কলকাতা, 5 অক্টোবর: ফের একবার হিন্দি ছবিতে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে । আগামী 13 অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে হিন্দি ছবি 'হাম তুমহে চাহতে হ্যায়'। রাজন লায়লপুরীর পরিচালনায় এই ছবিতে ত্রিকোণ প্রেমের রসায়ন উপহার পেতে চলেছেন অনুরাগীরা। এই ছবির আরও একটি দিক রয়েছে ৷ এই ছবি বাপ্পিদা'র অনুরাগীদের দেবে এক বিশেষ উপহার ৷ কারণ এই ছবিতেই সুরকার হিসাবে শেষবার কাজ করেছেন বাপ্পিদা ৷ গানেও কণ্ঠ দিয়েছেন তিনি ৷
![Rituprana New Film](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05-10-2023/humtumhechahtehain_05102023181753_0510f_1696510073_257.jpg)
ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও ছবিতে রয়েছেন জন্মেজয় সিং, গোবিন্দ নামদেব, অনুপ জালোটা, রাজপাল যাদব, জাকির হুসেন, অনুস্মৃতি সরকার, অরুণ বক্সী, সুরেন্দ্র পাল, টিনা ঘাই, অনিল পাল, নাঈল শাহ, সঙ্গীতা সিং এবং হিতেশ সাম্পল প্রমুখ । প্রসঙ্গত, 'তিসরা কওন' থেকে শুরু করে 'মিত্তাল ভার্সেস মিত্তাল', 'ম্যায় মেরি পত্নী অউর ও', 'ম্যায় ওসামা', 'দিল তো বাচ্চা হ্যায় জি', 'ওভারটাইম', 'কলকাতা জাংশান', 'বাম বাম বোলে'-সহ আরও বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা। এবার তার সঙ্গে যুক্ত হল আরও একটি কাজ।
গোবিন্দ বনসল এবং রেমা লাহিড়ী প্রযোজিত 'হাম তুমহে চাহতে হ্যায়' ছবির সঙ্গীত পরিচালনার ভার সামলেছিলেন প্রয়াত সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ী ৷ মৃ্ত্যুর আগে এটাই ছিল তাঁর শেষ কাজ ৷ ছবির সহযোগী সঙ্গীত পরিচালক রেমা লাহিড়ী আর ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন বাপ্পা বি লাহিড়ী । গান লিখেছেন রাজন লায়লপুরী । ছবির গানগুলিতে কণ্ঠ দিয়েছেন বাপ্পি লাহিড়ী, শান, বাপ্পি লাহিড়ীর নাতি রেগো বি, পলক মুচ্ছল, অলকা ইয়াগনিক, সানা আজিজ এবং অনুপ জালোটা।
আরও পড়ুন: 'জওয়ান' ছবিতে গোরক্ষপুর হাসপাতাল ট্র্যাজেডি! শাহরুখকে ধন্যবাদ চিঠি চিকিৎসক কাফিল খানের
বাপ্পি লাহিড়ীর নাতি রেগো বেজায় খুশি দাদুর সঙ্গীত পরিচালনায় গান গাইতে পেরে। বৃহস্পতিবার কলকাতায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন বাপ্পি লাহিড়ীর পরিবারের প্রায় সকলেই । রেমা লাহিড়ী বলেন,"এই ছবিটি আমার হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে।" লাহিড়ী পরিবারের প্রযোজনাতেই এই ছবি । আর তাই এই ছবির অংশ হতে পেরে খুশি টলি ক্যুইন ঋতুপর্ণা সেনগুপ্তও ।