ETV Bharat / entertainment

Nandita Roy Hospitalized: অসুস্থতার জেরে হাসপাতালে নন্দিতা রায়, ছুটি পেতে পারেন মঙ্গলবার - হাসপাতালে ভর্তি পরিচালক নন্দিতা রায়

ইনফ্লুয়েঞ্জার জেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রযোজক-পরিচালক নন্দিতা রায় । হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে ।

Nandita Roy Hospitalized
হাসপাতালে ভর্তি পরিচালক নন্দিতা রায়
author img

By

Published : May 13, 2023, 12:15 PM IST

Updated : May 13, 2023, 8:49 PM IST

কলকাতা, 13 মে: অসুস্থ প্রযোজক-পরিচালক নন্দিতা রায় । জানা গিয়েছে ধুম জ্বর নিয়ে এই মুহূর্তে হাসপাতালে ভরতি রয়েছেন তিনি । অবশ্য় তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। ইতিমধ্যে হাজির হয়েছে তাঁর আর শিবপ্রসাদের নতুন হিন্দি ছবি 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী'র পোস্টার । আসলে শুক্রবার উইন্ডোজ প্রোডাকশনের 'ফাটাফাটি' ছবির প্রিমিয়ারে তাঁকে পাওয়া যায়নি ৷ তারপরই জানা যায় তাঁর অসুস্থতার খবর ৷

শুক্রবার ছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় প্রযোজিত, অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'ফাটাফাটি'র মুক্তির দিন । দক্ষিণ কলকাতার একটি প্রেক্ষাগৃহে ছিল ছবির প্রিমিয়ার । আর সেখানে হাজির ছিলেন না প্রযোজক নন্দিতা রায় । অবশেষে জানা যায়, ইনফ্লুয়েঞ্জার কারণে জ্বর এসেছে তাঁর । আর তাই তাঁকে হাসপাতালে ভরতি করানো হয়েছে । তবে, ভয়ের কোনও কারণ নেই । আগামী মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে তাঁর ঘনিষ্ঠ সূত্রে ।
উল্লেখ্য, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনায় এই পুজোতেই আসছে নতুন বাংলা ছবি 'রক্তবীজ' । সেখানে অভিনয় করতে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী সহ আরও অনেককে । বলাবাহুল্য, পরিচালনা এবং প্রযোজনা দুই ক্ষেত্রেই সফল নন্দিতা রায় ।

12 মে একদিকে যেমন মুক্তি পেয়েছে 'ফাটাফাটি' তেমনই এই সপ্তাহেই প্রকাশ্যে এসেছে শিবপ্রসাদ এবং নন্দিতা জুটি পরিচালিত প্রথম হিন্দি ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’র পোস্টার । এই ছবিতেও অভিনয় করতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে । এই ছবি আসলে 2017 সালে মুক্তিপ্রাপ্ত মিমি চক্রবর্তী এবং যিশু সেনগুপ্ত জুটির 'পোস্ত' ছবির হিন্দি সংস্করণ । তবে, এই ছবির আঙ্গিক একটু আলাদা । ছবিতে অন্যান্য ভূমিকায় রয়েছেন পরেশ রাওয়াল এবং নীনা কুলকার্নি-সহ আরও অনেকে । উল্লেখ্য, নন্দিতা রায় এর আগে বলিউডে কাজ করলেও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিউড সফর এই ছবির মাধ্যমেই শুরু হল।

আরও পড়ুন: ফুলে আলোয় সাজল রাঘবের বাসভবন, কখন পরিনীতির আঙুলে আংটি পরাবেন আপ নেতা?

কলকাতা, 13 মে: অসুস্থ প্রযোজক-পরিচালক নন্দিতা রায় । জানা গিয়েছে ধুম জ্বর নিয়ে এই মুহূর্তে হাসপাতালে ভরতি রয়েছেন তিনি । অবশ্য় তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। ইতিমধ্যে হাজির হয়েছে তাঁর আর শিবপ্রসাদের নতুন হিন্দি ছবি 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী'র পোস্টার । আসলে শুক্রবার উইন্ডোজ প্রোডাকশনের 'ফাটাফাটি' ছবির প্রিমিয়ারে তাঁকে পাওয়া যায়নি ৷ তারপরই জানা যায় তাঁর অসুস্থতার খবর ৷

শুক্রবার ছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় প্রযোজিত, অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'ফাটাফাটি'র মুক্তির দিন । দক্ষিণ কলকাতার একটি প্রেক্ষাগৃহে ছিল ছবির প্রিমিয়ার । আর সেখানে হাজির ছিলেন না প্রযোজক নন্দিতা রায় । অবশেষে জানা যায়, ইনফ্লুয়েঞ্জার কারণে জ্বর এসেছে তাঁর । আর তাই তাঁকে হাসপাতালে ভরতি করানো হয়েছে । তবে, ভয়ের কোনও কারণ নেই । আগামী মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে তাঁর ঘনিষ্ঠ সূত্রে ।
উল্লেখ্য, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনায় এই পুজোতেই আসছে নতুন বাংলা ছবি 'রক্তবীজ' । সেখানে অভিনয় করতে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী সহ আরও অনেককে । বলাবাহুল্য, পরিচালনা এবং প্রযোজনা দুই ক্ষেত্রেই সফল নন্দিতা রায় ।

12 মে একদিকে যেমন মুক্তি পেয়েছে 'ফাটাফাটি' তেমনই এই সপ্তাহেই প্রকাশ্যে এসেছে শিবপ্রসাদ এবং নন্দিতা জুটি পরিচালিত প্রথম হিন্দি ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’র পোস্টার । এই ছবিতেও অভিনয় করতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে । এই ছবি আসলে 2017 সালে মুক্তিপ্রাপ্ত মিমি চক্রবর্তী এবং যিশু সেনগুপ্ত জুটির 'পোস্ত' ছবির হিন্দি সংস্করণ । তবে, এই ছবির আঙ্গিক একটু আলাদা । ছবিতে অন্যান্য ভূমিকায় রয়েছেন পরেশ রাওয়াল এবং নীনা কুলকার্নি-সহ আরও অনেকে । উল্লেখ্য, নন্দিতা রায় এর আগে বলিউডে কাজ করলেও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিউড সফর এই ছবির মাধ্যমেই শুরু হল।

আরও পড়ুন: ফুলে আলোয় সাজল রাঘবের বাসভবন, কখন পরিনীতির আঙুলে আংটি পরাবেন আপ নেতা?

Last Updated : May 13, 2023, 8:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.