নয়া দিল্লি, 9 এপ্রিল : 'বাহুবলী' এবং 'আরআরআর' ব্যবসায়িকভাবে এই দুই ছবি কতখানি সফল, তা বলাই বাহুল্য ৷ 'আরআরআর' ইতিমধ্য়েই ঢুকে পড়েছে হাজার কোটির ক্লাবে ৷ এই ছবিগুলির পিছনে একদিকে যেমন রাজামৌলির সুদক্ষ হাতের ছোঁয়া তেমনি গুরুত্বপূর্ণ ছিল কে ভি বিজয়েন্দ্র প্রসাদের গল্প ৷ এবার জানা গেল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'আনন্দমঠ' উপন্যাস ভিত্তি করে নিজের আগামি স্ক্রিপ্ট লিখতে চলেছেন বিজয়েন্দ্র (RRR writer K V Vijayendra Prasad roped in to adapt Bankim Chandras Anandamath ) ৷
ছবির নাম হতে চলেছে '1770-এক সংগ্রাম' ৷ ছবি নির্মাতা রামকমল মুখোপাধ্য়ায় এবং জি স্টুডিয়োর প্রাক্তন প্রধান সুজয় কুট্টি শুক্রবার ঔবঙ্কিমচন্দ্রের 128তম মৃত্যুবার্ষিকীর কথা স্মরণ করে এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন ৷ ছবিটি একইসঙ্গে মনে করিয়ে দেবে 'বন্দে মাতরম' গান রচনার 150 বছর পূর্তির কথাও ৷ প্রসঙ্গত, 1872 সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই উপন্যাস ৷
ছবিটি প্রযোজনা করবেন এসএসওয়ান এন্টারটেইনমেন্টের শৈলেন্দ্র কে কুমার এবং পি কে এন্টারটেইনমেন্টের সুরজ শর্মা ৷ হিন্দি, তামিল এবং তেলেগু এই তিন ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ এই গল্প নিয়ে বলতে গিয়ে কে ভি বিজয়েন্দ্র প্রসাদ বলেন, "যখন সুজয় 'আনন্দমঠ'-এর জন্য আমার কাছে এসেছিল, আমি কিছুটা হতবাক হয়ে গিয়েছিলাম । আমি অনেক বছর আগে উপন্যাসটি পড়েছিলাম ৷ সত্যি কথা বলতে কী আমি মনে হয়নি যে আজকের প্রজন্ম এই বিষয়ের সঙ্গে নিজেদের যোগ খুঁজে পাবে ।" কিন্তু রাম কমলের সঙ্গে কথা বলে তাঁর দৃষ্টিভঙ্গি একেবারে পাল্টে যায় ৷ তিনি বলেন, "যখন আমি রামকমলের সঙ্গে দেখা করি, আনন্দমঠ নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি শুনি আমার মনে হয় উনি এই উপন্যাসটা নিয়ে একেবারে অন্যভাবে ভেবেছেন ৷ " তিনি জানান এটা তাঁর জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে ৷
আরও পড়ুন : চরম আর্থিক সংকটে দেশ, পাশে দাঁড়ানোর অনুরোধ 'মানিকে মাগে'র ফেম ইয়োহানির
পরিচালক রাম কমল বলেন, "আমি ভারতের বিখ্যাত ক্রিয়েটিভ টিমের সঙ্গে কাজ করব এবং এটা নিশ্চিত করব যে দর্শকদের জন্য় ভিজুয়ালি যাতে একটা দারুণ উপহার থাকে । আমি মনে করি যে 'আনন্দমঠ'-এর গল্প বলার এটাই সঠিক সময় । এটা ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই করা সেই সন্ন্যাসীদের গল্প যাঁরা স্বাধীনতার বীজ বপন করেছিলেন । আমি মনে করি এই গল্পটি সেলুলয়েডে অন্য় মাত্রায় তৈরি করা যেতে পারে।"