ETV Bharat / entertainment

Nawazuddin Haddi First Look হাজির হাড্ডি ছবিতে নওয়াজউদ্দিনের প্রথম লুক - Nawazuddin Haddi First Look

সামনে এল নওয়াজউদ্দিন সিদ্দিকীর আসন্ন রিভেঞ্জ ড্রামা হাড্ডি ছবির প্রথম লুক(Nawazuddin Haddi First Look) ৷ ছবিতে নওয়াজের চরিত্রের লুক দেখে হতবাক ফ্যানেরা ৷

Nawazuddin Siddiqui makes jaws drop with his Haddi first look
হাজির হাড্ডি ছবিতে নওয়াজউদ্দিনের প্রথম লুক
author img

By

Published : Aug 23, 2022, 7:11 PM IST

মুম্বই, 23 অগস্ট: আসন্ন রিভেঞ্জ ড্রামা 'হাড্ডি'-তে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী (Revenge Drama Haddi)৷ নিজের চরিত্র নিয়ে নানা ধরনের পরীক্ষানিরীক্ষা করতেই ভালোবাসেন এই অভিনেতা ৷ ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরতে দেখা যায় তাঁকে ৷ এবারও তাঁর চরিত্রের প্রথম লুক দেখে হকচকিয়ে গেলেন দর্শকরা ৷ আগেই জানা গিয়েছিল এই ছবিতে মহিলার চরিত্রে দেখা যাবে নওয়াজকে (Nawazuddin Siddiqui dressed as a woman)৷ তবে তা যে এমন হতে চলেছে হয়তো ভাবতে পারেননি ফ্যানেরাও (Nawazuddin Siddiqui upcoming films )৷

মঙ্গলবার নির্মাতাদের তরফে জারি করা হয়েছে একটি প্রেস বিজ্ঞপ্তি ৷ এই ছবির হাত ধরেই পরিচালনায় অভিষেক করতে চলেছেন পরিচালক অক্ষত অজয় ​​শর্মা ৷ জি স্টুডিয়োসের ব্যানারে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবির প্রযোজনার দায়িত্ব রয়েছে আনন্দিতা স্টুডিয়োসের রাধিকা নন্দা, সঞ্জয় সাহা এবং জি স্টুডিয়োসের ওপর ৷ উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, নয়ডা এবং পশ্চিম উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় শ্যুটিং হবে এই ছবির ৷

আরও পড়ুন: জানেন কি শামশেরার সোনার মোট সম্পদের পরিমাণ, ফ্লপ সত্ত্বেও কোটি টাকার মালকিন বাণী

নওয়াজের চরিত্রের প্রথম লুক এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ অনেকেই বলছেন অভিনেতাকে একেবারেই চেনা যাচ্ছে না তাঁর এই লুকে (Nawazuddin Siddiqui on His Haddi Look) ৷ এই চরিত্র নিয়ে বলতে গিয়ে নওয়াজ বলেন (Nawazuddin Siddiqui on Haddi role), "আমি এর আগে অনেক আকর্ষণীয় চরিত্রে অভিনয় করেছি ৷ কিন্তু হাড্ডি-র এই চরিত্রটি একটি স্পেশাল চরিত্র হতে চলেছে ৷ যেহেতু আমাকে এমন একটি রূপে দেখা যাবে যা আগে কেউ কখনওই দেখেনি ৷ এটা আমাকে একজন অভিনেতা হিসাবে আরও বেশি নিজেকে মেলে ধরতে সাহায্য করবে ৷ আমি এই ছবির শ্য়ুটিং শুরুর জন্য় উন্মুখ হয়ে আছি ৷"

মুম্বই, 23 অগস্ট: আসন্ন রিভেঞ্জ ড্রামা 'হাড্ডি'-তে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী (Revenge Drama Haddi)৷ নিজের চরিত্র নিয়ে নানা ধরনের পরীক্ষানিরীক্ষা করতেই ভালোবাসেন এই অভিনেতা ৷ ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরতে দেখা যায় তাঁকে ৷ এবারও তাঁর চরিত্রের প্রথম লুক দেখে হকচকিয়ে গেলেন দর্শকরা ৷ আগেই জানা গিয়েছিল এই ছবিতে মহিলার চরিত্রে দেখা যাবে নওয়াজকে (Nawazuddin Siddiqui dressed as a woman)৷ তবে তা যে এমন হতে চলেছে হয়তো ভাবতে পারেননি ফ্যানেরাও (Nawazuddin Siddiqui upcoming films )৷

মঙ্গলবার নির্মাতাদের তরফে জারি করা হয়েছে একটি প্রেস বিজ্ঞপ্তি ৷ এই ছবির হাত ধরেই পরিচালনায় অভিষেক করতে চলেছেন পরিচালক অক্ষত অজয় ​​শর্মা ৷ জি স্টুডিয়োসের ব্যানারে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবির প্রযোজনার দায়িত্ব রয়েছে আনন্দিতা স্টুডিয়োসের রাধিকা নন্দা, সঞ্জয় সাহা এবং জি স্টুডিয়োসের ওপর ৷ উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, নয়ডা এবং পশ্চিম উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় শ্যুটিং হবে এই ছবির ৷

আরও পড়ুন: জানেন কি শামশেরার সোনার মোট সম্পদের পরিমাণ, ফ্লপ সত্ত্বেও কোটি টাকার মালকিন বাণী

নওয়াজের চরিত্রের প্রথম লুক এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ অনেকেই বলছেন অভিনেতাকে একেবারেই চেনা যাচ্ছে না তাঁর এই লুকে (Nawazuddin Siddiqui on His Haddi Look) ৷ এই চরিত্র নিয়ে বলতে গিয়ে নওয়াজ বলেন (Nawazuddin Siddiqui on Haddi role), "আমি এর আগে অনেক আকর্ষণীয় চরিত্রে অভিনয় করেছি ৷ কিন্তু হাড্ডি-র এই চরিত্রটি একটি স্পেশাল চরিত্র হতে চলেছে ৷ যেহেতু আমাকে এমন একটি রূপে দেখা যাবে যা আগে কেউ কখনওই দেখেনি ৷ এটা আমাকে একজন অভিনেতা হিসাবে আরও বেশি নিজেকে মেলে ধরতে সাহায্য করবে ৷ আমি এই ছবির শ্য়ুটিং শুরুর জন্য় উন্মুখ হয়ে আছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.