কলকাতা, 14 জুলাই: 'খোলাম কুচি'র পর এবার অঙ্কের হিসেব মেলাতে ব্যস্ত পরিচালক সৌরভ পালোধি । রানা সরকারের প্রযোজনায় তিনি হাত দিতে চলেছেন তাঁর নতুন ছবি 'অঙ্ক কি কঠিন'-এর কাজে । 'চন্দ্রবিন্দু' ব্যান্ডের গানের একটি লাইনই ছবির শিরোনাম ৷ সম্প্রতি বিখ্যাত গানের লাইন 'শহরের উষ্ণতম দিনে'ও ব্যবহৃত হয়েছে ছবির শিরোনাম হিসেবে ৷ এমনকী চন্দ্রবিন্দুর গানের লাইন এর আগেও এসেছে ছবিতে ৷ ছবির নাম ছিল 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ৷ আর এবার আসছে 'অঙ্ক কি কঠিন' ৷
এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ঊষসী চক্রবর্তী, পার্নো মিত্র, শঙ্কর দেবনাথ, প্রসূন সোম-সহ বহু থিয়েটার শিল্পীকে । 'খোলাম কুচি' হোক বা 'অঙ্ক কি কঠিন' দুটির মধ্যেই জড়িয়ে আছে অঙ্ক, টাকা পয়সা । পরপর দু'টি ছবির ভাবনাই কি তা হলে এক ? পরিচালক সৌরভ পালোধি বলেন, "না আমি ওভাবে ভেবে কিছু করিনি । আপাতদৃষ্টিতে হয়তো অনেকের এক মনে হচ্ছে । কিন্তু ছবির ভিতরে গেলে একেবারে আলাদা জিনিস পাবেন । আসলে ছোট থেকেই আমাদের বলা হয় অঙ্ক খুব কঠিন একটা বিষয় । কিন্তু ভালো করে রপ্ত করতে পারলে ভালো নম্বর এই সাবজেক্টেই পাওয়া যায়। এমনকী ফুল-মার্ক্স পর্যন্ত পাওয়া যায় । জীবনটাও সেরকম । ছবিতে জীবনের আর স্কুলের অঙ্ক মিলেমিশে আছে কোথাও । বাকিটা সময় বলবে ।"
বাবিনের বাবার চরিত্রে শঙ্কর দেবনাথ । সে কনস্ট্রাকশনের কাজ করে । আর ডলির মায়ের চরিত্রে ঊষসী সেনগুপ্ত । তিনটি শিশুর চরিত্রে কাদের দেখা যাবে তা স্থির হয়নি এখনও । পরিচালক ইটিভি ভারত-কে বলেন, "অগস্টে লুক সেটের পর সবটা খোলসা করা হবে ।" তিন বন্ধু মিলে একটা পরিত্যক্ত বাড়ির নীচে একটি হাসপাতাল বানায় । নাম রাখে 'আব্বুলিশ বাড়ি' ।
আরও পড়ুন: 'তোমার উত্তরাধিকার বহন করতে পেরে গর্বিত', দাদুর জন্মদিনে আবেগে ভাসলেন হৃতিক
এই তিন বন্ধুর স্বপ্নের হিরো শাহরুখ । তার আছে এক কাজল । শাহরুখের চরিত্রে নাটকের মুখ প্রসূন সোম, কাজলের চরিত্রে পার্নো । এই চরিত্র দু'টির জীবনেও আছে অনেক কাহিনি, জানালেন পরিচালক স্বয়ং। ছবিতে শৈশবের সারল্য, যৌবনের প্রেম, স্বপ্ন দেখার সাহস সবই থাকবে মিলেমিশে। সেপ্টেম্বর মাস থেকে রাজারহাটে শুরু হবে শুটিং। ক্যামেরার দায়িত্বে রয়েছেন অঙ্কিত সেনগুপ্ত । আর ছবির সঙ্গীত পরিচালনায় দেবদীপ মুখোপাধ্যায় ।