ETV Bharat / entertainment

Neel Trina New Film: প্রথমবার একসঙ্গে বড় পর্দায় নীল-তৃণা, আজ শুটিং শেষ 'তিলোত্তমা'র - Neel Trina New Film

বড় পর্দায় এই প্রথমবার একসঙ্গে নীল-তৃণা ৷ রিয়েল লাইফের জুটি এক সিনেমায় কাজ করছেন তবে পর্দায় তাঁরা জুটি বাঁধছেন না ৷

Neel Trina New Film
একসঙ্গে নীল তৃণা আসছে তিলোত্তমা
author img

By

Published : Jul 12, 2023, 11:08 AM IST

কলকাতা, 12 জুলাই: বড় পর্দায় এবার একসঙ্গে কাজ করছেন নীল এবং তৃণা । বুধবার শেষ হল সৌম্যজিৎ আদক পরিচালিত 'তিলোত্তমা' ছবির শুটিং । নীল, তৃণা ছোট পর্দার বেশ জনপ্রিয় জুটি ৷ তাঁদের এবার দেখা যাবে বড় পর্দায়। স্বাভাবিকভাবেই এই খবরে উচ্ছ্বসিত ভক্তরা ৷ খবর অনুযায়ী ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী বছর। এই প্রথমবার বড় পর্দায় তাঁদের দুজনকে একসঙ্গে দেখা যাবে । তাই প্রশ্ন ওঠেই তবে কি জুটিতেই ফিরছেন তাঁরা ? না জুটিতে নয় । পরিচালক নিজেই সে কথা জানিয়েছেন ।

পরিচালক সৌম্যজিৎ ইটিভি ভারতকে বলেন, "ছবির গল্প আবর্তিত হবে তিলোত্তমা নামে একটি অনাথ আশ্রমকে কেন্দ্র করে। ছবির নামও 'তিলোত্তমা' । অনেকেই ভাবছেন নীল আর তৃণা বোধহয় জুটিতে রয়েছেন । একেবারেই না । দু'জনের জীবনযাপন একেবারেই আলাদা । তৃণা এখানে একজন সিঙ্গল মাদার । আর নীল মিউজিশিয়ান। সে প্রোমোটারের ছেলে হলেও নিজেকে অন্যভাবে ভাবতে চায় ।"

এই ছবিতে অন্য সব গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায় থেকে শুরু করে নবাগতা রাই দাস । ঋতব্রতকে দেখা যাবে একজন হিসেবরক্ষকের চরিত্রে । আর রাই কস্টিউম স্টাইলিস্ট । তাঁরা অবশ্য জুটিতেই ধরা দিচ্ছেন এই ছবিতে ৷ ছবিতে তারা দু'জনে লিভইন রিলেশনে রয়েছে । চারটি আলাদা গল্প এসে মিলবে এক স্রোতে ৷

Neel Trina New Film
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরাণ বন্দোপাধ্যায়কে

ঋতব্রত প্রসঙ্গে পরিচালক বলেন, " ঋতব্রত খুবই উৎসাহী ছেলে । যখন ওর শট থাকে না, তখন মনিটরের সামনে বসে কাজ দেখে । কী আগ্রহ জানার! অনেক ভালো ভালো কাজ করছে ঋত । আরও করবে । দারুণ একটা চরিত্রে এখানে রয়েছে । চরিত্রটাকে কীভাবে ফুটিয়ে তুলেছে তা দর্শক দেখলেই বুঝতে পারবেন ।"

আজ পরাণ বন্দোপাধ্যায় এবং রজত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কয়েকটি দৃশ্য়ের শুটিং শেষ করবেন পরিচালক । তাহলেই শেষ 'তিলোত্তমা'র কাজ ৷ 'তিলোত্তমা'র ধারক বাহকের চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় । বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে পর পর কাজে ফিরেছেন এই প্রবীণ অভিনেতা । তবে, সৌম্যজিতের এই ছবিতে তাঁকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় । সৌম্যজিতের এটি তৃতীয় ছবি । 'অল্প হলেও সত্যি' মুক্তি পেয়েছে । 'হৃদয়পুর' মুক্তির পথে । আর আগামী বছরে পর্দায় আসছে 'তিলোত্তমা' । ছবির শুটিং হয়েছে ডানকুনি, রাজারহাট, রঘুনাথপুর, উত্তরবঙ্গ এবং কলকাতার বিভিন্ন এলাকায় । ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে ঈশান মিত্র । দু'টি গানও গেয়েছেন তিনি । এ ছাড়াও গান গাইবেন অরিত্র বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: পুত্রহারা বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দ

কলকাতা, 12 জুলাই: বড় পর্দায় এবার একসঙ্গে কাজ করছেন নীল এবং তৃণা । বুধবার শেষ হল সৌম্যজিৎ আদক পরিচালিত 'তিলোত্তমা' ছবির শুটিং । নীল, তৃণা ছোট পর্দার বেশ জনপ্রিয় জুটি ৷ তাঁদের এবার দেখা যাবে বড় পর্দায়। স্বাভাবিকভাবেই এই খবরে উচ্ছ্বসিত ভক্তরা ৷ খবর অনুযায়ী ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী বছর। এই প্রথমবার বড় পর্দায় তাঁদের দুজনকে একসঙ্গে দেখা যাবে । তাই প্রশ্ন ওঠেই তবে কি জুটিতেই ফিরছেন তাঁরা ? না জুটিতে নয় । পরিচালক নিজেই সে কথা জানিয়েছেন ।

পরিচালক সৌম্যজিৎ ইটিভি ভারতকে বলেন, "ছবির গল্প আবর্তিত হবে তিলোত্তমা নামে একটি অনাথ আশ্রমকে কেন্দ্র করে। ছবির নামও 'তিলোত্তমা' । অনেকেই ভাবছেন নীল আর তৃণা বোধহয় জুটিতে রয়েছেন । একেবারেই না । দু'জনের জীবনযাপন একেবারেই আলাদা । তৃণা এখানে একজন সিঙ্গল মাদার । আর নীল মিউজিশিয়ান। সে প্রোমোটারের ছেলে হলেও নিজেকে অন্যভাবে ভাবতে চায় ।"

এই ছবিতে অন্য সব গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায় থেকে শুরু করে নবাগতা রাই দাস । ঋতব্রতকে দেখা যাবে একজন হিসেবরক্ষকের চরিত্রে । আর রাই কস্টিউম স্টাইলিস্ট । তাঁরা অবশ্য জুটিতেই ধরা দিচ্ছেন এই ছবিতে ৷ ছবিতে তারা দু'জনে লিভইন রিলেশনে রয়েছে । চারটি আলাদা গল্প এসে মিলবে এক স্রোতে ৷

Neel Trina New Film
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরাণ বন্দোপাধ্যায়কে

ঋতব্রত প্রসঙ্গে পরিচালক বলেন, " ঋতব্রত খুবই উৎসাহী ছেলে । যখন ওর শট থাকে না, তখন মনিটরের সামনে বসে কাজ দেখে । কী আগ্রহ জানার! অনেক ভালো ভালো কাজ করছে ঋত । আরও করবে । দারুণ একটা চরিত্রে এখানে রয়েছে । চরিত্রটাকে কীভাবে ফুটিয়ে তুলেছে তা দর্শক দেখলেই বুঝতে পারবেন ।"

আজ পরাণ বন্দোপাধ্যায় এবং রজত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কয়েকটি দৃশ্য়ের শুটিং শেষ করবেন পরিচালক । তাহলেই শেষ 'তিলোত্তমা'র কাজ ৷ 'তিলোত্তমা'র ধারক বাহকের চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় । বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে পর পর কাজে ফিরেছেন এই প্রবীণ অভিনেতা । তবে, সৌম্যজিতের এই ছবিতে তাঁকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় । সৌম্যজিতের এটি তৃতীয় ছবি । 'অল্প হলেও সত্যি' মুক্তি পেয়েছে । 'হৃদয়পুর' মুক্তির পথে । আর আগামী বছরে পর্দায় আসছে 'তিলোত্তমা' । ছবির শুটিং হয়েছে ডানকুনি, রাজারহাট, রঘুনাথপুর, উত্তরবঙ্গ এবং কলকাতার বিভিন্ন এলাকায় । ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে ঈশান মিত্র । দু'টি গানও গেয়েছেন তিনি । এ ছাড়াও গান গাইবেন অরিত্র বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: পুত্রহারা বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.