কলকাতা, 6 সেপ্টেম্বর: আগামী 15 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে পলাশ দে পরিচালিত নতুন ছবি 'অসুখওয়ালা' । চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা সবই পলাশের । কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, দ্য রেইনবো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (লন্ডন), ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, থার্ড আই এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কেএসএফএফ, সিনে মেকিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এ ইতিমধ্যেই প্রদর্শিত হয়েছে এই ছবি ৷ এবার এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ।
অসুখ নেই এমন মানুষ তো নেই পৃথিবীতে । এই ছবির গল্পও আবর্তিত হয়েছে অসুখ এবং ওষুধকে কেন্দ্রে রেখে । ওষুধ এই ছবিতে চরিত্র হয়ে উঠেছে । গল্প আবর্তিত হয় ওষুধ বিক্রেতা রুদ্র মণ্ডলকে কেন্দ্রে রেখে। তাঁর স্ত্রী মিষ্টি দীর্ঘদিনের চিকিৎসার পরও অসুস্থ । সন্তান না-হওয়া নিয়ে রুদ্র আর তার স্ত্রীর মধ্যে একটা ঠান্ডা লড়াই রয়েছে । এসব নিয়েই ধীরে ধীরে এগিয়ে চলে গল্প ৷
আগেই বলা হয়েছে এই ছবিতে ওষুধেরা সব জীবন্ত চরিত্র ৷ দেখা যায় তারাই কষ্ট, প্রেম, যৌনতা, সংশয় নিয়ে বিদ্রোহ করে রুদ্রর সঙ্গে । বাস্তব-অবাস্তব গুলিয়ে যায় রুদ্রর । আচমকা এক খদ্দেরের মৃত্যুতে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয় সে । অবশেষে একদিন নিজের দোকানেই চোর সেজে ঢুকে পড়ে রুদ্র...তারপর? এই তারপরের গল্প বলে 'অসুখওয়ালা- পেন হকার'।
আরও পড়ুন: কবে আসছে 'বাঘা যতীন' ছবির টিজার ? অবশেষে মিলল উত্তর
ছবিতে রুদ্র এবং মিষ্টির ভূমিকায় অভিনয় করেছেন সায়ন ঘোষ ও স্নেহা চট্টোপাধ্যায় । এছাড়াও আছেন অমিত সাহা । ক্যামেরা সামলেছেন অমর দত্ত । সম্পাদনায় সংলাপ ভৌমিক । মিউজিক করেছেন ময়ূখ-মৈনাক । বেশ কয়েকটি ফেস্টিভ্যাল ঘুরে আসার পর অবশেষে মুক্তি পাচ্ছে এই ছবি ৷ তাই ছবির মুক্তি নিয়ে আপ্লুত পলাশ দে। খুব শীঘ্রই প্রেক্ষাগৃহ এবং ছবিটির প্রদর্শনের সময় জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পলাশ দে ।