ETV Bharat / entertainment

Nora Fatehi on Bollywood: নতুন অবস্থায় পিআর বাড়াতে নির্দিষ্ট অভিনেতাদের সঙ্গে ডেট করতে বলা হয়েছিল নোরাকে - নোরা ফতেহি

Nora Fatehi reveals dark side of Bollywood: অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্ধকার দিকটি সম্পর্কে আলোকপাত করেছেন । ইন্ডাস্ট্রিতে পা রাখার জন্য কীভাবে তাঁকে নির্দিষ্ট লোকদের সঙ্গে ডেট করতে বলা হয়েছিল, সে কথা জানিয়েছেন দিলবর স্টার ৷

Nora Fatehi on Bollywood
নোরা ফতেহি
author img

By

Published : Jul 31, 2023, 6:55 PM IST

হায়দরাবাদ, 31 জুলাই: সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বলিউডের নেতিবাচক দিকগুলি তুলে ধরলেন অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফতেহি ৷ তিনি জানান, ইন্ডাস্ট্রিতে তিনি যখন নতুন ছিলেন, তখন তাঁকে পিআর বাড়ানোর জন্য নির্দিষ্ট কয়েকজন অভিনেতার সঙ্গে ডেট করতে বলা হয়েছিল ৷ তবে সেই পরামর্শ এড়িয়ে গিয়েছেন তিনি ৷

সম্প্রতি একটি ওয়েবলয়েডের সঙ্গে সাক্ষাত্কারে নোরা প্রকাশ করেন যে, তাঁকে পিআরের জন্য নির্দিষ্ট অভিনেতাদের সঙ্গে ক্রমাগত ডেট করতে বলা হয়েছিল । যদিও স্ট্রিট ড্যান্সার 3ডি-র অভিনেত্রী এই ধরনের কোনও পরামর্শে কখনও কর্ণপাত করেননি ৷ তিনি নিজের রাস্তাতেই পথ হাঁটতে শুরু করেন বলে জানান নোরা ৷ তাঁর সাফল্য তাঁর পাশে বসা কোনও ব্যক্তি বা যে নায়কের সঙ্গে তিনি মিশছেন, তাঁর উপর নির্ভর করে না বলে মনে করেন দিলবর গার্ল । তাঁর কথায়, "এটা আমার নিজের উপর নির্ভর করে, এবং অন্য সবাই শুধু একটি প্লাস । তাই আমি এটা নিয়ে খুবই গর্বিত ৷"

নোরা আরও বলেন, "অনেক কিছুই আমি শুনিনি, এবং তার অনেকগুলিই আমি আজ যা আছি তার কারণ । একটি পরামর্শ ছিল, গান করবেন না । আরেকটি ছিল, রিয়েলিটি শো করবেন না । আরেকটি ছিল, আমার মনে আছে একজন ব্যক্তি ছিলেন, দিলবরের সাফল্যের পরে যাঁকে আমি বলছিলাম, 'ঠিক আছে, এখন আমি অন্য দিকেও মনোযোগ দিতে চাই । আমি আন্তর্জাতিক ক্ষেত্রে যেতে চাই । আসুন এখানে কাজ করি। বাইরেও কাজ করি'। আমি যে প্রতিক্রিয়া পেয়েছি তা হল, 'না, একটা জিনিসের উপর ফোকাস করো'।"

নোরা আরও বলেন যে, এই প্রতিক্রিয়া তাঁর পছন্দ হয়নি এবং সেই জন্য তিনি একইসঙ্গে আন্তর্জাতিক কাজগুলিও করতে শুরু করেন । তিনি বলেন, "আমি উভয়ই করছি এবং এটি আমার ক্ষেত্রে দুর্দান্ত কার্যকরী হচ্ছে ।"

আরও পড়ুন: কিয়ারার জন্মদিনে বড় চমক, প্রকাশ্যে আসতে পারে 'গেম চেঞ্জার' ছবিতে অভিনেত্রীর লুক

উল্লেখ্য, 2022 ফিফা বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে রাহমা রিয়াদ, বলকিস এবং মানাল-সহ অন্যান্য শিল্পীদের সঙ্গে লাইট দ্য স্কাই গানটি পরিবেশন করেন নোরা ফতেহি ।

এ দিকে, কর্মক্ষেত্রে নোরা অ্যামাজন মিনিটিভিতে তাঁদের নাচের রিয়েলিটি শো হিপ হপ ইন্ডিয়াতে রেমো ডি'সুজার সঙ্গে উপস্থিত হবেন । নোরা বরুণ তেজের সঙ্গে মটকা নামে একটি তেলুগু ছবিতে আত্মপ্রকাশ করার জন্য প্রস্তুত । করুণা কুমার দ্বারা পরিচালিত ছবিটি একটি প্যান-ইন্ডিয়ান ফিল্ম হিসাবে তৈরি করা হবে এবং তেলুগু, তামিল, হিন্দি, কন্নড় এবং মালায়ালাম ভাষায় মুক্তি পাবে । এ ছাড়াও সাজিদ খানের পরবর্তী পরিচালনাতেও তিনি 100% থাকছেন । ছবিটিতে নোরার পাশাপাশি অভিনয় করবেন জন আব্রাহাম, শেহনাজ গিল এবং রীতেশ দেশমুখ ।

হায়দরাবাদ, 31 জুলাই: সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বলিউডের নেতিবাচক দিকগুলি তুলে ধরলেন অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফতেহি ৷ তিনি জানান, ইন্ডাস্ট্রিতে তিনি যখন নতুন ছিলেন, তখন তাঁকে পিআর বাড়ানোর জন্য নির্দিষ্ট কয়েকজন অভিনেতার সঙ্গে ডেট করতে বলা হয়েছিল ৷ তবে সেই পরামর্শ এড়িয়ে গিয়েছেন তিনি ৷

সম্প্রতি একটি ওয়েবলয়েডের সঙ্গে সাক্ষাত্কারে নোরা প্রকাশ করেন যে, তাঁকে পিআরের জন্য নির্দিষ্ট অভিনেতাদের সঙ্গে ক্রমাগত ডেট করতে বলা হয়েছিল । যদিও স্ট্রিট ড্যান্সার 3ডি-র অভিনেত্রী এই ধরনের কোনও পরামর্শে কখনও কর্ণপাত করেননি ৷ তিনি নিজের রাস্তাতেই পথ হাঁটতে শুরু করেন বলে জানান নোরা ৷ তাঁর সাফল্য তাঁর পাশে বসা কোনও ব্যক্তি বা যে নায়কের সঙ্গে তিনি মিশছেন, তাঁর উপর নির্ভর করে না বলে মনে করেন দিলবর গার্ল । তাঁর কথায়, "এটা আমার নিজের উপর নির্ভর করে, এবং অন্য সবাই শুধু একটি প্লাস । তাই আমি এটা নিয়ে খুবই গর্বিত ৷"

নোরা আরও বলেন, "অনেক কিছুই আমি শুনিনি, এবং তার অনেকগুলিই আমি আজ যা আছি তার কারণ । একটি পরামর্শ ছিল, গান করবেন না । আরেকটি ছিল, রিয়েলিটি শো করবেন না । আরেকটি ছিল, আমার মনে আছে একজন ব্যক্তি ছিলেন, দিলবরের সাফল্যের পরে যাঁকে আমি বলছিলাম, 'ঠিক আছে, এখন আমি অন্য দিকেও মনোযোগ দিতে চাই । আমি আন্তর্জাতিক ক্ষেত্রে যেতে চাই । আসুন এখানে কাজ করি। বাইরেও কাজ করি'। আমি যে প্রতিক্রিয়া পেয়েছি তা হল, 'না, একটা জিনিসের উপর ফোকাস করো'।"

নোরা আরও বলেন যে, এই প্রতিক্রিয়া তাঁর পছন্দ হয়নি এবং সেই জন্য তিনি একইসঙ্গে আন্তর্জাতিক কাজগুলিও করতে শুরু করেন । তিনি বলেন, "আমি উভয়ই করছি এবং এটি আমার ক্ষেত্রে দুর্দান্ত কার্যকরী হচ্ছে ।"

আরও পড়ুন: কিয়ারার জন্মদিনে বড় চমক, প্রকাশ্যে আসতে পারে 'গেম চেঞ্জার' ছবিতে অভিনেত্রীর লুক

উল্লেখ্য, 2022 ফিফা বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে রাহমা রিয়াদ, বলকিস এবং মানাল-সহ অন্যান্য শিল্পীদের সঙ্গে লাইট দ্য স্কাই গানটি পরিবেশন করেন নোরা ফতেহি ।

এ দিকে, কর্মক্ষেত্রে নোরা অ্যামাজন মিনিটিভিতে তাঁদের নাচের রিয়েলিটি শো হিপ হপ ইন্ডিয়াতে রেমো ডি'সুজার সঙ্গে উপস্থিত হবেন । নোরা বরুণ তেজের সঙ্গে মটকা নামে একটি তেলুগু ছবিতে আত্মপ্রকাশ করার জন্য প্রস্তুত । করুণা কুমার দ্বারা পরিচালিত ছবিটি একটি প্যান-ইন্ডিয়ান ফিল্ম হিসাবে তৈরি করা হবে এবং তেলুগু, তামিল, হিন্দি, কন্নড় এবং মালায়ালাম ভাষায় মুক্তি পাবে । এ ছাড়াও সাজিদ খানের পরবর্তী পরিচালনাতেও তিনি 100% থাকছেন । ছবিটিতে নোরার পাশাপাশি অভিনয় করবেন জন আব্রাহাম, শেহনাজ গিল এবং রীতেশ দেশমুখ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.