কলকাতা, 15 জুলাই: অভিনেতা নাইজেল আকারা তাঁর অভিনয় গুণে আজ সিনে পাড়ায় একটি প্রতিষ্ঠিত নাম ৷ নাইজেলেরই প্রতিষ্ঠিত এবং পরিচালিত 'কোলাহল থিয়েটার ওয়ার্কশপ' এবার নিয়ে আসছে তাদের পঞ্চম প্রজেক্ট 'চুপচাপ চার্লি'(Nigel Akkara New Drama Chupchap Charlie )। দক্ষিণ কলকাতার একটি রেকর্ডিং স্টুডিয়োতে এদিন এই মিউজিক্যাল ড্রামার গানের রেকর্ডিং হল ।
অটিস্টিক'দের সঙ্গে এদিন গানের ভেলায় ভাসলেন নাট্যকর্মী তথা সঙ্গীত শিল্পী তিমির বিশ্বাস । উল্লেখ্য, এর আগে নাইজেলের উদ্যোগে এলজিবিটি কিউ কমিউনিটির সদস্যদের নিয়ে তৈরি হয় 'বিষাক্ত পাঞ্চালি' ৷ 'দুর্বার মহিলা সমন্বয় কমিটি'র সহায়তায় যৌন কর্মীদের নিয়ে তৈরি হয় 'ঝরাফুলের রূপকথা' ৷ তারপর 'আলিয়ানা রি-হ্যাবিলিটেশন সেন্টার'-এর সঙ্গে জোট বেঁধে তৈরি হয় 'বেওয়ারিশ' এবং লুপ্তপ্রায় এক লোকশিল্প নিয়ে তৈরি হয় 'মুখোশতন্ত্র'। আর এবার অটিস্টিক বাচ্চাদের নিয়ে আসতে চলেছে 'চুপচাপ চার্লি'। এই নাটকে অভিনয় করবেন অভিনেত্রী দেবলীনা কুমারও ।
টালিগঞ্জ নেতাজি নগরের একটি স্টুডিয়োতে চলছে গানের রেকর্ডিং। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন প্রাজ্ঞ দত্ত । এই নাটকে গান গাইবেন ইমন চক্রবর্তী, শোভন গঙ্গোপাধ্যায়, তিমির বিশ্বাস, সায়নী পালিত, দুর্নিবার সাহা । টাইটেল ট্র্যাক গাইবেন প্রাজ্ঞ এবং বাচ্চারা ।
আরও পড়ুন: ডাক্তারি ছাত্রের চরিত্র কতটা চ্যালেঞ্জিং, নয়া ধারাবাহিক নিয়ে অকপট সপ্তর্ষি
প্রসঙ্গত, নাইজেলের এই প্রজেক্টে অটিস্টিক'দের ট্রেনিং দিয়েছেন জহর দাস । চিত্রনাট্য লিখেছেন ইপ্সিতা মুখোপাধ্যায় । বেহালা ঠাকুরপুকুরের 'মেনটেইড স্পেশাল স্কুল'-এর অটিস্ট শিশুদের নিয়েই এই নাটক নির্মাণ করছেন নাইজেল আকারা । ওরা এখন মঞ্চে যেতে প্রস্তুত জানালেন নাইজেল । ডিসেম্বর নাগাদ নাটকটি মঞ্চে ওঠার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি ৷