন ছিল ৷ কিন্তু ছবির কলাকুশলীরা, টিম আমাকে সবরকম সাহায্য করেছে ৷ এটা এমন একটা জার্নি যা আমি কখনও ভুলব না ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: ফ্রেমবন্দি ভিকি-ক্যাটরিনা-আলিয়া ! নেটিজেনদের মতে 'নিশ্চই রণবীরের নিন্দা করছে আলিয়া'
প্রসঙ্গত, 'হার্ট অফ স্টোন' ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসবে আগামী 11 অগস্ট ৷ টম হারপার পরিচালিত এই ছবির চিত্রনাট্য লিখেছেন গ্রেগ রুকা এবং অ্যালিসন শ্রোডার ৷ মুখ্যচরিত্রে দেখা যাবে গ্যাল গ্যাডট এবং জেমি ডরনানকে ৷ ছবিতে দুই এজেন্টের চরিত্রে দেখা যাবে গ্যাল এবং জেমিকে ৷ অন্যদিকে আলিয়া ভাটকে দেখা যাবে এক নেতিবাচক চরিত্রে ৷