ETV Bharat / entertainment

Nora Sues Jacqueline: জ্যাকলিনের বিরুদ্ধে 200 কোটি টাকার মানহানির মামলা নোরার

জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandes) বিরুদ্ধে মানহানি মামলা (Nora Sues Jacqueline) করলেন নোরা ফতেহি (Nora Fatehi files defamation suit)৷ তিনি জ্যাকলিনের বিরুদ্ধে 200 কোটি টাকার মামলা করেছেন (Defamation suit of Rs 200 crore)৷

author img

By

Published : Dec 12, 2022, 6:27 PM IST

Updated : Dec 12, 2022, 7:38 PM IST

nora-fatehi-files-defamation-suit-of-rs-200-crore-against-jacqueline-fernandes
জ্যাকলিনের বিরুদ্ধে 200 কোটি টাকার মানহানির মামলা নোরার

মুম্বই, 12 ডিসেম্বর: জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandes) বিরুদ্ধে 200 কোটি টাকার মানহানির মামলা দায়ের (Nora Sues Jacqueline) করলেন নোরা ফাতেহি (Nora Fatehi files defamation suit)৷ জ্যাকলিন বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য নিয়ে মিথ্যা বিবৃতি দিয়েছেন বলে অভিযোগ করেছেন নোরা (Defamation suit of Rs 200 crore)। দুই অভিনেত্রীকেই 200 কোটি টাকার আর্থিক অনিয়মের মামলায় ইডি জিজ্ঞাসাবাদ করেছে । এই ঘটনায় জ্যাকলিনকে চার্জশিট দেওয়া হয়েছে ৷

নোরা ফতেহির আবেদনে বলা হয়েছে যে, জ্যাকলিন ফার্নান্ডেজ "নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তাঁর (নোরা) কেরিয়ার ধ্বংস করার" অভিপ্রায়ে "বিদ্বেষপূর্ণ কারণে মানহানিকর অভিযোগ করেছেন ৷" আবেদনটি এই মামলায় বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে উত্তরদাতা করারও চেষ্টা করেছে ৷ সেখানে দাবি করা হয়েছে যে, তারা অপরাধমূলকভাবে অভিযুক্তের মানহানিকর বিবৃতিগুলি আবারও তুলে ধরেছিল ৷

আবেদনে আরও বলা হয়েছে যে, "জ্যাকলিন ফার্নান্ডেজ তাঁর নিজের স্বার্থকে আরও এগিয়ে নেওয়ার জন্য তাঁর কেরিয়ার ধ্বংস করার জন্য অভিযোগকারীকে অপরাধমূলকভাবে মানহানি করার চেষ্টা করেছিলেন, যেহেতু তাঁরা উভয়ই একই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ৷" এই ঘটনার সঙ্গে নোরার কোনও রকম সম্পর্ক নেই বলে দাবি করে অভিনেত্রী তাঁর আবেদনে বলেছেন যে, জ্যাকলিন শুধুমাত্র তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তাঁর বিরুদ্ধে বিবৃতি দিয়েছিলেন ৷

আরও পড়ুন: সুকেশ চন্দ্রশেখর মামলায় নয়াদিল্লিতে পুলিশি জেরার মুখে নোরা

এ দিকে, দিল্লির একটি আদালত সোমবার জ্যাকলিন এবং চন্দ্রশেখরের বিরুদ্ধে আর্থিক বেনিয়মের মামলার শুনানি এক সপ্তাহের জন্য স্থগিত করেছে । বিশেষ বিচারক শৈলেন্দ্র মালিক জ্যাকলিনের পক্ষে উপস্থিত থাকা কৌঁসুলিকে বলেন যে, তিনি এখনও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর থেকে চার্জশিট এবং অন্যান্য নথির সম্পূর্ণ কপি পাননি বলে 20 ডিসেম্বরের জন্য বিষয়টি পিছিয়ে দিচ্ছেন । সংক্ষিপ্ত শুনানির সময় জ্যাকলিনও আদালতে হাজির হন । গত 15 নভেম্বর অভিনেত্রীকে জামিন দেয় আদালত ।

মুম্বই, 12 ডিসেম্বর: জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandes) বিরুদ্ধে 200 কোটি টাকার মানহানির মামলা দায়ের (Nora Sues Jacqueline) করলেন নোরা ফাতেহি (Nora Fatehi files defamation suit)৷ জ্যাকলিন বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য নিয়ে মিথ্যা বিবৃতি দিয়েছেন বলে অভিযোগ করেছেন নোরা (Defamation suit of Rs 200 crore)। দুই অভিনেত্রীকেই 200 কোটি টাকার আর্থিক অনিয়মের মামলায় ইডি জিজ্ঞাসাবাদ করেছে । এই ঘটনায় জ্যাকলিনকে চার্জশিট দেওয়া হয়েছে ৷

নোরা ফতেহির আবেদনে বলা হয়েছে যে, জ্যাকলিন ফার্নান্ডেজ "নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তাঁর (নোরা) কেরিয়ার ধ্বংস করার" অভিপ্রায়ে "বিদ্বেষপূর্ণ কারণে মানহানিকর অভিযোগ করেছেন ৷" আবেদনটি এই মামলায় বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে উত্তরদাতা করারও চেষ্টা করেছে ৷ সেখানে দাবি করা হয়েছে যে, তারা অপরাধমূলকভাবে অভিযুক্তের মানহানিকর বিবৃতিগুলি আবারও তুলে ধরেছিল ৷

আবেদনে আরও বলা হয়েছে যে, "জ্যাকলিন ফার্নান্ডেজ তাঁর নিজের স্বার্থকে আরও এগিয়ে নেওয়ার জন্য তাঁর কেরিয়ার ধ্বংস করার জন্য অভিযোগকারীকে অপরাধমূলকভাবে মানহানি করার চেষ্টা করেছিলেন, যেহেতু তাঁরা উভয়ই একই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ৷" এই ঘটনার সঙ্গে নোরার কোনও রকম সম্পর্ক নেই বলে দাবি করে অভিনেত্রী তাঁর আবেদনে বলেছেন যে, জ্যাকলিন শুধুমাত্র তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তাঁর বিরুদ্ধে বিবৃতি দিয়েছিলেন ৷

আরও পড়ুন: সুকেশ চন্দ্রশেখর মামলায় নয়াদিল্লিতে পুলিশি জেরার মুখে নোরা

এ দিকে, দিল্লির একটি আদালত সোমবার জ্যাকলিন এবং চন্দ্রশেখরের বিরুদ্ধে আর্থিক বেনিয়মের মামলার শুনানি এক সপ্তাহের জন্য স্থগিত করেছে । বিশেষ বিচারক শৈলেন্দ্র মালিক জ্যাকলিনের পক্ষে উপস্থিত থাকা কৌঁসুলিকে বলেন যে, তিনি এখনও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর থেকে চার্জশিট এবং অন্যান্য নথির সম্পূর্ণ কপি পাননি বলে 20 ডিসেম্বরের জন্য বিষয়টি পিছিয়ে দিচ্ছেন । সংক্ষিপ্ত শুনানির সময় জ্যাকলিনও আদালতে হাজির হন । গত 15 নভেম্বর অভিনেত্রীকে জামিন দেয় আদালত ।

Last Updated : Dec 12, 2022, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.