ETV Bharat / entertainment

Oscar 2023: 'নাতু নাতু' নিয়ে কি গর্ব করা উচিত ? প্রশ্ন তুলে নেটিজেনদের ক্ষোভের মুখে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী - Actor Ananya trolled for criticizing Naatu Naatu

'নাতু নাতু' গানের অস্কার পাওয়ায় গর্ব করা উচিত কি না, প্রশ্ন তুললেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় (Ananya chatterjee) ৷ তাঁর এই মন্তব্যে রাগে ফুঁসছেন নেটিজেনরা ৷

Etv Bharat
নাতু নাতুর অস্কার জয় নিয়ে প্রশ্ন তুলে বিপাকে অভিনেত্রী
author img

By

Published : Mar 15, 2023, 10:45 PM IST

হায়দরাবাদ, 14 মার্চ: অস্কারের (Oscar 2023) মঞ্চে 'আরআরআর' ছবির 'নাতু নাতু' (Naatu Naatu) বিশ্বকে চিনিয়েছে ভারতীয় মিউজিকের ম্যাজিক ৷ প্রথম তেলুগু গান হিসাবে এই পুরস্কার সত্যিই আনন্দ এনে দেয় ৷ কিন্তু সত্যিই কী এতটা আনন্দ করা উচিত, প্রশ্ন তুলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বাংলার অনন্য়া চট্টোপাধ্যায় ৷ 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (95th Academy Award) 'নাতু নাতু' কে সেরা মৌলিক গান হিসাবে সম্মান দেওয়া নিয়ে অভিনেত্রী অনন্যা প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়ায় (Social Media) ৷ হলেন ট্রলডও ৷ (Actor Ananya trolled for criticizing Naatu Naatu) ৷

মঙ্গলবার ফেসবুক (Facebook Page of Ananya) পেজে অভিনেত্রী একটি পোস্ট করেছেন ৷ যে পোস্টে তিনি প্রশ্ন করেছেন সত্যিই তাঁর 'নাতু নাতু' নিয়ে গর্ব করা উচিত কি না ? তিনি লিখেছেন, ''আমি বুঝতে পারছি না, আমার গর্ব করা উচিত কি না ? আমরা কোথায় যাচ্ছি ? সবাই চুপ কেন ? আমাদের কি ভাঁড়ার খালি ? রাগ হচ্ছে ৷''

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অভিনেত্রীর এই পোস্টের পরেই শুরু হয় বিতর্ক ৷ কমেন্ট বক্সে অনেকেই তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন ৷ এই ধরনের মানসিকতাই যে বাংলার সংস্কৃতিকে ডুবিয়েছে, এমন মন্তব্যও করেছেন ৷ আবার একজন লিখেছেন, ''সমালোচনা করা বন্ধ করুন এবং ভালো ছবি করুন ৷ বাংলা ইন্ডাষ্ট্রির প্রায় 65 শতাংশ অভিনেতা-অভিনেত্রী রাজনীতিতে যোগ দিয়েছেন ৷ যার মধ্যে 25 শতাংশ আবার দুর্নীতির সঙ্গে যুক্ত ৷ তাই সমালোচনা করার আগে চটি-চাটা বাঙালিদের নিয়ে কথা বলুন ৷''

আরও পড়ুন: 'কিরাবানী-চন্দ্রবোসের হাতে অস্কার জীবনের সেরা মুহূর্ত', দেশে ফিরে জানালেন জুনিয়র এনটিআর

প্রসঙ্গত, লেডি গাগা (Lady Gaga) বা রিহানার মত পপ তারকাদের পিছনে ফেলে অস্কার জিতে নিয়েছে তেলুগু গান 'নাতু নাতু' ৷ পরিচালক এসএস রাজামৌলির এই ছবির গান তথা সম্মান ভারতীয় সিনেমাকে বিশ্ব দরবারে আরও উঁচু জায়গায় নিয়ে গিয়েছে ৷

হায়দরাবাদ, 14 মার্চ: অস্কারের (Oscar 2023) মঞ্চে 'আরআরআর' ছবির 'নাতু নাতু' (Naatu Naatu) বিশ্বকে চিনিয়েছে ভারতীয় মিউজিকের ম্যাজিক ৷ প্রথম তেলুগু গান হিসাবে এই পুরস্কার সত্যিই আনন্দ এনে দেয় ৷ কিন্তু সত্যিই কী এতটা আনন্দ করা উচিত, প্রশ্ন তুলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বাংলার অনন্য়া চট্টোপাধ্যায় ৷ 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (95th Academy Award) 'নাতু নাতু' কে সেরা মৌলিক গান হিসাবে সম্মান দেওয়া নিয়ে অভিনেত্রী অনন্যা প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়ায় (Social Media) ৷ হলেন ট্রলডও ৷ (Actor Ananya trolled for criticizing Naatu Naatu) ৷

মঙ্গলবার ফেসবুক (Facebook Page of Ananya) পেজে অভিনেত্রী একটি পোস্ট করেছেন ৷ যে পোস্টে তিনি প্রশ্ন করেছেন সত্যিই তাঁর 'নাতু নাতু' নিয়ে গর্ব করা উচিত কি না ? তিনি লিখেছেন, ''আমি বুঝতে পারছি না, আমার গর্ব করা উচিত কি না ? আমরা কোথায় যাচ্ছি ? সবাই চুপ কেন ? আমাদের কি ভাঁড়ার খালি ? রাগ হচ্ছে ৷''

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অভিনেত্রীর এই পোস্টের পরেই শুরু হয় বিতর্ক ৷ কমেন্ট বক্সে অনেকেই তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন ৷ এই ধরনের মানসিকতাই যে বাংলার সংস্কৃতিকে ডুবিয়েছে, এমন মন্তব্যও করেছেন ৷ আবার একজন লিখেছেন, ''সমালোচনা করা বন্ধ করুন এবং ভালো ছবি করুন ৷ বাংলা ইন্ডাষ্ট্রির প্রায় 65 শতাংশ অভিনেতা-অভিনেত্রী রাজনীতিতে যোগ দিয়েছেন ৷ যার মধ্যে 25 শতাংশ আবার দুর্নীতির সঙ্গে যুক্ত ৷ তাই সমালোচনা করার আগে চটি-চাটা বাঙালিদের নিয়ে কথা বলুন ৷''

আরও পড়ুন: 'কিরাবানী-চন্দ্রবোসের হাতে অস্কার জীবনের সেরা মুহূর্ত', দেশে ফিরে জানালেন জুনিয়র এনটিআর

প্রসঙ্গত, লেডি গাগা (Lady Gaga) বা রিহানার মত পপ তারকাদের পিছনে ফেলে অস্কার জিতে নিয়েছে তেলুগু গান 'নাতু নাতু' ৷ পরিচালক এসএস রাজামৌলির এই ছবির গান তথা সম্মান ভারতীয় সিনেমাকে বিশ্ব দরবারে আরও উঁচু জায়গায় নিয়ে গিয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.