ETV Bharat / entertainment

Dhak Dhak : লং বাইক ট্রিপে এবার মহিলারা, পর্দায় চার অসমবয়সীর বন্ধুত্বের গল্প

চারজন মেয়ের লং বাইক ট্রিপে আত্ম আবিষ্কারের গল্প এবার পর্দায় (Dia Ratna Fatima and Sanjana New Film Dhak Dhak ) ৷ আগামি বছরেই হাজির হচ্ছে নতুন ছবি 'ধক ধক' ৷

Dia Ratna Fatima and Sanjana
চার মহিলার অজানা জয় করার গল্প এবার পর্দায়
author img

By

Published : May 16, 2022, 2:23 PM IST

হায়দরাবাদ, 16 মে : বলিউডে ব্যপক হিট রোডট্রিপ সিনেমা ৷ যে তালিকায় প্রথমের দিকে থাকবে 'দিল চাহতা হ্যায়', 'জিন্দেগী না মিলেগি দোবারা' ৷ যা আপনার ভ্রমণের নেশাকে আরও খানিকটা বাড়িয়ে দিতে পারে ৷ তবে সেই ছবিগুলি পুরুষকেন্দ্রীক ৷ কিন্তু লং বাইক ট্রিপে বেরিয়ে পড়েছে শুধু চারজন মেয়ে এমন গল্প পর্দায় আসতে খুব একটা দেখা যায়নি ৷ এবার তেমনই এক অন্যরকম গল্প নিয়ে পর্দায় হাজির হচ্ছে 'ধক ধক' ৷

সোমবার সকালে তাঁর এই নতুন প্রজেক্টের একটি ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী দিয়া মির্জা ৷ বাইকের উপর আসীন গল্পের চার প্রধান মহিলা চরিত্র লং ট্রিপে বেরিয়ে পড়ার জন্য একেবারে তৈরি ৷ এমনই একটি মুহূর্ত ফ্রেম বন্দি করেছে এই ছবি ৷ ছবিতে দিয়া ছাড়াও রয়েছেন ফতিমা সানা শেখ, রত্না পাঠক এবং সঞ্জনা সিং ৷ মা হওয়ার পর বেশকিছু দিনের বিরতি নিয়ে আবার পর্দায় ফিরছেন দিয়া ৷ দিয়াকে দেখা যাবে একজন মুসলিম মহিলার চরিত্রে ৷ ছবিতে তাঁর পরনে রয়েছে সালোয়ার স্য়ুট এবং হিজাব ৷ অন্যদিকে রত্নার পরনেও রয়েছে সালোয়ার স্যুট, ফতিমা এবং সঞ্জনাকে দেখা গিয়েছে একেবারে হাল ফ্যাশনের সাজে ৷

আরও পড়ুন : নাগা অতীত, বিজয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সামান্থা !

ছবির ক্যাপশনে লেখা, "এই নতুন যাত্রা নিয়ে ভীষণ উত্তেজিত ৷ ধক ধক-এর সঙ্গে এই লাইফটাইম রাইডে যোগ দিন ৷ আত্ম আবিষ্কারের উত্তেজনাপূর্ণ এক যাত্রায় যখন চারজন মহিলা চেষ্টা করেছেন বিশ্বের সর্বোচ্চ মটোরেবেল পাসে পৌঁছানোর ৷" এছাড়া তাপসী পান্নুও যুক্ত রয়েছেন এই ছবির সঙ্গে ৷ তবে অভিনেত্রী হিসাবে নয় বরং একজন প্রোডিউসার হিসাবে ৷ ছবির গল্প লিখেছেন পরিচালক তরুণ দুদেজা এবং পারিজাত যোশি ৷ ভাইকম 18 স্টুডিয়োর ব্যানারে আসতে চলেছে এই ছবি ৷ জানা গিয়েছে আগামী বছর মুক্তি পেতে পারে 'ধক ধক' ৷

হায়দরাবাদ, 16 মে : বলিউডে ব্যপক হিট রোডট্রিপ সিনেমা ৷ যে তালিকায় প্রথমের দিকে থাকবে 'দিল চাহতা হ্যায়', 'জিন্দেগী না মিলেগি দোবারা' ৷ যা আপনার ভ্রমণের নেশাকে আরও খানিকটা বাড়িয়ে দিতে পারে ৷ তবে সেই ছবিগুলি পুরুষকেন্দ্রীক ৷ কিন্তু লং বাইক ট্রিপে বেরিয়ে পড়েছে শুধু চারজন মেয়ে এমন গল্প পর্দায় আসতে খুব একটা দেখা যায়নি ৷ এবার তেমনই এক অন্যরকম গল্প নিয়ে পর্দায় হাজির হচ্ছে 'ধক ধক' ৷

সোমবার সকালে তাঁর এই নতুন প্রজেক্টের একটি ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী দিয়া মির্জা ৷ বাইকের উপর আসীন গল্পের চার প্রধান মহিলা চরিত্র লং ট্রিপে বেরিয়ে পড়ার জন্য একেবারে তৈরি ৷ এমনই একটি মুহূর্ত ফ্রেম বন্দি করেছে এই ছবি ৷ ছবিতে দিয়া ছাড়াও রয়েছেন ফতিমা সানা শেখ, রত্না পাঠক এবং সঞ্জনা সিং ৷ মা হওয়ার পর বেশকিছু দিনের বিরতি নিয়ে আবার পর্দায় ফিরছেন দিয়া ৷ দিয়াকে দেখা যাবে একজন মুসলিম মহিলার চরিত্রে ৷ ছবিতে তাঁর পরনে রয়েছে সালোয়ার স্য়ুট এবং হিজাব ৷ অন্যদিকে রত্নার পরনেও রয়েছে সালোয়ার স্যুট, ফতিমা এবং সঞ্জনাকে দেখা গিয়েছে একেবারে হাল ফ্যাশনের সাজে ৷

আরও পড়ুন : নাগা অতীত, বিজয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সামান্থা !

ছবির ক্যাপশনে লেখা, "এই নতুন যাত্রা নিয়ে ভীষণ উত্তেজিত ৷ ধক ধক-এর সঙ্গে এই লাইফটাইম রাইডে যোগ দিন ৷ আত্ম আবিষ্কারের উত্তেজনাপূর্ণ এক যাত্রায় যখন চারজন মহিলা চেষ্টা করেছেন বিশ্বের সর্বোচ্চ মটোরেবেল পাসে পৌঁছানোর ৷" এছাড়া তাপসী পান্নুও যুক্ত রয়েছেন এই ছবির সঙ্গে ৷ তবে অভিনেত্রী হিসাবে নয় বরং একজন প্রোডিউসার হিসাবে ৷ ছবির গল্প লিখেছেন পরিচালক তরুণ দুদেজা এবং পারিজাত যোশি ৷ ভাইকম 18 স্টুডিয়োর ব্যানারে আসতে চলেছে এই ছবি ৷ জানা গিয়েছে আগামী বছর মুক্তি পেতে পারে 'ধক ধক' ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.