ETV Bharat / entertainment

Nonte Fonte on Big Screen: ছোটদের জন্য বড় পর্দায় চলতি বছরেই আসছে 'নন্টে ফন্টে' - নারায়ন দেবনাথের নন্টে ফন্টে আসছে বড় পর্দায়

নারায়ন দেবনাথের জনপ্রিয় নন্টে ফন্টে আসছে বড় পর্দায় ৷ পরিচালক অনির্বাণ চক্রবর্তীর হাত ধরে আসবে কুড়িটি গল্প ৷

Nonte Fonte on Big Screen
আসছে নন্টে ফন্টে বড় পর্দায় এবার দুষ্টু মিষ্টি বাচ্চাদের গল্প
author img

By

Published : Apr 11, 2023, 1:28 PM IST

কলকাতা, 11 এপ্রিল: কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের জনপ্রিয় চরিত্রগুলির অন্য়তম হল নন্টে ফন্টে ৷ হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট-এর পাশাপাশি এই দুই বুদ্ধিমান এবং দুষ্টু মিষ্টি বন্ধুর গল্প পড়েননি এমন বাঙালি খুঁজে পাওয়া বিরল ৷ এবার ছোটদের জন্য বড় পর্দায় আসছে নারায়ণ দেবনাথের 'নন্টে ফন্টে'। পরিচালক অনির্বাণ চক্রবর্তীর হাত ধরে আসতে চলেছে এই নতুন কাজ । ছবির চিত্রনাট্য লিখেছেন অম্লান মজুমদার । এই ছবির কাজ শুরু হয়েছিল কোভিড আবহেই । সব দিক ঠিক থাকলে চলতি বছরের মে মাসে মুক্তির সম্ভাবনা এই ছবির ।

'জালান ইন্টারন্যাশনাল ফিল্মস' প্রযোজিত এই ছবিতে উঠে আসবে নারায়ণ দেবনাথ রচিত 'নন্টে ফন্টে'র প্রায় কুড়িটি গল্প । নন্টে ফন্টের ভূমিকায় দুই শিশু শিল্পী সোহম বসু রায় চৌধুরী, সোহম বোস । চোরদের রাজা ড্রাগনের ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায় । অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অম্লান মজুমদার, শুভাশিস মুখোপাধ্যায় সুমিত সমাদ্দার, লামা, কাঞ্চনা মৈত্র, বিশ্বজিৎ চক্রবর্তী, পার্থসারথি দেব, পুলকিতা ঘোষ, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় , মনোজ্যোতি মুখোপাধ্যায় নিমাই ঘোষ প্রমুখ ।

Nonte Fonte on Big Screen
জনপ্রিয় নন্টে ফন্টে আসছে বড় পর্দায়
Nonte Fonte on Big Screen
পরিচালক অনির্বাণ চক্রবর্তীর হাত ধরে আসছে নন্টে ফন্টে

'নন্টে ফন্টে' নিয়ে চিত্রনাট্যকার অম্লান মজুমদার বলেন, "নন্টে ফন্টে আমার জীবনের এক অন্য অনুভূতি । নারায়ণ দেবনাথ নিজের হাতে আমায় আটশো কমিকস তুলে দিয়েছিলেন পড়ার জন্য । হ্যাঁ ,আটশো । যদিও তার আগে আমি অনেকটাই পড়ে ফেলেছি । তবু তাঁর হাত থেকে পাওয়াটা আমার কাছে ভাগ্যের । কমিকস নিয়ে প্রথম ছবি হচ্ছে বাংলায় । অভিনয় ও লেখা, দু'ভাবেই আমি যুক্ত রয়ছি । শ্যুটিং লোকেশনে নারায়ণবাবু এসে কাগজ নিয়ে এঁকেছিলেন নন্টে-ফন্টে । এর থেকে বড় পাওয়া আর কী হতে পারে ছবিটার ?"

Nonte Fonte on Big Screen
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অম্লান মজুমদার শুভাশিস মুখোপাধ্যায় সুমিত সমাদ্দার লামা কাঞ্চনা মৈত্র বিশ্বজিৎ চক্রবর্তী সহ আরও অনেকে

আরও পড়ুন: 30 এপ্রিল খুন হবেন সলমন ! আর মেল নয়, এবার ফোনে হুমকি ভাইজানকে

এর আগে অ্যানিমেশন সিরিজ হিসাবে বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে-রা এসেছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ৷ তবে এবার একেবারে অন্যরকম স্বাদ ৷ কারণ বড়পর্দায় আসবে এই ছবি ৷ ছবিতে গান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিচালনায় অনুপম রায়। ছবির সিনেমাটোগ্রাফার আয়ুব আলী খান। শিল্প নির্দেশনায় সমর হালদার।

কলকাতা, 11 এপ্রিল: কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের জনপ্রিয় চরিত্রগুলির অন্য়তম হল নন্টে ফন্টে ৷ হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট-এর পাশাপাশি এই দুই বুদ্ধিমান এবং দুষ্টু মিষ্টি বন্ধুর গল্প পড়েননি এমন বাঙালি খুঁজে পাওয়া বিরল ৷ এবার ছোটদের জন্য বড় পর্দায় আসছে নারায়ণ দেবনাথের 'নন্টে ফন্টে'। পরিচালক অনির্বাণ চক্রবর্তীর হাত ধরে আসতে চলেছে এই নতুন কাজ । ছবির চিত্রনাট্য লিখেছেন অম্লান মজুমদার । এই ছবির কাজ শুরু হয়েছিল কোভিড আবহেই । সব দিক ঠিক থাকলে চলতি বছরের মে মাসে মুক্তির সম্ভাবনা এই ছবির ।

'জালান ইন্টারন্যাশনাল ফিল্মস' প্রযোজিত এই ছবিতে উঠে আসবে নারায়ণ দেবনাথ রচিত 'নন্টে ফন্টে'র প্রায় কুড়িটি গল্প । নন্টে ফন্টের ভূমিকায় দুই শিশু শিল্পী সোহম বসু রায় চৌধুরী, সোহম বোস । চোরদের রাজা ড্রাগনের ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায় । অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অম্লান মজুমদার, শুভাশিস মুখোপাধ্যায় সুমিত সমাদ্দার, লামা, কাঞ্চনা মৈত্র, বিশ্বজিৎ চক্রবর্তী, পার্থসারথি দেব, পুলকিতা ঘোষ, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় , মনোজ্যোতি মুখোপাধ্যায় নিমাই ঘোষ প্রমুখ ।

Nonte Fonte on Big Screen
জনপ্রিয় নন্টে ফন্টে আসছে বড় পর্দায়
Nonte Fonte on Big Screen
পরিচালক অনির্বাণ চক্রবর্তীর হাত ধরে আসছে নন্টে ফন্টে

'নন্টে ফন্টে' নিয়ে চিত্রনাট্যকার অম্লান মজুমদার বলেন, "নন্টে ফন্টে আমার জীবনের এক অন্য অনুভূতি । নারায়ণ দেবনাথ নিজের হাতে আমায় আটশো কমিকস তুলে দিয়েছিলেন পড়ার জন্য । হ্যাঁ ,আটশো । যদিও তার আগে আমি অনেকটাই পড়ে ফেলেছি । তবু তাঁর হাত থেকে পাওয়াটা আমার কাছে ভাগ্যের । কমিকস নিয়ে প্রথম ছবি হচ্ছে বাংলায় । অভিনয় ও লেখা, দু'ভাবেই আমি যুক্ত রয়ছি । শ্যুটিং লোকেশনে নারায়ণবাবু এসে কাগজ নিয়ে এঁকেছিলেন নন্টে-ফন্টে । এর থেকে বড় পাওয়া আর কী হতে পারে ছবিটার ?"

Nonte Fonte on Big Screen
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অম্লান মজুমদার শুভাশিস মুখোপাধ্যায় সুমিত সমাদ্দার লামা কাঞ্চনা মৈত্র বিশ্বজিৎ চক্রবর্তী সহ আরও অনেকে

আরও পড়ুন: 30 এপ্রিল খুন হবেন সলমন ! আর মেল নয়, এবার ফোনে হুমকি ভাইজানকে

এর আগে অ্যানিমেশন সিরিজ হিসাবে বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে-রা এসেছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ৷ তবে এবার একেবারে অন্যরকম স্বাদ ৷ কারণ বড়পর্দায় আসবে এই ছবি ৷ ছবিতে গান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিচালনায় অনুপম রায়। ছবির সিনেমাটোগ্রাফার আয়ুব আলী খান। শিল্প নির্দেশনায় সমর হালদার।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.