কলকাতা, 5 মে: বিশপ লেফ্রয় রোডের রায় এই বাড়ির ঠিকানাটা প্রায় সমস্ত বাঙালির কাছেই অতিপরিচিত । এই বাড়ির প্রতি শ্রদ্ধাও অপরিসীম । ধর্মপ্রাণ মানুষের কাছে তীর্থস্থানের মাহাত্ম্য আর বাঙালির রায়বাড়ির প্রতি আবেগে বিশেষ তারতম্য নেই ৷ নিজের জীবনের 58টি বসন্ত পেরিয়ে প্রথমবার এই বাড়িতে এলেন সঙ্গীত শিল্পী নচিকেতা । উদ্দেশ্য নতুনে গানের মুক্তি ।
সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে গীতিকার ও সুরকার অভিজিৎ পালের একটি গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী । যার শিরোনাম, 'তোপসের গান' । সন্দীপ রায়ের বিশেষ ইচ্ছাতেই গানটি মুক্তি পেল সত্যজিৎ রায়ের বাড়িতে । এই গান গেয়ে সঙ্গীত শিল্পী নচিকেতার প্রাথমিক প্রতিক্রিয়া "আমি ছোট থেকে তোপসেই হতে চেয়েছিলাম ।"এর আগে সন্দীপ রায়ের সঙ্গে তেমন ভাবে আলাপ গড়ে ওঠেনি নচিকেতার । দু'জনেই বিশেষ পরিচিত দু'জনের কাজ সম্পর্কে ৷ অথচ তেমন আড্ডার সুযোগ হয়নি। এই প্রথমবার এল সেই সুযোগ ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সত্যজিৎ রায়ের জন্মদিনের ঠিক পরের দিন এই গান মুক্তি উপলক্ষে রায় বাড়িতে এলেন গায়ক । নচিকেতা বলেন, "আমি প্রথমে বিশ্বাস করছিলাম না । সারা রাস্তা অভিজিতকে জিজ্ঞেস করেছি । শেষে যখন সত্যি এই বাড়িটায় এসে পৌঁছালাম, শিহরিত হলাম । আমি তাই এসে লিফট ব্যবহার করিনি । তীর্থক্ষেত্রে যেতে মানুষ কত কষ্ট করে । আমিও তাই সিঁড়ি বেয়ে উঠেছি ।"