ETV Bharat / entertainment

The Red Files: ফের ফাইল খুলছে বানতলা ধর্ষণ কাণ্ডের, আসছে 'দ্য রেড ফাইলস' - The Red Files

বানতলা ধর্ষণ কাণ্ডের উপর ভিত্তি করে আসতে চলেছে নতুন ছবি 'দ্য রেড ফাইলস'। বড় পর্দায় নতুন ছবি নিয়ে ফিরছেন পরিচালক কিংশুক দে (The Red Files will portray Bantala rape case)।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 21, 2022, 12:52 PM IST

Updated : Nov 22, 2022, 9:57 AM IST

কলকাতা, 21 নভেম্বর: ফের খুলছে বানতলা ধর্ষণ কাণ্ডের ফাইল (Film on Bantala rape case) । বাস্তব ক্ষেত্রে নয়, নয়ের দশকের এই বিতর্কিত বিষয় এবার উঠে আসছে বাংলা ছবিতে । বড় পর্দায় নতুন ছবি নিয়ে ফিরছেন 'নদী রে তুই', 'আহুতি', 'আইডেন্টিটি' খ্যাত পরিচালক কিংশুক দে । 'ব্লু বেরি এন্টারটেনমেন্ট' নিবেদিত, মিনু পারেখ এবং নীলেশ পারেখ প্রযোজিত এই ছবির নাম ' দ্য রেড ফাইলস'। ছবিতে মুখ্য ভূমিকায় মুমতাজ সরকার, কিঞ্জল নন্দ, বিদীপ্তা চক্রবর্তী, নবাগতা তানিকশা রায়, এবং শ্যামল চক্রবর্তীকে ।

The Red Files
ফের খুলছে বানতলা ধর্ষণ কাণ্ডের ফাইল (Film on Bantala rape case) ।

এছাড়াও থাকছেন দেবপ্রসাদ হালদার, অভিরূপ চৌধুরী, সুব্রত নন্দী, দীপক হালদার, সৌমেন্দ্র ভট্টাচার্য, সুজয় মজুমদার,জুই সরকার, বরুণ চক্রবর্তী, দোয়েল রায় নন্দী, অনিত চক্রবর্তী, সঞ্জীব ঘোষ, সুমন রায়, দেবাঞ্জন মিত্র, বিক্রমজিত মুখোপাধ্যায়, দেবাশিস নাথ, মিশর বসু, মৌসুমী চক্রবর্তী, জাসগুন বীর প্রমুখ । ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপও লিখেছেন পরিচালক কিংশুক দে নিজেই । ক্যামেরায় রয়েছেন শুভদীপ নস্কর । ছবির সৃজণশীল পরিচালনা ও পোশাক পরিকল্পনা করেছেন সংযুক্তা দেব রায় । সঙ্গীত পরিচালনায় রয়েছেন সৌম্য‌ ঋত । ছবির সম্পাদনা করছেন অমিত নস্কর । এই ছবির কণ্ঠ সঙ্গীতে থাকছেন নচিকেতা চক্রবর্তী ও সংগীত পরিচালক সৌম্য ঋত স্বয়ং। ছবির কাহিনির কেন্দ্র বান তলা ধর্ষণ কাণ্ড(The Red Files will portray Bantala rape case) ।

Kingshuk Dey
বানতলা ধর্ষণ কাণ্ডের উপর ভিত্তি করে আসতে চলেছে নতুন ছবি 'দ্য রেড ফাইলস'

পরিচালক কিংশুক দে বলেন, "সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত ধর্ষণ আমাদের সমাজে এক দুরারোগ্য ব্যাধির মতো করে রয়েই গিয়েছে । নারীর প্রতি এই লজ্জাজনক নৃশংস অন্যায়ের দৌরাত্ম বেড়েই চলেছে । মানুষ দাবি করে তারা সভ্য হয়েছে । কিন্তু এই নৃশংসতার দিকে একটু সময় নিয়ে তাকালে পুরোটাই নিছক মিথ্যে মনে হয় । শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে প্রতি বছর ধর্ষণের সংখ্যা যদি সঠিক ভাবে গণনা করা যায় চমকে উঠব আমরা । নয়ের দশকের এমনই এক শিউরে ওঠা ধর্ষণ কাণ্ড ছিল বানতলা ধর্ষণ কাণ্ড । একদিকে নৃশংসতা, অন্যদিকে এই ধর্ষণ কাণ্ড নিয়ে ঘটে যাওয়া রাজনৈতিক প্রহসন সত্যি আজও আমাকে ভাবায় । সেখান থেকেই এই ছবির কাহিনি লেখা । এমন অনেক কেস থাকে যেসব কেসের নানান কারণে বছরের পর বছর চাপা পরে থাকে হাজার হাজার ফাইলের তলায় । এই সমস্ত ফাইল গুলিকে রেড ফাইলস বলে । আমাদের এই ছবি বানতলা ধর্ষণ কাণ্ডের রেড ফাইলস নিয়েই(The Red Files) ।"

Kingshuk Dey
বাস্তব ক্ষেত্রে নয়, নয়ের দশকের এই বিতর্কিত বিষয় এবার বাংলা ছবিতে

আরও পড়ুন: পা ছুঁয়ে প্রণাম, আবেগঘন চুম্বনও, অনুরাগীদের কাঁদাল সব্যসাচীর শেষ বিদায়

পরিচালক আরও বলেন, " 1990 সালে বানতলায় তিন জন মহিলাকে ধর্ষণ করে নির্মম হত্যা করা হয়। কিন্তু প্রমাণের অভাব, আর রাজনৈতিক চাপে সঠিক বিচার পায় না এই ধর্ষণ কাণ্ডের মূলে থাকা আসল অপরাধীরা। বানতলা ধর্ষণ কাণ্ডের ফাইল তো চাপা পড়ে যায়, কিন্তু জায়গার নাম গুলো বদলাতে থাকলেও, ধর্ষণের নৃশংসতা কমে না কিছুতেই। আমাদের এই ছবি মানুষকে আর একবার ভাবাবে। " সম্প্রতি মুক্তি পেল ছবির চরিত্রদের এক্সক্লুসিভ লুক।

কলকাতা, 21 নভেম্বর: ফের খুলছে বানতলা ধর্ষণ কাণ্ডের ফাইল (Film on Bantala rape case) । বাস্তব ক্ষেত্রে নয়, নয়ের দশকের এই বিতর্কিত বিষয় এবার উঠে আসছে বাংলা ছবিতে । বড় পর্দায় নতুন ছবি নিয়ে ফিরছেন 'নদী রে তুই', 'আহুতি', 'আইডেন্টিটি' খ্যাত পরিচালক কিংশুক দে । 'ব্লু বেরি এন্টারটেনমেন্ট' নিবেদিত, মিনু পারেখ এবং নীলেশ পারেখ প্রযোজিত এই ছবির নাম ' দ্য রেড ফাইলস'। ছবিতে মুখ্য ভূমিকায় মুমতাজ সরকার, কিঞ্জল নন্দ, বিদীপ্তা চক্রবর্তী, নবাগতা তানিকশা রায়, এবং শ্যামল চক্রবর্তীকে ।

The Red Files
ফের খুলছে বানতলা ধর্ষণ কাণ্ডের ফাইল (Film on Bantala rape case) ।

এছাড়াও থাকছেন দেবপ্রসাদ হালদার, অভিরূপ চৌধুরী, সুব্রত নন্দী, দীপক হালদার, সৌমেন্দ্র ভট্টাচার্য, সুজয় মজুমদার,জুই সরকার, বরুণ চক্রবর্তী, দোয়েল রায় নন্দী, অনিত চক্রবর্তী, সঞ্জীব ঘোষ, সুমন রায়, দেবাঞ্জন মিত্র, বিক্রমজিত মুখোপাধ্যায়, দেবাশিস নাথ, মিশর বসু, মৌসুমী চক্রবর্তী, জাসগুন বীর প্রমুখ । ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপও লিখেছেন পরিচালক কিংশুক দে নিজেই । ক্যামেরায় রয়েছেন শুভদীপ নস্কর । ছবির সৃজণশীল পরিচালনা ও পোশাক পরিকল্পনা করেছেন সংযুক্তা দেব রায় । সঙ্গীত পরিচালনায় রয়েছেন সৌম্য‌ ঋত । ছবির সম্পাদনা করছেন অমিত নস্কর । এই ছবির কণ্ঠ সঙ্গীতে থাকছেন নচিকেতা চক্রবর্তী ও সংগীত পরিচালক সৌম্য ঋত স্বয়ং। ছবির কাহিনির কেন্দ্র বান তলা ধর্ষণ কাণ্ড(The Red Files will portray Bantala rape case) ।

Kingshuk Dey
বানতলা ধর্ষণ কাণ্ডের উপর ভিত্তি করে আসতে চলেছে নতুন ছবি 'দ্য রেড ফাইলস'

পরিচালক কিংশুক দে বলেন, "সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত ধর্ষণ আমাদের সমাজে এক দুরারোগ্য ব্যাধির মতো করে রয়েই গিয়েছে । নারীর প্রতি এই লজ্জাজনক নৃশংস অন্যায়ের দৌরাত্ম বেড়েই চলেছে । মানুষ দাবি করে তারা সভ্য হয়েছে । কিন্তু এই নৃশংসতার দিকে একটু সময় নিয়ে তাকালে পুরোটাই নিছক মিথ্যে মনে হয় । শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে প্রতি বছর ধর্ষণের সংখ্যা যদি সঠিক ভাবে গণনা করা যায় চমকে উঠব আমরা । নয়ের দশকের এমনই এক শিউরে ওঠা ধর্ষণ কাণ্ড ছিল বানতলা ধর্ষণ কাণ্ড । একদিকে নৃশংসতা, অন্যদিকে এই ধর্ষণ কাণ্ড নিয়ে ঘটে যাওয়া রাজনৈতিক প্রহসন সত্যি আজও আমাকে ভাবায় । সেখান থেকেই এই ছবির কাহিনি লেখা । এমন অনেক কেস থাকে যেসব কেসের নানান কারণে বছরের পর বছর চাপা পরে থাকে হাজার হাজার ফাইলের তলায় । এই সমস্ত ফাইল গুলিকে রেড ফাইলস বলে । আমাদের এই ছবি বানতলা ধর্ষণ কাণ্ডের রেড ফাইলস নিয়েই(The Red Files) ।"

Kingshuk Dey
বাস্তব ক্ষেত্রে নয়, নয়ের দশকের এই বিতর্কিত বিষয় এবার বাংলা ছবিতে

আরও পড়ুন: পা ছুঁয়ে প্রণাম, আবেগঘন চুম্বনও, অনুরাগীদের কাঁদাল সব্যসাচীর শেষ বিদায়

পরিচালক আরও বলেন, " 1990 সালে বানতলায় তিন জন মহিলাকে ধর্ষণ করে নির্মম হত্যা করা হয়। কিন্তু প্রমাণের অভাব, আর রাজনৈতিক চাপে সঠিক বিচার পায় না এই ধর্ষণ কাণ্ডের মূলে থাকা আসল অপরাধীরা। বানতলা ধর্ষণ কাণ্ডের ফাইল তো চাপা পড়ে যায়, কিন্তু জায়গার নাম গুলো বদলাতে থাকলেও, ধর্ষণের নৃশংসতা কমে না কিছুতেই। আমাদের এই ছবি মানুষকে আর একবার ভাবাবে। " সম্প্রতি মুক্তি পেল ছবির চরিত্রদের এক্সক্লুসিভ লুক।

Last Updated : Nov 22, 2022, 9:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.