ETV Bharat / entertainment

Netizens Trolls Akshay : পানমশলার বিজ্ঞাপনে 'হ্যাঁ', নেটিজেনদের ট্রোলের শিকার অক্ষয় - Akshay Kumar Get Trolled For Pan Masala Advertisement

তামাকজাত মশলার বিজ্ঞাপনের জন্য় রাজি হয়েছেন বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় ৷ সেই কারণেই এবার ফ্যানেদের ট্রোলের মুখে পড়লেন এই অভিনেতা (Akshay Kumar Get Trolled For Pan Masala Advertisement ) ৷

Netizens Trolls Akshay
পানমশলার বিজ্ঞাপনে 'হ্যাঁ', নেটিজেনদের ট্রোলের শিকার অক্ষয়
author img

By

Published : Apr 20, 2022, 5:44 PM IST

হায়দরাবাদ, 20 এপ্রিল : নিষিদ্ধ পানমশলার বিজ্ঞাপনের ক্ষেত্রে আগেই সায় দিয়েছিলেন বলি তারকা শাহরুখ খান এবং অজয় দেবগন ৷ যার জেরে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁদের ৷ তবে সম্প্রতি এই তামাকজাত মশলার বিজ্ঞাপনের জন্য় হ্যাঁ সূচক ঘাড় নেড়েছেন বলিউডের খিলাড়ি কুমার অক্ষয়ও (Akshay Kumar Get Trolled For Pan Masala Advertisement )৷ আর তারপর থেকেই তাঁকে নিয়ে আলোচনার ঝড় বইছে নেটপাড়ায় ৷ কারণ অক্ষয় কুমারের লাইফস্টাইল অন্য তারকাদের থেকে কিছুটা আলাদা ৷ তিনি ফিটনেস ফ্রিক ৷ নিয়মিত ভোর চারটেয় ঘুম থেকে ওঠেন, লেট নাইট পার্টিতে তাঁকে সেভাবে দেখা যায় না ৷ বলিউড তারকাদের দলে তিনি বেশ ব্যতিক্রমী মুখ ৷

  • @ajaydevgn @iamsrk @akshaykumar icons of bollywood - are ur kids having this product at home ? Will u promote them to use this ? Kesar ka dum , zubaa kesari , vimal elachi ? To survive u dont need to do such ads. U guys have gr8 fan base n gr8 brand value. Plz stop this 🙏🏻 pic.twitter.com/b4QOccN33K

    — Chiraag D (@cdesaai) April 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর তাই তাঁকে 'আইডল' হিসাবেই মানেন তাঁর অনুরাগীরা ৷ ধূমপান বিরোধী বিজ্ঞাপনেও দেখা যায় তাঁকে ৷ সেখানে তাঁকে বলতে শোনা যায় , 'একটি সিগারেটের পয়সায় তুমি দু'টি জীবন কিনতে পার ৷' শুধু তাই নয়, অক্ষয় অমিতাভ বচ্চনের মত এটাও বলতে পারবেন না যে, তিনি জানতেন না সারোগেট বিজ্ঞাপন কি জিনিস! কারণ 2018 সালে নিজেই এই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন তিনি ৷ তিনি বলেছিলেন, "আমার কাছে অনেক বড় বড় গুটখা কোম্পানির অফার আসে এবং তারা অগুনতি শূন্য বসানো অ্যামাউন্ট দিতে প্রস্তুত ৷ কিন্তু কথাটা সেটা নয় ৷ আজ যে এখানে এত বড় একটি লাইন লেখা আছে সুস্থ ভারত, এর জন্যই আমি এই কাজটা করব না ৷ "

  • @akshaykumar sir you are the only hero who was not promoting anything like gutkha company and we were proud of you that you always thinks of our country and take initiative for the growth of india..but after vimal ad your value is degraded a lot..not expected from you

    — Jay Thakkar (@jaytk023) April 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : তাঁর পরবর্তী হলিউড ছবির ফার্স্ট লুক প্রকাশ প্রিয়াঙ্কার

স্বাভাবিকভাবেই তাঁর মত পরিবর্তন নিয়ে হতচকিত ফ্যানেরা ৷ অনেকেই পাশাপাশি 2018 সালের এই ভিডিয়ো এবং আজকের দিনের বিজ্ঞাপনী ভিডিয়োটি শেয়ার করছেন ৷ একজন নেটিজেন লেখেন, "বলিউড আইকন অজয়, শাহরুখ এবং অক্ষয় আপনাদের ছেলেমেয়েরা কি বাড়িতে এই প্রোডাক্ট ব্যবহার করেন ? আপনারা তাঁদের ব্যবহারের জন্য় এ ধরণের প্রচার করবেন ৷ বেঁচে থাকার জন্য আপনাদের এই ধরনের বিজ্ঞাপন করতে হয় না...প্লিজ বন্ধ করুন ৷"

  • @akshaykumar
    Akshay sir main aapka fan hu
    Lekin aapne apne fan ke dil me chot pahuchayi hai aapko vimal ka ad nhi karna chahiye tha aapne bahot badi galti ki hai

    — Piyush Kumar Mandal (@PiyushK24590099) April 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আবার কেউ লিখছেন, "অক্ষয় স্যার আমি আপনার ফ্য়ান । কিন্তু আপনি অনুরাগীদের মনে কষ্ট দিয়েছেন । আপনার বিমলের বিজ্ঞাপনটি করা উচিত হয়নি ৷ " প্রসঙ্গত, এরই মাঝে বড় পর্দার পুষ্পরাজ আল্লু অর্জুনের কাছেও অফার গিয়েছিল এই ধরণের একটি বিজ্ঞাপন করার, যা তিনি ফিরিয়ে দেন ৷ তিনি স্পষ্ট জানান, চরিত্রের কারণে পর্দায় তিনি বিড়িতে টান দিয়েছেন ঠিকই, কিন্তু তিনি কখনওই তামাকজাত দ্রব্যের প্রচার করেন না ৷

  • @akshaykumar sir you are the only hero who was not promoting anything like gutkha company and we were proud of you that you always thinks of our country and take initiative for the growth of india..but after vimal ad your value is degraded a lot..not expected from you

    — Jay Thakkar (@jaytk023) April 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হায়দরাবাদ, 20 এপ্রিল : নিষিদ্ধ পানমশলার বিজ্ঞাপনের ক্ষেত্রে আগেই সায় দিয়েছিলেন বলি তারকা শাহরুখ খান এবং অজয় দেবগন ৷ যার জেরে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁদের ৷ তবে সম্প্রতি এই তামাকজাত মশলার বিজ্ঞাপনের জন্য় হ্যাঁ সূচক ঘাড় নেড়েছেন বলিউডের খিলাড়ি কুমার অক্ষয়ও (Akshay Kumar Get Trolled For Pan Masala Advertisement )৷ আর তারপর থেকেই তাঁকে নিয়ে আলোচনার ঝড় বইছে নেটপাড়ায় ৷ কারণ অক্ষয় কুমারের লাইফস্টাইল অন্য তারকাদের থেকে কিছুটা আলাদা ৷ তিনি ফিটনেস ফ্রিক ৷ নিয়মিত ভোর চারটেয় ঘুম থেকে ওঠেন, লেট নাইট পার্টিতে তাঁকে সেভাবে দেখা যায় না ৷ বলিউড তারকাদের দলে তিনি বেশ ব্যতিক্রমী মুখ ৷

  • @ajaydevgn @iamsrk @akshaykumar icons of bollywood - are ur kids having this product at home ? Will u promote them to use this ? Kesar ka dum , zubaa kesari , vimal elachi ? To survive u dont need to do such ads. U guys have gr8 fan base n gr8 brand value. Plz stop this 🙏🏻 pic.twitter.com/b4QOccN33K

    — Chiraag D (@cdesaai) April 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর তাই তাঁকে 'আইডল' হিসাবেই মানেন তাঁর অনুরাগীরা ৷ ধূমপান বিরোধী বিজ্ঞাপনেও দেখা যায় তাঁকে ৷ সেখানে তাঁকে বলতে শোনা যায় , 'একটি সিগারেটের পয়সায় তুমি দু'টি জীবন কিনতে পার ৷' শুধু তাই নয়, অক্ষয় অমিতাভ বচ্চনের মত এটাও বলতে পারবেন না যে, তিনি জানতেন না সারোগেট বিজ্ঞাপন কি জিনিস! কারণ 2018 সালে নিজেই এই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন তিনি ৷ তিনি বলেছিলেন, "আমার কাছে অনেক বড় বড় গুটখা কোম্পানির অফার আসে এবং তারা অগুনতি শূন্য বসানো অ্যামাউন্ট দিতে প্রস্তুত ৷ কিন্তু কথাটা সেটা নয় ৷ আজ যে এখানে এত বড় একটি লাইন লেখা আছে সুস্থ ভারত, এর জন্যই আমি এই কাজটা করব না ৷ "

  • @akshaykumar sir you are the only hero who was not promoting anything like gutkha company and we were proud of you that you always thinks of our country and take initiative for the growth of india..but after vimal ad your value is degraded a lot..not expected from you

    — Jay Thakkar (@jaytk023) April 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : তাঁর পরবর্তী হলিউড ছবির ফার্স্ট লুক প্রকাশ প্রিয়াঙ্কার

স্বাভাবিকভাবেই তাঁর মত পরিবর্তন নিয়ে হতচকিত ফ্যানেরা ৷ অনেকেই পাশাপাশি 2018 সালের এই ভিডিয়ো এবং আজকের দিনের বিজ্ঞাপনী ভিডিয়োটি শেয়ার করছেন ৷ একজন নেটিজেন লেখেন, "বলিউড আইকন অজয়, শাহরুখ এবং অক্ষয় আপনাদের ছেলেমেয়েরা কি বাড়িতে এই প্রোডাক্ট ব্যবহার করেন ? আপনারা তাঁদের ব্যবহারের জন্য় এ ধরণের প্রচার করবেন ৷ বেঁচে থাকার জন্য আপনাদের এই ধরনের বিজ্ঞাপন করতে হয় না...প্লিজ বন্ধ করুন ৷"

  • @akshaykumar
    Akshay sir main aapka fan hu
    Lekin aapne apne fan ke dil me chot pahuchayi hai aapko vimal ka ad nhi karna chahiye tha aapne bahot badi galti ki hai

    — Piyush Kumar Mandal (@PiyushK24590099) April 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আবার কেউ লিখছেন, "অক্ষয় স্যার আমি আপনার ফ্য়ান । কিন্তু আপনি অনুরাগীদের মনে কষ্ট দিয়েছেন । আপনার বিমলের বিজ্ঞাপনটি করা উচিত হয়নি ৷ " প্রসঙ্গত, এরই মাঝে বড় পর্দার পুষ্পরাজ আল্লু অর্জুনের কাছেও অফার গিয়েছিল এই ধরণের একটি বিজ্ঞাপন করার, যা তিনি ফিরিয়ে দেন ৷ তিনি স্পষ্ট জানান, চরিত্রের কারণে পর্দায় তিনি বিড়িতে টান দিয়েছেন ঠিকই, কিন্তু তিনি কখনওই তামাকজাত দ্রব্যের প্রচার করেন না ৷

  • @akshaykumar sir you are the only hero who was not promoting anything like gutkha company and we were proud of you that you always thinks of our country and take initiative for the growth of india..but after vimal ad your value is degraded a lot..not expected from you

    — Jay Thakkar (@jaytk023) April 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.