কলকাতা, 22 নভেম্বর: এবারে জোকারের চরিত্রে অভিনেতা ওম সাহানি । মুক্তি পেল ওম এর নতুন ছবি 'ক্লাউন'-এর ট্রেলার । এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক ঋক চট্টোপাধ্য়ায় । ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ওম সাহানি, দেবলীনা কুমার এবং ইন্দ্রনীল চৌধুরী। ছবির অন্য একটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন বি ডি মুখোপাধ্যায় ।
ট্রেলারে পাওয়া আভাস বলছে দর্শকদের জন্য় অপেক্ষা করছে একটি ক্রাইম থ্রিলার (New film Clown Trailer is Out Now)। ছবিতে পরতে পরতে রয়েছে রহস্য । যা দর্শকদের মনে কৌতূহল তৈরি করবে । এছাড়াও ছবিটি তৈরি হয়েছে সামাজিক প্রেক্ষাপটে । ন্যায়, প্রতিবাদ, প্রতিরোধই সুষ্ঠু সমাজ গঠনের প্রধান মাপকাঠি । প্রতিটি মানুষের দু'টি দিক আছে । আলো এবং ছায়া ৷ প্রত্যেকেই চান তাঁদের জীবনে কেবল আলো থাকুক । তাই তাঁরা নিত্যদিনের নানা অন্যায়ের প্রতিবাদ করেন না। একদিন অত্যাচারে তাঁদের পিঠ দেয়ালে ঠেকে গেলে ভিতর থেকে বেরিয়ে আসে তাঁদের ছায়া । এই গল্পটা এমনই একটা ছায়ার গল্প ।
একটি সাধারণ ছেলে, যার জীবনে সর্বদা অন্যায় হয়েছে । তার সামনেই তার বোনকে ধর্ষণ করা হয় । মায়ের সঙ্গে অবিচার করা হয়েছে । সমাজের সকলে তার দিকে নোংরা চোখে তাকায় ৷ যখন তার পিঠ দেয়ালের ঠেকে যায় থাকে তার কালো দিকটি বেরিয়ে আসে। 'জোকার' শুধু এর বিচারই করে না, সমাজে তার নিজের মত করে প্রতিবাদের ঝড় তোলে, যা প্রতিবাদের ভাষা হয়ে ওঠে । সমাজ পরিবর্তনের হাতিয়ার হয়ে দাঁড়ায় । কিন্তু পরিবর্তন দীর্ঘস্থায়ী হয় না। তাই সময় ও আইনের নিয়ম অনুযায়ী একদিন জোকার শেষ হয় । কিন্তু জোকার কি সত্যিই শেষ ? সেটা জানতে হলে যেতেই হবে প্রেক্ষাগৃহে ৷
আরও পড়ুন: হাজির অজয়ের নতুন ছবি 'ভোলা' র টিজার
ড: ইন্দ্রনীল চৌধুরীর প্রযোজনাতে ছবিটি মুক্তি পাবে সিনেরিও ফিল্মসের ব্যানারে । এর আগেই অভিনেতা ওম সাহানি বলেছিলেন, "পরিচালক ঋক চট্টোপাধ্যায়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ । যেখানে পুরোপুরি ভিন্ন লুকে আমাকে দেখা যাবে । একজন হিরোর যেমন লুক থাকে তেমন নেই । একটা মুখোশের লুকে দেখা যাবে আমাকে । যার জীবনের হাজার স্বপ্নের ঘনঘটা । তবে চরিত্র নিয়ে বেশি কিছু বলবো না এখন, এটুকু বলব দর্শক পুরোপুরি ভিন্ন লুকে আমাকে দেখতে পাবে ।" আগামী 25শে নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি।