ETV Bharat / entertainment

Wrong Milanti Poster: সামনে এল হাসি-মজায় ভরা 'Wরং মিলান্তি'র তৃতীয় পোস্টার

ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ 'Wরং মিলান্তি'। উত্তরবঙ্গের প্রেক্ষাপটে উত্তরবঙ্গেরই কাহিনি বলতে এই সিরিজ। ট্রেলারের পর প্রকাশ্যে এসেছে ছবির তৃতীয় পোস্টার ৷

Etv Bharat
'Wরং মিলান্তি'র তৃতীয় পোস্টার প্রকাশ্যে
author img

By

Published : Jun 15, 2023, 7:48 PM IST

কলকাতা, 15 জুন: জমজমাট ট্রেলারের পর প্রকাশ্যে এসেছে শুভাঞ্জন বসু পরিচালিত অরিজিনাল সিরিজ 'Wরং মিলান্তি'র তৃতীয় পোস্টার। উত্তরবঙ্গের প্রেক্ষাপটে উত্তরবঙ্গেরই কাহিনি ' Wরং মিলান্তি'। হাসি, ঠাট্টা, মজায় ঠাসা এই সিরিজ। ওটিটি প্ল্যাটফর্মে জুন মাসেই আসতে চলেছে নতুন এই সিরিজ ৷

জৈষ্ঠ্য মাস। চলছে বিয়ের মরসুম। সামনে আষাঢ়, শ্রাবণ পর্যন্ত চলবে বিয়ের পালা। এরই মাঝে এক তরুণের বিয়ে ভাঙল একবার দু'বার নয়, পরপর 67 বার। আর সেই তরুণের বিয়ে ভাঙার পিছনে রয়েছেন আর কেউ নয়, তাঁরই প্রিয় বন্ধু ৷ অন্যরকম মজাদার কাহিনীকে পর্দায় ফুটিয়ে তুলতে আসতে চলেছে শুভাঞ্জন বসুর নতুন ওয়েব সিরিজ 'Wরং মিলান্তি' ৷ ট্রেলারে বাজিমাতের পর সামনে এসেছে এই ছবির তৃতীয় পোস্টার ৷

শুভাঞ্জন বসুর কাহিনি, চিত্রনাট্য, পরিচালনা, সঙ্গে সৃজনশীল পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায় মিলে ফুরফুরে এক প্রেমের গল্প ‘Wরং মিলান্তি’ নিয়ে হাজির হয়েছেন ৷ চিত্রনাট্য কিছুটা এই রকম, সূর্য আর শাওন দুই বন্ধু। বিয়ে করতে চেয়েও সূর্যর এখনও পর্যন্ত 67টা বিয়ের সম্বন্ধ ভেঙেছে ৷ প্রাণের বন্ধু শাওনের উৎপাতে। শাওন বন্ধুকে হারানোর ভয়ে বিয়ে করতে দেবে না, নিজেও বিয়ের পিঁড়িতে বসবে না ঠিক করেছে।

এই অবস্থার মধ্যে শিলিগুড়িতে হাজির হয় হিয়া। কর্নেল সেনগুপ্ত মেয়েকে কলকাতা থেকে নিয়ে আসেন নিজের শহরে। মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজতে থাকেন তিনি। হিয়া আর সূর্যর দেখা হয়, দেখা হয় হিয়া আর শাওনেরও। বন্ধু সূর্যর সঙ্গে বিয়ের আগে শাওনের নানারকম শর্তে রাজিও হয়ে যায় হিয়া। কিন্তু বন্ধুর জন্য দেখলেও আস্তে আস্তে হিয়ার প্রেমে পড়তে থাকে শাওনও ৷ তারপর কী হয়? তা জানতে হলে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন ৷

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ ভট্টাচার্য, সবুজ বর্ধন, দুর্বার শর্মা, পিয়া দেবনাথ, দিশা ভট্টাচার্য, উজ্জয়িনী দেব প্রমুখ। ব্যোমকেশ সিরিজের পিঁজরাপোলে সম্প্রতি দুর্বারকে দেখা গিয়েছে নেতিবাচক ভূমিকায়। অন্য দিকে, সবুজ বর্ধন নজর কেড়েছেন হোমস্টে মার্ডার-এর এক গুরুত্বপূর্ণ চরিত্রে।

আরও পড়ুন: নায়ক নন, সাধারণের মতো বলেই হিট একেন ; একান্ত সাক্ষাৎকারে দাবি অনির্বাণের

সিরিজের প্রযোজনায় 'ফিল্মস অ্যান্ড ফ্রেমস'। চিত্রগ্রহণে ঋতম ঘোষাল। আবহ সংগীত বানিয়েছেন প্রাঞ্জল দাস ৷ গান গেয়েছেন কাজল চট্টোপাধ্যায় ও আলাপ বসু।

কলকাতা, 15 জুন: জমজমাট ট্রেলারের পর প্রকাশ্যে এসেছে শুভাঞ্জন বসু পরিচালিত অরিজিনাল সিরিজ 'Wরং মিলান্তি'র তৃতীয় পোস্টার। উত্তরবঙ্গের প্রেক্ষাপটে উত্তরবঙ্গেরই কাহিনি ' Wরং মিলান্তি'। হাসি, ঠাট্টা, মজায় ঠাসা এই সিরিজ। ওটিটি প্ল্যাটফর্মে জুন মাসেই আসতে চলেছে নতুন এই সিরিজ ৷

জৈষ্ঠ্য মাস। চলছে বিয়ের মরসুম। সামনে আষাঢ়, শ্রাবণ পর্যন্ত চলবে বিয়ের পালা। এরই মাঝে এক তরুণের বিয়ে ভাঙল একবার দু'বার নয়, পরপর 67 বার। আর সেই তরুণের বিয়ে ভাঙার পিছনে রয়েছেন আর কেউ নয়, তাঁরই প্রিয় বন্ধু ৷ অন্যরকম মজাদার কাহিনীকে পর্দায় ফুটিয়ে তুলতে আসতে চলেছে শুভাঞ্জন বসুর নতুন ওয়েব সিরিজ 'Wরং মিলান্তি' ৷ ট্রেলারে বাজিমাতের পর সামনে এসেছে এই ছবির তৃতীয় পোস্টার ৷

শুভাঞ্জন বসুর কাহিনি, চিত্রনাট্য, পরিচালনা, সঙ্গে সৃজনশীল পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায় মিলে ফুরফুরে এক প্রেমের গল্প ‘Wরং মিলান্তি’ নিয়ে হাজির হয়েছেন ৷ চিত্রনাট্য কিছুটা এই রকম, সূর্য আর শাওন দুই বন্ধু। বিয়ে করতে চেয়েও সূর্যর এখনও পর্যন্ত 67টা বিয়ের সম্বন্ধ ভেঙেছে ৷ প্রাণের বন্ধু শাওনের উৎপাতে। শাওন বন্ধুকে হারানোর ভয়ে বিয়ে করতে দেবে না, নিজেও বিয়ের পিঁড়িতে বসবে না ঠিক করেছে।

এই অবস্থার মধ্যে শিলিগুড়িতে হাজির হয় হিয়া। কর্নেল সেনগুপ্ত মেয়েকে কলকাতা থেকে নিয়ে আসেন নিজের শহরে। মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজতে থাকেন তিনি। হিয়া আর সূর্যর দেখা হয়, দেখা হয় হিয়া আর শাওনেরও। বন্ধু সূর্যর সঙ্গে বিয়ের আগে শাওনের নানারকম শর্তে রাজিও হয়ে যায় হিয়া। কিন্তু বন্ধুর জন্য দেখলেও আস্তে আস্তে হিয়ার প্রেমে পড়তে থাকে শাওনও ৷ তারপর কী হয়? তা জানতে হলে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন ৷

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ ভট্টাচার্য, সবুজ বর্ধন, দুর্বার শর্মা, পিয়া দেবনাথ, দিশা ভট্টাচার্য, উজ্জয়িনী দেব প্রমুখ। ব্যোমকেশ সিরিজের পিঁজরাপোলে সম্প্রতি দুর্বারকে দেখা গিয়েছে নেতিবাচক ভূমিকায়। অন্য দিকে, সবুজ বর্ধন নজর কেড়েছেন হোমস্টে মার্ডার-এর এক গুরুত্বপূর্ণ চরিত্রে।

আরও পড়ুন: নায়ক নন, সাধারণের মতো বলেই হিট একেন ; একান্ত সাক্ষাৎকারে দাবি অনির্বাণের

সিরিজের প্রযোজনায় 'ফিল্মস অ্যান্ড ফ্রেমস'। চিত্রগ্রহণে ঋতম ঘোষাল। আবহ সংগীত বানিয়েছেন প্রাঞ্জল দাস ৷ গান গেয়েছেন কাজল চট্টোপাধ্যায় ও আলাপ বসু।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.