ETV Bharat / entertainment

NDPS Court on Aryan Khan: মাদক মামলায় আরও স্বস্তি, পাসপোর্ট ফেরত পাচ্ছেন আরিয়ান - NDPS Court on Aryan Khan Passport

মাদক মামলায় আগেই শাহরুখ পুত্রকে ক্লিনচিট দিয়েছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ এ বার তাঁর পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল মুম্বইয়ের এনডিপিএস আদালত (NDPS Court on Aryan Khan Passport )৷

NDPS Court on Aryan Khan
মাদক মামলায় বাজেয়াপ্ত পাসপোর্ট আরিয়ানকে ফিরিয়ে দেওয়ার রায় আদালতের
author img

By

Published : Jul 14, 2022, 12:00 PM IST

মুম্বই, 14 জুলাই: মাদক মামলায় আরিয়ান খান অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছেন ৷ শাহরুখ পুত্রকে ক্লিনচিট দিয়েছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ ক্রুজ কাণ্ডে জড়িয়ে পড়ার পর আরিয়ানের বিদেশ যাত্রার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়, আর সেই কারণেই বাজেয়াপ্ত করা হয়েছিল তাঁর পাসপোর্টও ৷ এ বার তা ফিরিয়ে দেওয়ার রায় দিল মুম্বইয়ের এনডিপিএস আদালত (NDPS Court on Aryan Khan Passport ) ৷ খবর অনুযায়ী, মামলায় ক্লিনচিট পাওয়ার পরেই তাঁর পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার রায় দেওয়া হল । ফলত আরিয়ানের বিদেশ যাত্রায় আর কোনও বাধা থাকার কথা নয় ৷

বিশেষ এনডিপিএস আদালতে আরিয়ান নিজেই তাঁর পাসপোর্ট ফিরে পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন ৷ এনসিবির থেকে ক্লিনচিট পাওয়ার পরেই এই আবেদন জানিয়েছিলেন তিনি ৷ উল্লেখ্য 2021 সালের অক্টোবর মাসে আরিয়ানকে জামিন দেয় বম্বে হাইকোর্ট ৷ তবে তদন্তের সময় তাঁর পাসপোর্টটি বাজেয়াপ্ত করা হয় ৷

আরও পড়ুন: কাকে গুরু মানেন ভাস্বর চট্টোপাধ্যায় ? গুরুপূর্ণিমায় জানালেন অভিনেতা

প্রসঙ্গত, গত 27 মে এই মামলায় 6 হাজার পৃষ্ঠার একটি চার্জশিট দাখিল করে এনসিবি ৷ তবে এই অভিযোগ পত্রে আরিয়ানের নাম ছিল না ৷ যদিও এই মামলায় জড়িয়ে পড়ার জেরে 20 দিনেরও বেশি মুম্বইয়ের আর্থার রোড জেলে কাটাতে হয় শাহরুখ পুত্রকে ৷ কিন্তু চার্জশিটে এনসিবি পরিস্কার জানিয়েছে, আরিয়ানের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি ৷

মুম্বই, 14 জুলাই: মাদক মামলায় আরিয়ান খান অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছেন ৷ শাহরুখ পুত্রকে ক্লিনচিট দিয়েছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ ক্রুজ কাণ্ডে জড়িয়ে পড়ার পর আরিয়ানের বিদেশ যাত্রার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়, আর সেই কারণেই বাজেয়াপ্ত করা হয়েছিল তাঁর পাসপোর্টও ৷ এ বার তা ফিরিয়ে দেওয়ার রায় দিল মুম্বইয়ের এনডিপিএস আদালত (NDPS Court on Aryan Khan Passport ) ৷ খবর অনুযায়ী, মামলায় ক্লিনচিট পাওয়ার পরেই তাঁর পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার রায় দেওয়া হল । ফলত আরিয়ানের বিদেশ যাত্রায় আর কোনও বাধা থাকার কথা নয় ৷

বিশেষ এনডিপিএস আদালতে আরিয়ান নিজেই তাঁর পাসপোর্ট ফিরে পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন ৷ এনসিবির থেকে ক্লিনচিট পাওয়ার পরেই এই আবেদন জানিয়েছিলেন তিনি ৷ উল্লেখ্য 2021 সালের অক্টোবর মাসে আরিয়ানকে জামিন দেয় বম্বে হাইকোর্ট ৷ তবে তদন্তের সময় তাঁর পাসপোর্টটি বাজেয়াপ্ত করা হয় ৷

আরও পড়ুন: কাকে গুরু মানেন ভাস্বর চট্টোপাধ্যায় ? গুরুপূর্ণিমায় জানালেন অভিনেতা

প্রসঙ্গত, গত 27 মে এই মামলায় 6 হাজার পৃষ্ঠার একটি চার্জশিট দাখিল করে এনসিবি ৷ তবে এই অভিযোগ পত্রে আরিয়ানের নাম ছিল না ৷ যদিও এই মামলায় জড়িয়ে পড়ার জেরে 20 দিনেরও বেশি মুম্বইয়ের আর্থার রোড জেলে কাটাতে হয় শাহরুখ পুত্রকে ৷ কিন্তু চার্জশিটে এনসিবি পরিস্কার জানিয়েছে, আরিয়ানের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.