হায়দরাবাদ, 28 সেপ্টেম্বর: আরও একটা বসন্ত পার করলেন বলিউডের হার্টথ্রব রণবীর কাপুর ৷ অভিনেতার জন্মদিনে স্বভাবতই মেতে উঠেছে কাপুর পরিবার ৷ মা নীতু সিং, দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি, স্ত্রী আলিয়া ভাট সকলেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে ৷ বৃহস্পতিবার রণবীরের পুরোনো নানা ছবিতে এমনিতেই ভরে গিয়েছে সোশাল মিডিয়া ৷ আলিয়া, নীতু এবং ঋদ্ধিমারাও এদিন ডুব দিলেন স্মৃতির সরণিতে ৷
আলিয়া এদিন শেয়ার করেছেন 'রকস্টার'-অভিনেতার বেশ কয়েকটি পুরোনো ছবি ৷ একটি ছবিতে দেখা গিয়েছে আলিয়া চুম্বন এঁকে দিচ্ছেন রণবীরের গালে ৷ আবার আর একটি ছবিতে দেখা গিয়েছে, একসঙ্গে স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন তাঁরা ৷ বেটার-হাফকে বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে বিয়ের একটি ছবিও এদিন শেয়ার করেন আলিয়া ৷ ছবিগুলির ক্যাপশানে আলিয়া লিখেছেন, "আমার ভালোবাসা, সবচেয়ে প্রিয় বন্ধু এবং আমার সুখের আশ্রয় ৷ তোমার গোপন অ্যাকাউন্ট থেকে আমার ঠিক পাশে বসে যখন তুমি এই লাইনগুলি পড়ছ আমি শুধু একটা কথাই বলতে চাই শুভ জন্মদিন ৷"
অন্য়দিকে রণবীরের মা নীতু কাপুরও এদিন ছেলের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে ৷ ছবিগুলি ছিল মধ্যরাতের জন্মদিন সেলিব্রেশনের ৷ ছবিতে দেখা যায় একটি কেকের ওপর লেখা, 'শুভ জন্মদিন রাহার বাবা ৷' ছবিগুলি শেয়ার করে মা নীতু লিখেছেন, "আমার সবচেয়ে কাছের মানুষটির জন্মদিন উদযাপন ৷"
আরও পড়ুন: 'মিলে সুর মেরা তুমহারা...', জন্মদিনে সুরসম্রাজ্ঞীকে স্মরণ মোদি মমতার
একইসঙ্গে ভাইয়ের জন্মদিন উদযাপনে মেতেছেন দিদি ঋদ্ধিমাও ৷ একটি ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, "শুভ জন্মদিন ব়্যানস, তোমার জীবনের এই বিশেষ দিনটা আনন্দ, প্রেম, হাসি আর খুশিতে ভরে উঠুক ৷" অভিনয়ের প্রসঙ্গ উঠলে বলতে হয় রণবীরকে আগামীতে দেখা যাবে 'অ্যানিম্যাল' ছবিতে ৷ ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করবেন অনিল কাপুর, রশ্মিকা মন্দানার সঙ্গে ৷ 1 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবিটি ৷ রণবীরের জন্মদিমে সামনে এল ছবির টিজারও ৷