ETV Bharat / entertainment

Alia Bhatt Ranbir Kapoor wedding : মেহেন্দিতে লুকিয়ে ঋষির নাম, আনন্দের দিনে চিন্টুজিকে মিস করছেন নীতু - alia bhatt ranbir kapoor marriage

পুত্র রণবীরের বিয়ের আনন্দের মাঝেও মিস করছেন স্বামী ঋষিকে ৷ তাই হাতের মেহেন্দিতেও তাঁর নামই লিখে রাখলেন তিনি (Neetu Kapoor is Missing Rishi Kapoor) ৷

Alia Bhatt Ranbir Kapoor wedding
মেহেন্দিতে লুকিয়ে ঋষির নাম, আনন্দের দিনে চিন্টুজিকে মিস করছেন নীতু
author img

By

Published : Apr 14, 2022, 4:53 PM IST

মুম্বই, 14 এপ্রিল : প্রায় দু'বছর হতে চলল প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর ৷ তবে তাঁর অভাব এখনও লেগে আছে পরিবারের আনাচে কানাচে । জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ঋষি পুত্র রণবীর ৷ কিন্তু এত আনন্দের মাঝেও প্রয়াত স্বামীকে ভীষণ রকম মিস করছেন নীতু কাপুর ৷ ছেলের বিয়ের আবহে গতকালই নিজেদের বিয়ের ছবি শেয়ার করেছিলেন নীতু (Neetu Kapoor is Missing Rishi Kapoor) ৷

আর আজ মেহেন্দির যে ছবি শেয়ার করলেন তিনি, তাতেও দেখা গেল ঋষি কাপুরের নাম ৷ অতি কৌশলে আঙুলে মেহেন্দির মধ্যে জীবনসঙ্গীর নাম লিখে রেখেছেন অভিনেত্রী ৷ যা দেখেই বোঝা যায় আজকের এই বিশেষ দিনে প্রিয় চিন্টুজিকে কতখানি মিস করছেন তিনি ৷ একইসঙ্গে সামনে এসেছে বিয়ের অনুষ্ঠানের আরও নানা ঝলক ৷

আরও পড়ুন : গায়ে হলুদ শেষ, 2টোয় বিয়ে ! 7টায় আসছে বিবাহিত রালিয়ার প্রথম ছবি

যার মধ্য়ে রয়েছে মেহেন্দির রিহার্সসালের একটি ছবিও ৷ এই ছবিতে নীতু কাপুর থেকে করিশ্মা, সকলকেই দেখা গিয়েছে নাচের মেজাজে ৷ বিয়ের মূলপর্বের অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ বৃহস্পতিবার রণবীরের বিয়ের অনুষ্ঠান যে তারকাখচিত, তা বলাই বাহুল্য় ৷ একদিকে যেমন দেখা মিলল করিশ্মা কাপুর, সইফ আলি খান, করিনা কাপুরদের, তেমনই দেখা গেল শ্রেয়া ঘোষাল, শান, উদিত নারায়ণ, রাহুল সাক্সেনাদেরও ৷

মুম্বই, 14 এপ্রিল : প্রায় দু'বছর হতে চলল প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর ৷ তবে তাঁর অভাব এখনও লেগে আছে পরিবারের আনাচে কানাচে । জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ঋষি পুত্র রণবীর ৷ কিন্তু এত আনন্দের মাঝেও প্রয়াত স্বামীকে ভীষণ রকম মিস করছেন নীতু কাপুর ৷ ছেলের বিয়ের আবহে গতকালই নিজেদের বিয়ের ছবি শেয়ার করেছিলেন নীতু (Neetu Kapoor is Missing Rishi Kapoor) ৷

আর আজ মেহেন্দির যে ছবি শেয়ার করলেন তিনি, তাতেও দেখা গেল ঋষি কাপুরের নাম ৷ অতি কৌশলে আঙুলে মেহেন্দির মধ্যে জীবনসঙ্গীর নাম লিখে রেখেছেন অভিনেত্রী ৷ যা দেখেই বোঝা যায় আজকের এই বিশেষ দিনে প্রিয় চিন্টুজিকে কতখানি মিস করছেন তিনি ৷ একইসঙ্গে সামনে এসেছে বিয়ের অনুষ্ঠানের আরও নানা ঝলক ৷

আরও পড়ুন : গায়ে হলুদ শেষ, 2টোয় বিয়ে ! 7টায় আসছে বিবাহিত রালিয়ার প্রথম ছবি

যার মধ্য়ে রয়েছে মেহেন্দির রিহার্সসালের একটি ছবিও ৷ এই ছবিতে নীতু কাপুর থেকে করিশ্মা, সকলকেই দেখা গিয়েছে নাচের মেজাজে ৷ বিয়ের মূলপর্বের অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ বৃহস্পতিবার রণবীরের বিয়ের অনুষ্ঠান যে তারকাখচিত, তা বলাই বাহুল্য় ৷ একদিকে যেমন দেখা মিলল করিশ্মা কাপুর, সইফ আলি খান, করিনা কাপুরদের, তেমনই দেখা গেল শ্রেয়া ঘোষাল, শান, উদিত নারায়ণ, রাহুল সাক্সেনাদেরও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.