ETV Bharat / entertainment

Bengali Drama: 'নাজিয়া'র গল্পে নেগেটিভ প্রোটাগনিস্ট হয়ে ফিরছেন পরিচালক বাপ্পা

সকলের ভালোবাসায় আপ্লুত হয়ে নাটক 'নাজিয়া' আবার মঞ্চস্থ হতে চলেছে কলকাতার শিশির মঞ্চে ৷ পাঁচ বছর পর এই নাটকের হাত ধরে অভিনয় করতে চলেছেন পরিচালক বাপ্পা ৷

Etv Bharat
শিশির মঞ্চে ফের 'নাজিয়া'র গল্প
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 5:41 PM IST

কলকাতা, 3 অক্টোবর: এ বং পজিটিভ ও মৌলালী নবদিগন্ত-র নবতম প্রযোজনা নাটক 'নাজিয়া' 29 অক্টোবর মঞ্চস্থ হতে চলেছে শিশির মঞ্চে ৷ আর এই নাটকেই পরিচালক বাপ্পাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে ৷ প্রায় পাঁচ বছর পর তিনি আবার ফিরছেন অভিনয়ে ৷

এই বিষয়ে পরিচালক বাপ্পা বলেন, "নাজিয়ার একটিমাত্র শো হতে চলেছে কলকাতায় 29 অক্টোবর ৷ নাটকে প্রধান নেগেটিভ প্রোটাগনিস্টের একটি চরিত্র রয়েছে, যাঁর নাম অর্ক, সেই চরিত্রে দেখা যাবে আমাকে ৷ শুধুমাত্র এই একটা মাত্র শোয়েই আমি এই চরিত্রটা মঞ্চস্থ করব ৷ যেহেতু আমি পরিচালনা করি, তাই তার সঙ্গে অভিনয় করাটা একটা বড় চ্যালেঞ্জ ৷ নাটকে এই রকম পরিবর্তন মাঝে মধ্যে করা হয়ে থাকে ৷ সেই জায়গা থেকে আমার এই অভিনয়টা করা ৷ অবশ্য দর্শকের রেসপন্স ভালো পেলে আগামিদিনে আরও অভিনয় করতে পারি৷"

পরিচালক হয়ে মঞ্চে নিজেকে অভিনেতা হিসাবে পরিচালনা করা কতটা কঠিন? জবাবে পরিচালক বলেন, "ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই কঠিন কাজ ৷ নিজেকে ডিরেক্ট করাটা খুব কঠিন হয় সেক্ষেত্রে ৷ সামগ্রিক বিষয়টা দেখা যায় না ৷ নিজের প্রতি অনেক বেশি মনোযোগী হতে হয় ৷ নিজের অভিনয় সত্ত্বা অনেক বেশি জেগে ওঠে তখন ৷ সেই জায়গা থেকে আমার একটা স্বার্থপরতা কাজ করে যে আমি আমার জায়গাটা আরও বেশি অভিনয়শৈলী তুলে ধরব ৷ তাই সবকিছু মাথায় রেখেই সাজাতে হয় ৷"

তিনি আরও বলেন, "এর আগে আমি পরিচালনা করে অভিনয় করেছি ৷ তবে সেটা অনেক বছর আগে ৷ এখন আর অভিনয় করি না ৷ আসলে নাজিয়া একটা এক্সপেরিন্টাল প্রোডাকশন ৷ এখানে চরিত্রগুলিতে মাঝেমধ্যেই পরিবর্তন আনা হয় ৷ তাছাড়া নাটকটার কোনও স্ক্রিপ্ট নেই ৷ পুরোটাই ইম্প্রভাইজড ফর্মে করা ৷" ইতিমধ্যেই নাজিয়া নাটকটি গিরিশ মঞ্চ ও মিনার্ভা থিয়েটারে হাউসফুল হয়েছে ৷ বহরমপুরেও এই নাটক দর্শকদের মন জয় করে নিয়েছে ৷ 29 অক্টোবর শিশির মঞ্চে নাজিয়া মঞ্চস্থ হবে ৷ পরিচালকের আশা, আবারও নাজিয়া মন জয় করে নেবে সকলের ৷

আরও পড়ুন: অবহেলিত মেয়ের উপাখ্যান ! যৌনপল্লীর অন্ধকারে আলো ফেলবে বাপ্পার 'নাজিয়া'

কলকাতা, 3 অক্টোবর: এ বং পজিটিভ ও মৌলালী নবদিগন্ত-র নবতম প্রযোজনা নাটক 'নাজিয়া' 29 অক্টোবর মঞ্চস্থ হতে চলেছে শিশির মঞ্চে ৷ আর এই নাটকেই পরিচালক বাপ্পাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে ৷ প্রায় পাঁচ বছর পর তিনি আবার ফিরছেন অভিনয়ে ৷

এই বিষয়ে পরিচালক বাপ্পা বলেন, "নাজিয়ার একটিমাত্র শো হতে চলেছে কলকাতায় 29 অক্টোবর ৷ নাটকে প্রধান নেগেটিভ প্রোটাগনিস্টের একটি চরিত্র রয়েছে, যাঁর নাম অর্ক, সেই চরিত্রে দেখা যাবে আমাকে ৷ শুধুমাত্র এই একটা মাত্র শোয়েই আমি এই চরিত্রটা মঞ্চস্থ করব ৷ যেহেতু আমি পরিচালনা করি, তাই তার সঙ্গে অভিনয় করাটা একটা বড় চ্যালেঞ্জ ৷ নাটকে এই রকম পরিবর্তন মাঝে মধ্যে করা হয়ে থাকে ৷ সেই জায়গা থেকে আমার এই অভিনয়টা করা ৷ অবশ্য দর্শকের রেসপন্স ভালো পেলে আগামিদিনে আরও অভিনয় করতে পারি৷"

পরিচালক হয়ে মঞ্চে নিজেকে অভিনেতা হিসাবে পরিচালনা করা কতটা কঠিন? জবাবে পরিচালক বলেন, "ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই কঠিন কাজ ৷ নিজেকে ডিরেক্ট করাটা খুব কঠিন হয় সেক্ষেত্রে ৷ সামগ্রিক বিষয়টা দেখা যায় না ৷ নিজের প্রতি অনেক বেশি মনোযোগী হতে হয় ৷ নিজের অভিনয় সত্ত্বা অনেক বেশি জেগে ওঠে তখন ৷ সেই জায়গা থেকে আমার একটা স্বার্থপরতা কাজ করে যে আমি আমার জায়গাটা আরও বেশি অভিনয়শৈলী তুলে ধরব ৷ তাই সবকিছু মাথায় রেখেই সাজাতে হয় ৷"

তিনি আরও বলেন, "এর আগে আমি পরিচালনা করে অভিনয় করেছি ৷ তবে সেটা অনেক বছর আগে ৷ এখন আর অভিনয় করি না ৷ আসলে নাজিয়া একটা এক্সপেরিন্টাল প্রোডাকশন ৷ এখানে চরিত্রগুলিতে মাঝেমধ্যেই পরিবর্তন আনা হয় ৷ তাছাড়া নাটকটার কোনও স্ক্রিপ্ট নেই ৷ পুরোটাই ইম্প্রভাইজড ফর্মে করা ৷" ইতিমধ্যেই নাজিয়া নাটকটি গিরিশ মঞ্চ ও মিনার্ভা থিয়েটারে হাউসফুল হয়েছে ৷ বহরমপুরেও এই নাটক দর্শকদের মন জয় করে নিয়েছে ৷ 29 অক্টোবর শিশির মঞ্চে নাজিয়া মঞ্চস্থ হবে ৷ পরিচালকের আশা, আবারও নাজিয়া মন জয় করে নেবে সকলের ৷

আরও পড়ুন: অবহেলিত মেয়ের উপাখ্যান ! যৌনপল্লীর অন্ধকারে আলো ফেলবে বাপ্পার 'নাজিয়া'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.