কলকাতা, 10 জানুয়ারি: বাংলা গানে ব্যবহৃত শব্দকে সম্বল করে ধারাবাহিক কিংবা সিনেমার নাম কোনও নতুন ট্রেন্ড নয়। এবার ফের একটি ধারাবাহিক মনে করাবে 'ভূমি' ব্যান্ডের 'ফাগুনের মোহনায়, মন মাতানো মহুয়ায়' গানটির কথা । আসছে বাংলা ধারাবাহিক 'ফাগুনের মোহনায়' (New Serial Phaguner Mohonay is Coming Soon)।
ধারাবাহিকের গল্পও খুব চেনা । আর পাঁচটা গল্পের মতোই (New Serial Phaguner Mohonay) । একদিকে বড়লোক বাড়ির ছেলে আর অন্যদিকে গ্রামের সাদামাটা সহজ সরল লড়াকু মেয়ে । আবার উল্টোটাও হয় । বড়লোকের মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে কোনও গরিব ঘরের ছেলের । এই ধারাবাহিকের নায়ক অভিনেতা সুপারস্টার আয়ুষ । তার গুণমুগ্ধ গ্রামের মেয়ে রুমঝুম । শুধু গুণমুগ্ধ বললে ভুল বলা হবে, আয়ুষকে সে জীবনের আদর্শ মানে । বলা ভালো, তার ধ্যান জ্ঞান এই নায়ক । আয়ুষ আর রুমঝুমের পৃথিবীটা একেবারে আলাদা (Phaguner Mohonay is Coming Soon )।
রুমঝুম আয়ুষের জন্য গ্রাম ছেড়ে শহরে আসে। সে কি খুঁজে পাবে আয়ুষকে? আর আয়ুষ কি পাত্তা দেবে গ্রামের এই সাদামাটা মেয়েকে (Bengali New Serial Phaguner Mohonay)? কোনদিকে যাবে দু'জনের জীবনের গতিপথ? সেটাই দেখার । খুব শীঘ্রই সম্প্রচার শুরু এই ধারাবাহিকের । রুমঝুমের ভূমিকায় রয়েছেন অ্যানমেরি টম । এর আগে 'গ্রামের রানি বীণাপানি'তে অভিনয় করেছেন অ্যানমেরি। সেখানে সে গ্রামের লড়াকু মেয়ে । এখানে তাঁর চরিত্রের ধরন কেমন তা জানা যায়নি এখনও ।
আরও পড়ুন: জানেন কেন, হৃতিককে ছবির জগতে আসতে দিতে চাননি রাকেশ রোশন?
নায়কের ভূমিকায় দেখা যাবে সিদ্ধার্থ সেনকে। বাংলা টেলিভিশনের এই নতুন জুটিকে দর্শক কতটা ভালোবাসবে তা জানার জন্য আর কয়েকদিনের অপেক্ষা । অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, তুলিকা বসু, চান্দ্রেয়ী ঘোষ, সাগ্নিক চট্টোপাধ্যায়, পিয়ালি বসু, অনামিকা চক্রবর্তী, অরিত্র দত্ত, সুমিত সমাদ্দার, কাঞ্চনা মৈত্র, সঞ্জীব সরকার, রূম্পা চট্টোপাধ্যায় প্রমুখ ।
এই ধারাবাহিকের প্রযোজক ফিরদৌসুল হাসান, প্রবাল হালদার এবং কল্লোল দাস । পরিচালনার দায়িত্ব সামলাবেন ভিক্টর । কাহিনি লিখেছেন সুদীপ। চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সুদীপ পাল । শিল্প নির্দেশনায় আনন্দ আঢ্য । সঙ্গীত পরিচালনায় প্রাঞ্জল দাস । এই ধারাবাহিকের টাইটেল ট্র্যাক গেয়েছেন ইমন চক্রবর্তী এবং তিমির বিশ্বাস ।