ETV Bharat / entertainment

Aparajita Adhya New Serial: মনের বয়স কমে যাবে বেশ কয়েক বছর! আসছে 'জল থই থই ভালোবাসা' - বয়স তো একটা অংকের নিয়মে বেড়ে চলা সংখ্যা মাত্র

বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'জল থই থই ভালোবাসা'। 25 সেপ্টেম্বর থেকে সোম থেকে রবি আসছে এই ধারাবাহিক । বয়স তো একট সংখ্যা মাত্র ৷ বয়স তাই যাই হোক না কেন জমিয়ে বাঁচার গল্প বলবেন অপরাজিতারা ৷

Aparajita Adhya New Serial
আসছে নতুন ধারাবাহিক জল থই থই ভালোবাসা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 10:22 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: বয়স তো একটা অংকের নিয়মে বেড়ে চলা সংখ্যা মাত্র ৷ মুখে অনেকেই এমনটা বলেন তবে বিশ্বাস করেন ক'জন ৷ সকলেই বুড়িয়ে যান 50 পেরোলেই ৷ আর হালও ছেড়ে দেন ৷ কিন্তু বয়সের হিসেবকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে জমিয়ে বাঁচার বার্তা দিতে বাংলা টেলিভিশনের পর্দায় আসছে ধারাবাহিক 'জল থই থই ভালোবাসা' ।

এই গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম কোজাগরী বসু । আর তার প্রিয় বন্ধু তার মেয়ে তোতা । তোতা আবার তার মা কোজাগরীর বড় ফ্যান । মাকে সব বিষয়ে সে সমর্থন করে । তার মা ছোটবেলায় অনেককিছুই শিখতে পারেনি । আজ মাঝবয়সে এসে না শেখা সমস্ত বিষয় শিখে নিতে চায় কোজাগরী । বাড়ির সবাই বারণ করলেও তোতার মা কিন্তু নাছোরবান্দা । কোজাগরী মনে করে শেখার জন্য কোনও নির্দিষ্ট বয়স লাগে না । কোজাগরী বসু নিজের বয়সকে একটা সংখ্যা ভাবে । শরীর সঙ্গ না দিলেও মন তার চাঙ্গা । যে কোনও কাজ সদা করতে প্রস্তুত । তা সে নাচ হোক বা সুইমিং পুলে বাচ্চাদের সঙ্গে সাঁতার শেখা ৷ সবেতেই এগিয়ে যায় কোজাগরী ।

এই চরিত্রে অভিনয় কর‍তে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে । 'লক্ষীকাকিমা সুপারস্টার'-এর পর কয়েকদিনের ব্রেক নিয়ে আবার ফিকশনে ফিরলেন অভিনেত্রী । এর মাঝে তিনি অভিনয় করেছেন বাংলা ছবি 'চিনি 2'-তে । সেখানেও তাঁর চরিত্রটি বয়স বাড়লেও মনে মনে ছিল চির সবুজ ৷ অপরাজিতা আঢ্য এই চরিত্র পেয়ে বেশ খুশি । তিনি বলেন, "আমরা সবাই আসলে কোজাগরী বসু । শেখার কোনও বয়স নেই । যে কোনও বয়সেই শেখা যায়। জীবনকে জমিয়ে বাঁচার গল্প বলবে এই ধারাবাহিক ।"


আরও পড়ুন: পিঠখোলা ব্লাউজ, স্টাইলিশ শাড়ি; তিলোত্তমার বৃষ্টিতে মন ভেজালেন ঊষসী

অপরাজিতা আঢ্যের মেয়ের চরিত্রে দেখা যাবে অনুষা বিশ্বনাথনকে ৷ টেলিভিশনে অনুষার এটি প্রথম কাজ । তিনি বলেন, "এটা আমার প্রথম ধারাবাহিক। মা-মেয়ের কেমেস্ট্রি এখানে জাদু দেখাবে।" এই ধারাবাহিকে অপরাজিতা ছাড়াও রয়েছেন অনসূয়া মজুমদার, চন্দন সেন, দুলাল লাহিড়ী, অর্ণব বন্দ্যোপাধ্যায়, ইপ্সিতা মুখোপাধ্যায়, দেবোত্তম মজুমদার-সহ আরও অনেকে । অর্ণব ফিরছেন 'আলতা ফড়িং' ধারাবাহিকের পর। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখায় এবং প্রযোজনায় 25 সেপ্টেম্বর থেকে আসছে এই ধারাবাহিক । পরিচালনায় থাকছেন শৈবাল বন্দ্যোপাধ্যায়।

কলকাতা, 20 সেপ্টেম্বর: বয়স তো একটা অংকের নিয়মে বেড়ে চলা সংখ্যা মাত্র ৷ মুখে অনেকেই এমনটা বলেন তবে বিশ্বাস করেন ক'জন ৷ সকলেই বুড়িয়ে যান 50 পেরোলেই ৷ আর হালও ছেড়ে দেন ৷ কিন্তু বয়সের হিসেবকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে জমিয়ে বাঁচার বার্তা দিতে বাংলা টেলিভিশনের পর্দায় আসছে ধারাবাহিক 'জল থই থই ভালোবাসা' ।

এই গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম কোজাগরী বসু । আর তার প্রিয় বন্ধু তার মেয়ে তোতা । তোতা আবার তার মা কোজাগরীর বড় ফ্যান । মাকে সব বিষয়ে সে সমর্থন করে । তার মা ছোটবেলায় অনেককিছুই শিখতে পারেনি । আজ মাঝবয়সে এসে না শেখা সমস্ত বিষয় শিখে নিতে চায় কোজাগরী । বাড়ির সবাই বারণ করলেও তোতার মা কিন্তু নাছোরবান্দা । কোজাগরী মনে করে শেখার জন্য কোনও নির্দিষ্ট বয়স লাগে না । কোজাগরী বসু নিজের বয়সকে একটা সংখ্যা ভাবে । শরীর সঙ্গ না দিলেও মন তার চাঙ্গা । যে কোনও কাজ সদা করতে প্রস্তুত । তা সে নাচ হোক বা সুইমিং পুলে বাচ্চাদের সঙ্গে সাঁতার শেখা ৷ সবেতেই এগিয়ে যায় কোজাগরী ।

এই চরিত্রে অভিনয় কর‍তে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে । 'লক্ষীকাকিমা সুপারস্টার'-এর পর কয়েকদিনের ব্রেক নিয়ে আবার ফিকশনে ফিরলেন অভিনেত্রী । এর মাঝে তিনি অভিনয় করেছেন বাংলা ছবি 'চিনি 2'-তে । সেখানেও তাঁর চরিত্রটি বয়স বাড়লেও মনে মনে ছিল চির সবুজ ৷ অপরাজিতা আঢ্য এই চরিত্র পেয়ে বেশ খুশি । তিনি বলেন, "আমরা সবাই আসলে কোজাগরী বসু । শেখার কোনও বয়স নেই । যে কোনও বয়সেই শেখা যায়। জীবনকে জমিয়ে বাঁচার গল্প বলবে এই ধারাবাহিক ।"


আরও পড়ুন: পিঠখোলা ব্লাউজ, স্টাইলিশ শাড়ি; তিলোত্তমার বৃষ্টিতে মন ভেজালেন ঊষসী

অপরাজিতা আঢ্যের মেয়ের চরিত্রে দেখা যাবে অনুষা বিশ্বনাথনকে ৷ টেলিভিশনে অনুষার এটি প্রথম কাজ । তিনি বলেন, "এটা আমার প্রথম ধারাবাহিক। মা-মেয়ের কেমেস্ট্রি এখানে জাদু দেখাবে।" এই ধারাবাহিকে অপরাজিতা ছাড়াও রয়েছেন অনসূয়া মজুমদার, চন্দন সেন, দুলাল লাহিড়ী, অর্ণব বন্দ্যোপাধ্যায়, ইপ্সিতা মুখোপাধ্যায়, দেবোত্তম মজুমদার-সহ আরও অনেকে । অর্ণব ফিরছেন 'আলতা ফড়িং' ধারাবাহিকের পর। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখায় এবং প্রযোজনায় 25 সেপ্টেম্বর থেকে আসছে এই ধারাবাহিক । পরিচালনায় থাকছেন শৈবাল বন্দ্যোপাধ্যায়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.