কলকাতা, 15 অগস্ট: স্বাধীনতা দিবসেই মুক্তি পেল শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত 'রক্তবীজ' ছবির মূল পোস্টার । পোস্টারে ধরা দিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী । রয়েছে মা দুর্গার ছবি এবং জাতীয় পতাকার আবেশ । সব মিলিয়ে পোস্টারে মিলল দেশপ্রেমের আবেগ ৷ এই প্রথমবার পুজোতে কোনও সিনেমা নিয়ে আসছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় ।
2014 সালের পুজোর সময় বর্ধমানের খাগড়াগড়ে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে । ঘটনায় মৃত্যু হয় দু’জনের । তদন্তে জানা যায়, এই বিস্ফোরণের সঙ্গে যোগ রয়েছে বাংলাদেশের এক জঙ্গিগোষ্ঠীর । স্থানীয় লোকজন খবর দেওয়ার পর ঘটনাস্থলে আসে পুলিশ । কিন্তু পুলিশের পথ আটকায় দু'জন মহিলা । এই ঘটনায় এক কথায় নড়ে উঠেছিল গোটা বাংলা । সেদিনের ঘটনা সংবাদ মাধ্যমের দৌলতে সকলেরই জানা ৷ কিন্তু কেন হয়েছিল এই ঘটনা ৷ তার অনেক থিওরির মধ্যে একটি থিওরি নিয়েই গড়ে উঠেছে এই 'রক্তবীজ' ৷ এমনটা আগেই জানিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
আরও পড়ুন: 'আগাম সেলিব্রেশন শুরু', জন্মদিনের আগেই চকলেট কেকে কামড় বসালেন দর্শনা
শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, “রক্তবীজ দুর্গা পূজার পটভূমিতে নির্মিত একটি চলচ্চিত্র । আর তাই, নন্দিতাদি এবং আমি পুজোয় ছবিটির রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছি । পোস্টারটি অভিনেতাদের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেয় ৷ যারা পটভূমিতে রয়েছে তেরঙা পতাকা । এটা তাঁদের সাহস, দৃঢ় প্রত্যয় এবং সংকল্পের প্রতীক । প্রত্যেকের একটি লক্ষ্য আছে । এখন প্রশ্ন হচ্ছে- দুর্গাপূজার সমাবেশে মুখোশধারীরা কারা? জানা যাবে ছবিটি দেখলে ।" পোস্টার প্রকাশের পর আবির চট্টোপাধ্যায় বলেন, “রক্তবীজ আমার করা সবকটি চ্যালেঞ্জিং ছবিগুলোর মধ্যে একটি । এই ছবিটার জন্য সবাই অনেক পরিশ্রম করেছে । অনেক স্টান্ট রয়েছে । আমি উপভোগ করেছি সবক'টা । দারুণ লাগল ।"