ETV Bharat / entertainment

Kuch Kuch Film Jaisi: কিং খানকে শ্রদ্ধা জানিয়ে টোকিও নিবাসী পরিচালকের ওয়েব সিরিজ 'কুছ কুছ ফিল্ম য্যায়সি' - New Web Series Kuch Kuch Film Jaisi

শাহরুখ খানকে শ্রদ্ধা জানিয়ে টোকিও নিবাসী চলচ্চিত্র নির্মাতা অনিন্দগীতা দাশগুপ্তর পরিচালনায় আসছে 14 পর্বের ওয়েব সিরিজ 'কুছ কুছ ফিল্ম য্যায়সি' (New Web Series Kuch Kuch Film Jaisi)। মানব মনস্তত্ত্বের নানান স্তর নিয়ে কথা বলবে এই সিরিজে ।

Kuch Kuch Film Jaisi
কিং খানকে শ্রদ্ধা জানিয়ে টোকিও নিবাসী পরিচালকের ওয়েব সিরিজ 'কুছ কুছ ফিল্ম য্যায়সি'
author img

By

Published : Jul 7, 2022, 9:26 PM IST

টোকিও, 7 জুলাই: 'আম পাবলিক এন্টারটেইনমেন্ট'-এর প্রযোজনায় টোকিও নিবাসী চিত্রপরিচালক অনিন্দগীতা দাশগুপ্ত তৈরি করেছেন 'কুছ কুছ ফিল্ম য্যায়সি' (New Web Series Kuch Kuch Film Jaisi) নামক একটি ওয়েব সিরিজ। ওয়েব সিরিজটিতে থাকছে 14টি পর্ব । সময়সীমা প্রায় সাড়ে চার ঘণ্টা । সূত্রের খবর, পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এখন । প্রসঙ্গত, তাঁর প্রথম সিনেমা 'বন্ধ' মুক্তির প্রায় পাঁচ বছর পর এই ওয়েব সিরিজ নিয়ে আবার সিনে জগতে ফিরছেন অনিন্দগীতা ।

'কুছ কুছ ফিল্ম য্যায়সি' বাংলা এবং হিন্দি ভাষার মিশেলে তৈরি ওয়েব সিরিজ । অর্থাৎ দুই ভাষাতেই কথা বলতে দেখা যাবে চরিত্রদের । এই ওয়েব সিরিজটির নামটিও বেশ অভিনব । এ প্রসঙ্গে পরিচালক অনিন্দগীতা দাশগুপ্ত বলেন, "সেই শৈশব থেকেই শাহরুখ খান আমার আইডল । তাঁর কালজয়ী ব্লকবাস্টার 'কুছ কুছ হোতা হ্যায়' বিনোদন শিল্পে আসার ক্ষেত্রে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে।"

ভারতীয় বিনোদন শিল্পে খানের অবদানের প্রতি শ্রদ্ধার্ঘ্য স্বরূপ এই সিরিজটির এমন নামকরণ বলে জানিয়েছেন পরিচালক । তাছাড়া 'কুছ কুছ ফিল্ম য্যায়সি' নামটির মধ্যে একটি চমক রয়েছে, যেটি সিরিজটি দেখতে মানুষজনকে উৎসাহী করে তুলবে বলে বিশ্বাস অনিন্দগীতার । তাঁর কথায়, "এই ওয়েব সিরিজের ট্রেলার সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে বলে আমার মনে হয় । কারণ 'কুছ কুছ ফিল্ম য্যায়সি' ওয়েব সিরিজের সাড়ে সাত মিনিটের ট্রেলারটি ইউটিউবে মুক্তি পাওয়ার প্রথম কয়েক দিনের মধ্যেই 200 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে । তাছাড়া ছবির ট্রেলার কতটা দীর্ঘ তার থেকেও আমার মনে হয়, বেশি গুরুত্বপূর্ণ ছবির বিষয়বস্তু ।"

পরিচালক আরও বলেন, "সিরিজটির গল্পে অনেক টুইস্ট এবং টার্ন রয়েছে । মানুষের মন, অবচেতনতা, আধিপত্য, অহংকার, স্বার্থপরতা-সহ আরও অন্যান্য অনেক বিষয় অন্বেষণ করে এই ওয়েব সিরিজ । বাস্তব জীবন এবং মানব মনের চেতন-অবচেতনে ঘটে চলা এই এতরকম বিষয়কে একটা গল্পের মধ্যে আনা সত্যিই এক দুঃসাহসিক কাজ এবং পরিশ্রমের ফসল । তাই এই ওয়েব সিরিজের প্রতি বাড়তি আকর্ষণ তো থেকেই যায় ।"

তাঁর মতে, মানুষের মন নানান জটিলতায় পরিপূর্ণ আবার সৃজনশীলও। এই সৃজনশীল মনের বাঁক নিয়ে গল্পটি তৈরি ৷ যা মানুষের গ্রহণ করতে একটু সময় লাগতে পারে। তবে ধীরে ধীরে পুরো সিরিজটি দেখলে বুঝতে পারা যাবে ঠিক কী দেখাতে চাওয়া হয়েছে।

আরও পড়ুন: উন্মুক্ত বক্ষ বিভাজিকা, খোলা চুল...ছবির প্রচারে নেটপাড়ার পারদ চড়াচ্ছেন দিশা

বলা বাহুল্য, এই ওয়েব সিরিজের চরিত্রগুলি বিশ্বজনীন । মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় দাবারু পৃথ্বীজিৎ শেঠ (Prithwejeet Seth), নেপালি অভিনেত্রী ঊরুষা পাণ্ডে (Urusha Pandey), বিখ্যাত স্বদেশ (Vikyat Swades), লাভ বিশপুট্ (Luv Vispute), অঙ্কুশ ত্রিপাঠী সহ অন্যান্যরা । নির্দেশনার পাশাপাশি এই সিরিজের কাহিনিকার চিত্রনাট্যকার এবং চিত্রগ্রাহকও অনিন্দগীতা দাশগুপ্ত স্বয়ং । সূত্রের খবর, পরিচালক ইতিমধ্যে বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলেছেন সিরিজটি মুক্তির বিষয়ে। বিশ্বের যে কোনও ভাষাভাষীর মানুষ যাতে সিরিজটি দেখতে পারেন এবং বুঝতে পারেন সেজন্য ওয়েব সিরিজে সাবটাইটেলও রাখা হবে । ওয়েব সিরিজের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে । এখন অপেক্ষা মুক্তির ।

টোকিও, 7 জুলাই: 'আম পাবলিক এন্টারটেইনমেন্ট'-এর প্রযোজনায় টোকিও নিবাসী চিত্রপরিচালক অনিন্দগীতা দাশগুপ্ত তৈরি করেছেন 'কুছ কুছ ফিল্ম য্যায়সি' (New Web Series Kuch Kuch Film Jaisi) নামক একটি ওয়েব সিরিজ। ওয়েব সিরিজটিতে থাকছে 14টি পর্ব । সময়সীমা প্রায় সাড়ে চার ঘণ্টা । সূত্রের খবর, পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এখন । প্রসঙ্গত, তাঁর প্রথম সিনেমা 'বন্ধ' মুক্তির প্রায় পাঁচ বছর পর এই ওয়েব সিরিজ নিয়ে আবার সিনে জগতে ফিরছেন অনিন্দগীতা ।

'কুছ কুছ ফিল্ম য্যায়সি' বাংলা এবং হিন্দি ভাষার মিশেলে তৈরি ওয়েব সিরিজ । অর্থাৎ দুই ভাষাতেই কথা বলতে দেখা যাবে চরিত্রদের । এই ওয়েব সিরিজটির নামটিও বেশ অভিনব । এ প্রসঙ্গে পরিচালক অনিন্দগীতা দাশগুপ্ত বলেন, "সেই শৈশব থেকেই শাহরুখ খান আমার আইডল । তাঁর কালজয়ী ব্লকবাস্টার 'কুছ কুছ হোতা হ্যায়' বিনোদন শিল্পে আসার ক্ষেত্রে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে।"

ভারতীয় বিনোদন শিল্পে খানের অবদানের প্রতি শ্রদ্ধার্ঘ্য স্বরূপ এই সিরিজটির এমন নামকরণ বলে জানিয়েছেন পরিচালক । তাছাড়া 'কুছ কুছ ফিল্ম য্যায়সি' নামটির মধ্যে একটি চমক রয়েছে, যেটি সিরিজটি দেখতে মানুষজনকে উৎসাহী করে তুলবে বলে বিশ্বাস অনিন্দগীতার । তাঁর কথায়, "এই ওয়েব সিরিজের ট্রেলার সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে বলে আমার মনে হয় । কারণ 'কুছ কুছ ফিল্ম য্যায়সি' ওয়েব সিরিজের সাড়ে সাত মিনিটের ট্রেলারটি ইউটিউবে মুক্তি পাওয়ার প্রথম কয়েক দিনের মধ্যেই 200 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে । তাছাড়া ছবির ট্রেলার কতটা দীর্ঘ তার থেকেও আমার মনে হয়, বেশি গুরুত্বপূর্ণ ছবির বিষয়বস্তু ।"

পরিচালক আরও বলেন, "সিরিজটির গল্পে অনেক টুইস্ট এবং টার্ন রয়েছে । মানুষের মন, অবচেতনতা, আধিপত্য, অহংকার, স্বার্থপরতা-সহ আরও অন্যান্য অনেক বিষয় অন্বেষণ করে এই ওয়েব সিরিজ । বাস্তব জীবন এবং মানব মনের চেতন-অবচেতনে ঘটে চলা এই এতরকম বিষয়কে একটা গল্পের মধ্যে আনা সত্যিই এক দুঃসাহসিক কাজ এবং পরিশ্রমের ফসল । তাই এই ওয়েব সিরিজের প্রতি বাড়তি আকর্ষণ তো থেকেই যায় ।"

তাঁর মতে, মানুষের মন নানান জটিলতায় পরিপূর্ণ আবার সৃজনশীলও। এই সৃজনশীল মনের বাঁক নিয়ে গল্পটি তৈরি ৷ যা মানুষের গ্রহণ করতে একটু সময় লাগতে পারে। তবে ধীরে ধীরে পুরো সিরিজটি দেখলে বুঝতে পারা যাবে ঠিক কী দেখাতে চাওয়া হয়েছে।

আরও পড়ুন: উন্মুক্ত বক্ষ বিভাজিকা, খোলা চুল...ছবির প্রচারে নেটপাড়ার পারদ চড়াচ্ছেন দিশা

বলা বাহুল্য, এই ওয়েব সিরিজের চরিত্রগুলি বিশ্বজনীন । মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় দাবারু পৃথ্বীজিৎ শেঠ (Prithwejeet Seth), নেপালি অভিনেত্রী ঊরুষা পাণ্ডে (Urusha Pandey), বিখ্যাত স্বদেশ (Vikyat Swades), লাভ বিশপুট্ (Luv Vispute), অঙ্কুশ ত্রিপাঠী সহ অন্যান্যরা । নির্দেশনার পাশাপাশি এই সিরিজের কাহিনিকার চিত্রনাট্যকার এবং চিত্রগ্রাহকও অনিন্দগীতা দাশগুপ্ত স্বয়ং । সূত্রের খবর, পরিচালক ইতিমধ্যে বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলেছেন সিরিজটি মুক্তির বিষয়ে। বিশ্বের যে কোনও ভাষাভাষীর মানুষ যাতে সিরিজটি দেখতে পারেন এবং বুঝতে পারেন সেজন্য ওয়েব সিরিজে সাবটাইটেলও রাখা হবে । ওয়েব সিরিজের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে । এখন অপেক্ষা মুক্তির ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.