ETV Bharat / entertainment

PM Modi Garba Song: প্রধানমন্ত্রীর লেখনীতে গরবা, কণ্ঠ দিলেন ধ্বানী ভানুশালী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা 'গরবা' গানে কণ্ঠ দিলেন ধ্বানী ভানুশালী ৷ বহুদিন আগে লেখা একটি গরবা গানের লিরিক্সকে নতুন রূপে প্রকাশ্যে আনলেন সঙ্গীত শিল্পী ধ্বানী ভানুশালী ও তনিষ্ক বাগচী ৷ শেয়ার করলেন প্রধানমন্ত্রীর সঙ্গেও ৷ তিনিও জানালেন খুব শীঘ্রই তাঁর লেখা গরবার নতুন গান নবরাত্রি চলাকালীন আসবে প্রকাশ্যে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 12:31 PM IST

Etv Bharat
প্রধানমন্ত্রীর লেখনীতে গরবা

হায়দরাবাদ, 14 অক্টোবর: অনেকদিন পর কলম ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার একটি গরবা গানের ভিডিয়ো শেয়ার করে প্রধানমন্ত্রী জানালেন নবরাত্রি চলাকালীন তাঁর লেখা গরবা গান আসবে প্রকাশ্যে ৷ সোশাল মিডিয়ায় এমন খবর আসতেই প্রধানমন্ত্রীর অ-দেখা রূপ দেখতে আগ্রহী সকলেই ৷ এমনিতেই, প্রধানমন্ত্রীকে নানা রূপে পাওয়া যায় ৷ কখনও তিনি হারিয়ে যান প্রকৃতির মাঝে, কখনও আবার জনসভার শুরুতেই উদ্ধৃত করেন প্রিয় কবিতার লাইন ৷ তবে তিনি নিজেই যে গুজরাতের লোকগান লিখতেন, তা বড় একটা কেউ জানতেন না ৷ এবার সে কথাই প্রকাশ্যে এল ৷

শনিবার মহালয়া আর রবিবার থেকে শুরু হচ্ছে নবরাত্রি ৷ চলবে 23 অক্টোবর পর্যন্ত ৷ দেশের বিভিন্ন প্রান্তে নবরাত্রি এই কয়েকদিন বেশ ধুমধাম করে পালন করা হয় ৷ এই ন'দিন ধরে গরবা নাচের অনুষ্ঠানে সকলেই অংশগ্রহণ করে থাকেন ৷ গায়িকা ধ্বানি ভানুশালী নবরাত্রির শুভদিনকে সামনে রেখে শনিবার প্রকাশ্যে আনেন নতুন গান 'গরবো' ৷ যা লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গানে যেখানে গুজরাতের অন্যতম অনুষ্ঠান গরবাকে সামনে রেখে তুলে ধরেছেন তিনি ৷ যা তিনি ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ৷

এক্স (টুইটার)-এ লেখেন, "প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, আমি ও তানিষ্ক বাগচি আপনার লেখা নিয়ে গরবা গান বানিয়েছি ৷ ফ্রেশ রিদম, কম্পোজিশন ও ফ্লেভার রয়েছে এই গানে ৷ আমাদের সাহায্য করুন এই গান সকলের সামনে আনার জন্য ৷"

  • Thank you @dhvanivinod, Tanishk Bagchi and the team of @Jjust_Music for this lovely rendition of a Garba I had penned years ago! It does bring back many memories. I have not written for many years now but I did manage to write a new Garba over the last few days, which I will… https://t.co/WAALGzAfnc

    — Narendra Modi (@narendramodi) October 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই পোস্ট প্রকাশ্যে আসার পর তা শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "ধন্যবাদ ধ্বানি ভানুশালী, তনিষ্ক বাগচী ও জেজাস্ট মিউজিকে আমার লেখা গরবার লিরিক্স এইভাবে তুলে ধরার জন্য ৷ এই গান আমার অনেক স্মৃতি উসকে দিয়েছে ৷ আমি বিগত অনেক বছর আর লিখিনি ৷ কিন্তু এবার বিগত কয়েকদিন আমি নতুন একটি গরবা লেখার জন্য সময় বের করে নিয়েছিলাম ৷ যেটা আমি নবরাত্রি চলাকালীন সকলের সঙ্গে ভাগ করে নেব ৷ হ্যাশট্যাগ সোলফুল গরবা ৷"

আরও পড়ুন: ভারত-পাকিস্তান মহারণে 'শ্যাম বাহাদুর' ছবির টিজার

হায়দরাবাদ, 14 অক্টোবর: অনেকদিন পর কলম ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার একটি গরবা গানের ভিডিয়ো শেয়ার করে প্রধানমন্ত্রী জানালেন নবরাত্রি চলাকালীন তাঁর লেখা গরবা গান আসবে প্রকাশ্যে ৷ সোশাল মিডিয়ায় এমন খবর আসতেই প্রধানমন্ত্রীর অ-দেখা রূপ দেখতে আগ্রহী সকলেই ৷ এমনিতেই, প্রধানমন্ত্রীকে নানা রূপে পাওয়া যায় ৷ কখনও তিনি হারিয়ে যান প্রকৃতির মাঝে, কখনও আবার জনসভার শুরুতেই উদ্ধৃত করেন প্রিয় কবিতার লাইন ৷ তবে তিনি নিজেই যে গুজরাতের লোকগান লিখতেন, তা বড় একটা কেউ জানতেন না ৷ এবার সে কথাই প্রকাশ্যে এল ৷

শনিবার মহালয়া আর রবিবার থেকে শুরু হচ্ছে নবরাত্রি ৷ চলবে 23 অক্টোবর পর্যন্ত ৷ দেশের বিভিন্ন প্রান্তে নবরাত্রি এই কয়েকদিন বেশ ধুমধাম করে পালন করা হয় ৷ এই ন'দিন ধরে গরবা নাচের অনুষ্ঠানে সকলেই অংশগ্রহণ করে থাকেন ৷ গায়িকা ধ্বানি ভানুশালী নবরাত্রির শুভদিনকে সামনে রেখে শনিবার প্রকাশ্যে আনেন নতুন গান 'গরবো' ৷ যা লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গানে যেখানে গুজরাতের অন্যতম অনুষ্ঠান গরবাকে সামনে রেখে তুলে ধরেছেন তিনি ৷ যা তিনি ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ৷

এক্স (টুইটার)-এ লেখেন, "প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, আমি ও তানিষ্ক বাগচি আপনার লেখা নিয়ে গরবা গান বানিয়েছি ৷ ফ্রেশ রিদম, কম্পোজিশন ও ফ্লেভার রয়েছে এই গানে ৷ আমাদের সাহায্য করুন এই গান সকলের সামনে আনার জন্য ৷"

  • Thank you @dhvanivinod, Tanishk Bagchi and the team of @Jjust_Music for this lovely rendition of a Garba I had penned years ago! It does bring back many memories. I have not written for many years now but I did manage to write a new Garba over the last few days, which I will… https://t.co/WAALGzAfnc

    — Narendra Modi (@narendramodi) October 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই পোস্ট প্রকাশ্যে আসার পর তা শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "ধন্যবাদ ধ্বানি ভানুশালী, তনিষ্ক বাগচী ও জেজাস্ট মিউজিকে আমার লেখা গরবার লিরিক্স এইভাবে তুলে ধরার জন্য ৷ এই গান আমার অনেক স্মৃতি উসকে দিয়েছে ৷ আমি বিগত অনেক বছর আর লিখিনি ৷ কিন্তু এবার বিগত কয়েকদিন আমি নতুন একটি গরবা লেখার জন্য সময় বের করে নিয়েছিলাম ৷ যেটা আমি নবরাত্রি চলাকালীন সকলের সঙ্গে ভাগ করে নেব ৷ হ্যাশট্যাগ সোলফুল গরবা ৷"

আরও পড়ুন: ভারত-পাকিস্তান মহারণে 'শ্যাম বাহাদুর' ছবির টিজার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.