ETV Bharat / entertainment

Custody on OTT: প্রেক্ষাগৃহে মন জিততে ব্যর্থ, ওটিটিতে কি ভাগ্য ফিরবে? আসছে নাগার 'কাস্টডি'

চলতি মাসেই ওটিটিতে মুক্তি পেতে চলেছে নাগা চৈতন্য়র নতুন ছবি 'কাস্টডি' ৷ প্রেক্ষাগৃহে খুব একটা সাড়া ফেলতে পারেনি এই ছবি ৷ এখন ওটিটিতে ভাগ্য় ফিরবে কি? উত্তর দেবে সময় ৷

author img

By

Published : Jun 7, 2023, 7:55 PM IST

Custody on OTT
9 জুন ওটটিতে আসছে নাগার কাস্টডি

হায়দরাবাদ, 7 জুন: আমিরের সঙ্গে 'লাল সিং চাড্ডা' ছবিতে বিশেষ ভূমিকায় অভিনয় করেছিলেন দক্ষিণি অভিনেতা নাগা চৈতন্য় ৷ সেই ছবি অবশ্য় খুব একটা সাফল্য পায়নি ৷ এবার আরও একবার দেশ জুড়ে বক্স অফিসে নতুন প্রজেক্ট নিয়ে হাজির হলেন নাগা ৷ বুধবার প্রাইম ভিডিয়োর তরফে জানানো হয়েছে আগমী 9 জুন স্ট্রিমিং শুরু হতে চলেছে নাগার নতুন প্রজেক্ট 'কাস্টডি' ৷ যদিও এই অভিনেতার হিন্দি ভাষী অনুরাগীদের জন্য় কিছুটা দুঃসংবাদ রয়েছে ৷ কারণ ছবিটি মুক্তি পাবে তেলেগু এবং তামিল ভাষায় ৷ তার সঙ্গে ডাবিং করা হয়েছে মালয়ালাম এবং কন্নড় ভাষাতেও ৷

ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন ভেঙ্কট প্রভু ৷ গল্পও লিখেছেন তিনি ৷ আর প্রযোজনার দায়িত্ব সামলেছেন শ্রীনিবাস চিতুরী ৷ নাগা চৈতন্য ছাড়াও ছবিতে দেখা গিয়েছে কৃতি শেট্টি এবং অরবিন্দ স্বামীকে ৷ শুধু ভারত নয় ভারত-সহ মোট 240টি দেশে একসঙ্গে স্ট্রিমিং শুরু হবে এই ছবির ৷ গত মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 'কাস্টডি' ৷ তবে খুব বেশি সাড়া ফেলতে পারেনি এই ছবি ৷

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ছবিটির বাজেট ছিল প্রায় 30 কোটি টাকা ৷ আর বক্স অফিসে এই ছবির আয় করেছে মাত্র 26.73 কোটি টাকা ৷ এই ছবির গল্প তৈরি হয়েছে শিবা নামের এক কনস্টেবলকে কেন্দ্র করে ৷ তার ওপর দায়িত্ব দেওয়া হয় কুখ্য়াত গুণ্ডা রাজুকে জেল থেকে বেঙ্গালুরু কোর্টে নিয়ে যাওয়ার ৷ শিবা জানত না আদতে রাজু একজন বর্ষীয়ান রাজনৈতিক নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রধান সাক্ষী ৷ ফলে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে বদ্ধ পরিকর অনেকেই ৷ তারা শিবাকেও যে ছাড়বে না তা সে বুঝতে পারে বেশ দেরিতে ৷ এখন শিবা কী পারবে তাকে কোর্টরুমে পৌঁছে দিতে সেটাই দেখার এই ছবিতে ৷
আরও পড়ুন: পেশা বদলে বড়পর্দায় ফিরছেন শুভঙ্কর সান্যাল, চলতি মাসেই আসছে 'অপরাজেয়'

এই ছবি এখন ওটিটিতে কেমন ফল করে সেটাই দেখার ৷ অন্য়দিকে, সম্প্রতি খবর মিলেছিল এরপর নাকি কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া 2' ছবির দক্ষিণি রিমেকে অভিনয় করবেন নাগা চৈতন্য় ৷ তবে নাগার দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এমন কোন কাজ হাতে নেই অভিনতার ৷ তাঁর সম্পর্কে প্রচারিত হওয়া এই খবর সম্পূর্ণ ভুয়ো ৷

হায়দরাবাদ, 7 জুন: আমিরের সঙ্গে 'লাল সিং চাড্ডা' ছবিতে বিশেষ ভূমিকায় অভিনয় করেছিলেন দক্ষিণি অভিনেতা নাগা চৈতন্য় ৷ সেই ছবি অবশ্য় খুব একটা সাফল্য পায়নি ৷ এবার আরও একবার দেশ জুড়ে বক্স অফিসে নতুন প্রজেক্ট নিয়ে হাজির হলেন নাগা ৷ বুধবার প্রাইম ভিডিয়োর তরফে জানানো হয়েছে আগমী 9 জুন স্ট্রিমিং শুরু হতে চলেছে নাগার নতুন প্রজেক্ট 'কাস্টডি' ৷ যদিও এই অভিনেতার হিন্দি ভাষী অনুরাগীদের জন্য় কিছুটা দুঃসংবাদ রয়েছে ৷ কারণ ছবিটি মুক্তি পাবে তেলেগু এবং তামিল ভাষায় ৷ তার সঙ্গে ডাবিং করা হয়েছে মালয়ালাম এবং কন্নড় ভাষাতেও ৷

ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন ভেঙ্কট প্রভু ৷ গল্পও লিখেছেন তিনি ৷ আর প্রযোজনার দায়িত্ব সামলেছেন শ্রীনিবাস চিতুরী ৷ নাগা চৈতন্য ছাড়াও ছবিতে দেখা গিয়েছে কৃতি শেট্টি এবং অরবিন্দ স্বামীকে ৷ শুধু ভারত নয় ভারত-সহ মোট 240টি দেশে একসঙ্গে স্ট্রিমিং শুরু হবে এই ছবির ৷ গত মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 'কাস্টডি' ৷ তবে খুব বেশি সাড়া ফেলতে পারেনি এই ছবি ৷

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ছবিটির বাজেট ছিল প্রায় 30 কোটি টাকা ৷ আর বক্স অফিসে এই ছবির আয় করেছে মাত্র 26.73 কোটি টাকা ৷ এই ছবির গল্প তৈরি হয়েছে শিবা নামের এক কনস্টেবলকে কেন্দ্র করে ৷ তার ওপর দায়িত্ব দেওয়া হয় কুখ্য়াত গুণ্ডা রাজুকে জেল থেকে বেঙ্গালুরু কোর্টে নিয়ে যাওয়ার ৷ শিবা জানত না আদতে রাজু একজন বর্ষীয়ান রাজনৈতিক নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রধান সাক্ষী ৷ ফলে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে বদ্ধ পরিকর অনেকেই ৷ তারা শিবাকেও যে ছাড়বে না তা সে বুঝতে পারে বেশ দেরিতে ৷ এখন শিবা কী পারবে তাকে কোর্টরুমে পৌঁছে দিতে সেটাই দেখার এই ছবিতে ৷
আরও পড়ুন: পেশা বদলে বড়পর্দায় ফিরছেন শুভঙ্কর সান্যাল, চলতি মাসেই আসছে 'অপরাজেয়'

এই ছবি এখন ওটিটিতে কেমন ফল করে সেটাই দেখার ৷ অন্য়দিকে, সম্প্রতি খবর মিলেছিল এরপর নাকি কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া 2' ছবির দক্ষিণি রিমেকে অভিনয় করবেন নাগা চৈতন্য় ৷ তবে নাগার দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এমন কোন কাজ হাতে নেই অভিনতার ৷ তাঁর সম্পর্কে প্রচারিত হওয়া এই খবর সম্পূর্ণ ভুয়ো ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.