ETV Bharat / entertainment

Nachiketa New Song: 'আমি তোপসে হতেই চেয়েছিলাম', গানে গানে দাবি নচিকেতার

সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানাতে নতুন গান গাইলেন নচিকেতা ৷ নতুন গান প্রকাশ্যে আনতে দক্ষিণ কলকাতার রায় বাড়িকেই বেছে নিলেন গায়ক। কথা বললেন সন্দীপ রায়ের সঙ্গেও।

Nachiketa New Song on Satyajit
সত্যজিৎকে শ্রদ্ধা জানিয়ে নতুন গান গাইলেন নচিকেতা
author img

By

Published : May 5, 2023, 12:50 PM IST

কলকাতা, 5 মে: বিশপ লেফ্রয় রোডের রায় এই বাড়ির ঠিকানাটা প্রায় সমস্ত বাঙালির কাছেই অতিপরিচিত । এই বাড়ির প্রতি শ্রদ্ধাও অপরিসীম । ধর্মপ্রাণ মানুষের কাছে তীর্থস্থানের মাহাত্ম্য আর বাঙালির রায়বাড়ির প্রতি আবেগে বিশেষ তারতম্য নেই ৷ নিজের জীবনের 58টি বসন্ত পেরিয়ে প্রথমবার এই বাড়িতে এলেন সঙ্গীত শিল্পী নচিকেতা । উদ্দেশ্য নতুনে গানের মুক্তি ।

সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে গীতিকার ও সুরকার অভিজিৎ পালের একটি গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী । যার শিরোনাম, 'তোপসের গান' । সন্দীপ রায়ের বিশেষ ইচ্ছাতেই গানটি মুক্তি পেল সত্যজিৎ রায়ের বাড়িতে । এই গান গেয়ে সঙ্গীত শিল্পী নচিকেতার প্রাথমিক প্রতিক্রিয়া "আমি ছোট থেকে তোপসেই হতে চেয়েছিলাম ।"এর আগে সন্দীপ রায়ের সঙ্গে তেমন ভাবে আলাপ গড়ে ওঠেনি নচিকেতার । দু'জনেই বিশেষ পরিচিত দু'জনের কাজ সম্পর্কে ৷ অথচ তেমন আড্ডার সুযোগ হয়নি। এই প্রথমবার এল সেই সুযোগ ৷

সত্যজিৎ রায়ের জন্মদিনের ঠিক পরের দিন এই গান মুক্তি উপলক্ষে রায় বাড়িতে এলেন গায়ক । নচিকেতা বলেন, "আমি প্রথমে বিশ্বাস করছিলাম না । সারা রাস্তা অভিজিতকে জিজ্ঞেস করেছি । শেষে যখন সত্যি এই বাড়িটায় এসে পৌঁছালাম, শিহরিত হলাম । আমি তাই এসে লিফট ব্যবহার করিনি । তীর্থক্ষেত্রে যেতে মানুষ কত কষ্ট করে । আমিও তাই সিঁড়ি বেয়ে উঠেছি ।"

Nachiketa New Song
সত্যজিৎ স্মরণে নতুন গান গাইলেন নচিকেতা
সন্দীপ রায়ের প্রসঙ্গে বলতে নচিকেতা বলেন, "বাবুদার সঙ্গে একবার আলাপ হয়েছিল । সেটা বাবুদার না-মনে থাকারই কথা ।" নচিকেতা নিজে সঙ্গীতশিল্পী হলেও গল্প, উপন্যাসও লেখেন। তাঁর চারটি বই যথেষ্ট আলোড়ন ফেলেছে । রহস্য রোমাঞ্চ লিখতেই বেশি ভালোবাসেন তিনি । কথা প্রসঙ্গে উঠল সত্যজিৎ রায়ের প্রসঙ্গ । নচিকেতা বলেন "সত্যজিৎ রায়ের সব গল্প ।আমার ঠোঁটস্থ । শুধু নাম বললেই গল্পটা বলে দেব ।" সন্দীপ রায়ের বানানো 'বোম্বাইয়ের বম্বেটে' খুব ভালো লেগেছে বলে জানান নচিকেতা । এর আগেও সত্যজিৎকে নিয়ে গান গেয়েছিলেন নচিকেতা ৷ সে গানে একইসঙ্গে গলা দিয়েছিলেন অঞ্জন দত্ত, কবীর সুমনও ৷ গানটির শিরোনাম ছিল, 'ফেলুদার গান' ৷আর নচিকেতার এবারের 'তোপসের গান' নিয়ে সন্দীপ রায় বলেন, "আসলে আমরা সবাই তোপসে । ফেলুদা সত্যজিৎ রায় ।" তাঁর আগামী জন্মদিনে তাঁকে নিয়ে এবার নিজেই গান লিখতে চান নচিকেতাও । নিজেই গান লিখে, সুর করে গেয়ে সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানাতে চান তিনি । একথা শুনে সন্দীপ রায়ের উচ্ছসিত মন্তব্য, আবার তবে এই বাড়িতেই জমে উঠবে সেই গানের রিলিজের আড্ডা। আরও পড়ুন: সাইকেল রেস জিততে প্রস্তত অনুপম, আসছে 'বিজয় 69'

কলকাতা, 5 মে: বিশপ লেফ্রয় রোডের রায় এই বাড়ির ঠিকানাটা প্রায় সমস্ত বাঙালির কাছেই অতিপরিচিত । এই বাড়ির প্রতি শ্রদ্ধাও অপরিসীম । ধর্মপ্রাণ মানুষের কাছে তীর্থস্থানের মাহাত্ম্য আর বাঙালির রায়বাড়ির প্রতি আবেগে বিশেষ তারতম্য নেই ৷ নিজের জীবনের 58টি বসন্ত পেরিয়ে প্রথমবার এই বাড়িতে এলেন সঙ্গীত শিল্পী নচিকেতা । উদ্দেশ্য নতুনে গানের মুক্তি ।

সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে গীতিকার ও সুরকার অভিজিৎ পালের একটি গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী । যার শিরোনাম, 'তোপসের গান' । সন্দীপ রায়ের বিশেষ ইচ্ছাতেই গানটি মুক্তি পেল সত্যজিৎ রায়ের বাড়িতে । এই গান গেয়ে সঙ্গীত শিল্পী নচিকেতার প্রাথমিক প্রতিক্রিয়া "আমি ছোট থেকে তোপসেই হতে চেয়েছিলাম ।"এর আগে সন্দীপ রায়ের সঙ্গে তেমন ভাবে আলাপ গড়ে ওঠেনি নচিকেতার । দু'জনেই বিশেষ পরিচিত দু'জনের কাজ সম্পর্কে ৷ অথচ তেমন আড্ডার সুযোগ হয়নি। এই প্রথমবার এল সেই সুযোগ ৷

সত্যজিৎ রায়ের জন্মদিনের ঠিক পরের দিন এই গান মুক্তি উপলক্ষে রায় বাড়িতে এলেন গায়ক । নচিকেতা বলেন, "আমি প্রথমে বিশ্বাস করছিলাম না । সারা রাস্তা অভিজিতকে জিজ্ঞেস করেছি । শেষে যখন সত্যি এই বাড়িটায় এসে পৌঁছালাম, শিহরিত হলাম । আমি তাই এসে লিফট ব্যবহার করিনি । তীর্থক্ষেত্রে যেতে মানুষ কত কষ্ট করে । আমিও তাই সিঁড়ি বেয়ে উঠেছি ।"

Nachiketa New Song
সত্যজিৎ স্মরণে নতুন গান গাইলেন নচিকেতা
সন্দীপ রায়ের প্রসঙ্গে বলতে নচিকেতা বলেন, "বাবুদার সঙ্গে একবার আলাপ হয়েছিল । সেটা বাবুদার না-মনে থাকারই কথা ।" নচিকেতা নিজে সঙ্গীতশিল্পী হলেও গল্প, উপন্যাসও লেখেন। তাঁর চারটি বই যথেষ্ট আলোড়ন ফেলেছে । রহস্য রোমাঞ্চ লিখতেই বেশি ভালোবাসেন তিনি । কথা প্রসঙ্গে উঠল সত্যজিৎ রায়ের প্রসঙ্গ । নচিকেতা বলেন "সত্যজিৎ রায়ের সব গল্প ।আমার ঠোঁটস্থ । শুধু নাম বললেই গল্পটা বলে দেব ।" সন্দীপ রায়ের বানানো 'বোম্বাইয়ের বম্বেটে' খুব ভালো লেগেছে বলে জানান নচিকেতা । এর আগেও সত্যজিৎকে নিয়ে গান গেয়েছিলেন নচিকেতা ৷ সে গানে একইসঙ্গে গলা দিয়েছিলেন অঞ্জন দত্ত, কবীর সুমনও ৷ গানটির শিরোনাম ছিল, 'ফেলুদার গান' ৷আর নচিকেতার এবারের 'তোপসের গান' নিয়ে সন্দীপ রায় বলেন, "আসলে আমরা সবাই তোপসে । ফেলুদা সত্যজিৎ রায় ।" তাঁর আগামী জন্মদিনে তাঁকে নিয়ে এবার নিজেই গান লিখতে চান নচিকেতাও । নিজেই গান লিখে, সুর করে গেয়ে সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানাতে চান তিনি । একথা শুনে সন্দীপ রায়ের উচ্ছসিত মন্তব্য, আবার তবে এই বাড়িতেই জমে উঠবে সেই গানের রিলিজের আড্ডা। আরও পড়ুন: সাইকেল রেস জিততে প্রস্তত অনুপম, আসছে 'বিজয় 69'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.