ETV Bharat / entertainment

Oscar 2023: অস্কার জিতে ইতিহাস গড়ল 'নাতু নাতু' - Naatu Naatu song from RRR wins oscars 2023

গর্বিত দেশ ৷ অস্কার এনে দিল 'নাতু নাতু' (Naatu Naatu Wins Oscar)৷ আরও একবার এই গানের নাচে মাতল লস অ্যাঞ্জেলেস ৷ মাতল সারা বিশ্বও ৷

Etv Bharat
অস্কার জিতল নাতু নাতু
author img

By

Published : Mar 13, 2023, 8:56 AM IST

Updated : Mar 13, 2023, 11:09 PM IST

লস অ্যাঞ্জেলেস, 13 মার্চ: অস্কারের মঞ্চে সেরার সেরা 'নাতু নাতু' ৷ পরিচালক রাজামৌলির অ্যাকশন ব্লকবাস্টার 'আরআরআর' ছবির 'নাতু নাতু' সেরা মৌলিক গানের বিভাগে অ্যাকাডেমি পুরস্কার জিতল (Naatu Naatu Song from RRR Wins Oscars)৷ 14 বছর পর ফের অস্কারের মঞ্চে জ্বলজ্বল করল ভারতের নাম ৷ এই ক্যাটাগরিতে তেলুগু গান টেল ইট লাইক অ্যা উওম্যান থেকে 'অ্যাপ্লজ', টপ গানের 'হোল্ড মাই হ্যান্ড', ব্ল্যাক প্যান্থার থেকে লিফট মি আপ এবং দিস ইস অ্যা লাইফ ফ্রম এভরিথিং-য়ের সঙ্গে মনোনীত হয়েছিল 'নাতু নাতু' ৷ কিন্তু সবকিছুকে পিছনে ফেলে বিশ্বজুড়ে সকলকে নাচিয়ে সেরার দৌড়ে এগিয়ে যায় 'নাতু নাতু' ৷

অস্কারের মঞ্চে যে মুহূর্তে দীপিকা 'নাতু নাতু' গানটি নিয়ে বলতে শুরু করেছিলেন সেই সময় একাধিকবার দর্শকদের উল্লাসে তা বাধাপ্রাপ্ত হয় ৷ সেই উত্তেজনা থামাতে এবং ফের এই গান সম্পর্কে বলার আগে বিভিন্ন ভঙ্গিমা নিয়েছিলেন তিনি ৷ তবে এটা বলাই বাহুল্য যে 95 তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে অস্কার মনোনীত দেশীয় ছবির গান 'নাতু নাতু'-কে পরিচয় করিয়ে দেওয়ার সময় আপাতদৃষ্টিতে গর্বিত ছিলেন দীপিকা ৷ এর জন্য তিনি লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে গায়ক কালাভিরব ও রাহুল সিপলিগঞ্জের 'নাতু নাতু' লাইভ পারফরম্যান্সের পথ দেখিয়েছিলেন ৷

  • OSCAAAAARRRRRRR ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

    — RRR Movie (@RRRMovie) March 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড জেতার পর এটি এম এম কিরাভানির রচিত ও চন্দ্রবোসের লেখা চার্টবাস্টার 'নাতু নাতু' গানের জন্য তৃতীয় বড় আন্তর্জাতিক স্বীকৃতি ৷ এটি প্রাক স্বাধীনতার কাল্পনিক গল্প , যা 1920-এর দশকে বাস্তব জীবনের দুই ভারতীয় বিপ্লবী আলুরি সীতারামা রাজু (রামচরণ) ও কোমরাম ভীম (জুনিয়র এনটিআর)-এর অনুসরণে তৈরি ৷ এর আগেও বেশ কয়েকবার ভারতীয়রা এই মঞ্চে সম্মানিত হয়েছেন। সত্যজিৎ রায়, এআর রহমান থেকে শুরু করে গুলজার-সহ মোট 5 ভারতীয় অস্কার মঞ্চে সম্মানিত হন । এবার 'নাতু নাতু'-র হাত ধরে আবার গৌরবের সাক্ষী হল 140 কোটির দেশ ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : পারলেন না শৌনক, নাভালনির কাছে হারল 'অল দ্যাট ব্রেদস'; অস্কারের মঞ্চে দেশের মুখরক্ষা 'দ্য এলিফ্যান্ট হুইস্পার্স'-এর

লস অ্যাঞ্জেলেস, 13 মার্চ: অস্কারের মঞ্চে সেরার সেরা 'নাতু নাতু' ৷ পরিচালক রাজামৌলির অ্যাকশন ব্লকবাস্টার 'আরআরআর' ছবির 'নাতু নাতু' সেরা মৌলিক গানের বিভাগে অ্যাকাডেমি পুরস্কার জিতল (Naatu Naatu Song from RRR Wins Oscars)৷ 14 বছর পর ফের অস্কারের মঞ্চে জ্বলজ্বল করল ভারতের নাম ৷ এই ক্যাটাগরিতে তেলুগু গান টেল ইট লাইক অ্যা উওম্যান থেকে 'অ্যাপ্লজ', টপ গানের 'হোল্ড মাই হ্যান্ড', ব্ল্যাক প্যান্থার থেকে লিফট মি আপ এবং দিস ইস অ্যা লাইফ ফ্রম এভরিথিং-য়ের সঙ্গে মনোনীত হয়েছিল 'নাতু নাতু' ৷ কিন্তু সবকিছুকে পিছনে ফেলে বিশ্বজুড়ে সকলকে নাচিয়ে সেরার দৌড়ে এগিয়ে যায় 'নাতু নাতু' ৷

অস্কারের মঞ্চে যে মুহূর্তে দীপিকা 'নাতু নাতু' গানটি নিয়ে বলতে শুরু করেছিলেন সেই সময় একাধিকবার দর্শকদের উল্লাসে তা বাধাপ্রাপ্ত হয় ৷ সেই উত্তেজনা থামাতে এবং ফের এই গান সম্পর্কে বলার আগে বিভিন্ন ভঙ্গিমা নিয়েছিলেন তিনি ৷ তবে এটা বলাই বাহুল্য যে 95 তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে অস্কার মনোনীত দেশীয় ছবির গান 'নাতু নাতু'-কে পরিচয় করিয়ে দেওয়ার সময় আপাতদৃষ্টিতে গর্বিত ছিলেন দীপিকা ৷ এর জন্য তিনি লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে গায়ক কালাভিরব ও রাহুল সিপলিগঞ্জের 'নাতু নাতু' লাইভ পারফরম্যান্সের পথ দেখিয়েছিলেন ৷

  • OSCAAAAARRRRRRR ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

    — RRR Movie (@RRRMovie) March 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড জেতার পর এটি এম এম কিরাভানির রচিত ও চন্দ্রবোসের লেখা চার্টবাস্টার 'নাতু নাতু' গানের জন্য তৃতীয় বড় আন্তর্জাতিক স্বীকৃতি ৷ এটি প্রাক স্বাধীনতার কাল্পনিক গল্প , যা 1920-এর দশকে বাস্তব জীবনের দুই ভারতীয় বিপ্লবী আলুরি সীতারামা রাজু (রামচরণ) ও কোমরাম ভীম (জুনিয়র এনটিআর)-এর অনুসরণে তৈরি ৷ এর আগেও বেশ কয়েকবার ভারতীয়রা এই মঞ্চে সম্মানিত হয়েছেন। সত্যজিৎ রায়, এআর রহমান থেকে শুরু করে গুলজার-সহ মোট 5 ভারতীয় অস্কার মঞ্চে সম্মানিত হন । এবার 'নাতু নাতু'-র হাত ধরে আবার গৌরবের সাক্ষী হল 140 কোটির দেশ ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : পারলেন না শৌনক, নাভালনির কাছে হারল 'অল দ্যাট ব্রেদস'; অস্কারের মঞ্চে দেশের মুখরক্ষা 'দ্য এলিফ্যান্ট হুইস্পার্স'-এর

Last Updated : Mar 13, 2023, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.