ETV Bharat / entertainment

Salman Khan Threat Case: সলমনের হাল মুসেওয়ালার মতো করার ইচ্ছা ছিল ধৃত ধাকড়ের, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য - মতো করা ইচ্ছা ছিল ধৃত ধাকড়ের

সলমন খানকে পাঠানো হুমকি মেইলের ঘটনার তদন্তে রাজস্থানের এক যুবককে গ্রেফতার করল পুলিশ ৷ ধৃতের নাম ধাকড় রাম বিষ্ণোই (One Booked in Salman Khan Threat Case)৷ তার বাড়ি যোধপুর জেলার লুনিতে ৷

Salman Khan Threat Case
সলমন খানকে পাঠানো হুমকি মেইলের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ
author img

By

Published : Mar 27, 2023, 9:49 AM IST

Updated : Mar 27, 2023, 11:09 AM IST

মুম্বই, 27 মার্চ: মুসেওয়ালা হত্যাকাণ্ডের পর থেকেই সলমন খানকে হুমকি চিঠি এবং ই-মেইল পাঠানো নিয়ে সরগরম সংবাদ মাধ্য়ম ৷ কয়েকদিন আগেই সরাসরি হুমকি দিয়ে সুপারস্টারকে জানানো হয়েছে, কথা না শুনলে আর সতর্কবার্তা নয় এবার 'ঝটকা' দেওয়া হবে ৷ এই হুমকি মেইলটি আসার পরেই পুলিশে এফআইআর দায়ের করেছিলেন অভিনেতা ৷ সেই সূত্র ধরেই এবার যৌথ অপারেশনের মাধ্যমে এক যুবককে গ্রেফতার করল পুলিশ (One Booked in Salman Khan Threat Case) ৷ এরপর তাকে তুলে দেওয়া হয় মুম্বই পুলিশের হাতে ৷ পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ধাকড় রাম বিষ্ণোই । বাড়ি রাজস্থানের যোধপুর জেলার লুনি এলাকায় ।

জানা গিয়েছে, সলমনকে হুমকি দিয়ে মেইলে ওই যুবক লিখেছেন, "এরপরে তোর নম্বর। তুই তৈরি থাকিস । তোর অবস্থায় সিধু মুসেওয়ালার মতো হবে । যোধপুর এসে দেখা। বিষ্ণোই গ্যাংগ সব হিসেব বুঝে নেবে।" এই বক্তব্য ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। ধাকড়ের সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, বিষ্ণোই গ্যাংয়ের হুমকি মেইল আসার পর গত 18 মার্চ বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করা হয় অভিনেতার তরফে ৷ সেই অনুযায়ী, তদন্তে নেমেই ধাকড় রাম নামের এই ব্যক্তিকে রবিবার গ্রেফতার করে পুলিশ ৷ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লুনি থানার অফিসার ঈশ্বর চন্দ্র পারেখ বলেন, "ই-মেইলের মাধ্যম সলমন খানকে হত্যার হুমকি দেওয়ার জন্য অভিযোগ করা হয়েছিল বান্দ্রা পুলিশ স্টেশনে ৷ এই ঘটনার তদন্তে নেমে মুম্বই পুলিশ এবং লুনি পুলিশের যৌথ অপারেশনে ধাকড় রামকে গ্রেফতার করা হয় ৷ ধাকড় রাম রাজস্থানের যোধপুর জেলার লুনি এলাকার বাসিন্দা ৷"

ঈশ্বর চন্দ্র পারেখ আরও জানান, গ্রেফতার হওয়া এই যুবক শুধু সলমনের ঘটনার সঙ্গেই যুক্ত তা নয় সিধু মুসেওয়ালার বাবাকে হুমকি চিঠি পাঠানোর ক্ষেত্রেও তার হাত রয়েছে ৷ উল্লেখ্য়, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে হুমকি চিঠি পাওয়ার পর থেকেই সলমনের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয় ৷ তাঁর জন্য এই মুহূর্তে ওয়াই প্লাস নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মহারাষ্ট্র সরকারের তরফে ৷ অভিনেতা কোথায় যাবেন না যাবেন তার ওপরেও রয়েছে কড়া নজরদারি ৷

আরও পড়ুন: মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ইনস্টায় অঝোরে কান্না, কী বোঝাতে চেয়েছিলেন আকাঙ্খা?

প্রসঙ্গত, সলমন অনুরাগীরা এখন অপেক্ষা করে রয়েছেন তাঁর আগামী ছবি 'কিসি কা ভাই কিসি কা জান'-এর জন্য় ৷ আগামী ঈদে আসতে চলেছে এই ছবি ৷ এছাড়া আগামীতে 'টাইগার 3' ছবি নিয়েও পর্দায় ফিরবেন ভাইজান ৷ সঙ্গে থাকবেন শাহরুখও ৷ এইসব খবরের মাঝে সলমনকে হত্যার হুমকি দেওয়ার পর থেকে তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তাঁর অনুরাগীরা ৷ তবে ধাকড় রাম ধরা পড়ার পর কিছুটা স্বস্তি পেতে পারেন অভিনেতা এমনটাই অনুমান অনেকের ৷

মুম্বই, 27 মার্চ: মুসেওয়ালা হত্যাকাণ্ডের পর থেকেই সলমন খানকে হুমকি চিঠি এবং ই-মেইল পাঠানো নিয়ে সরগরম সংবাদ মাধ্য়ম ৷ কয়েকদিন আগেই সরাসরি হুমকি দিয়ে সুপারস্টারকে জানানো হয়েছে, কথা না শুনলে আর সতর্কবার্তা নয় এবার 'ঝটকা' দেওয়া হবে ৷ এই হুমকি মেইলটি আসার পরেই পুলিশে এফআইআর দায়ের করেছিলেন অভিনেতা ৷ সেই সূত্র ধরেই এবার যৌথ অপারেশনের মাধ্যমে এক যুবককে গ্রেফতার করল পুলিশ (One Booked in Salman Khan Threat Case) ৷ এরপর তাকে তুলে দেওয়া হয় মুম্বই পুলিশের হাতে ৷ পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ধাকড় রাম বিষ্ণোই । বাড়ি রাজস্থানের যোধপুর জেলার লুনি এলাকায় ।

জানা গিয়েছে, সলমনকে হুমকি দিয়ে মেইলে ওই যুবক লিখেছেন, "এরপরে তোর নম্বর। তুই তৈরি থাকিস । তোর অবস্থায় সিধু মুসেওয়ালার মতো হবে । যোধপুর এসে দেখা। বিষ্ণোই গ্যাংগ সব হিসেব বুঝে নেবে।" এই বক্তব্য ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। ধাকড়ের সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, বিষ্ণোই গ্যাংয়ের হুমকি মেইল আসার পর গত 18 মার্চ বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করা হয় অভিনেতার তরফে ৷ সেই অনুযায়ী, তদন্তে নেমেই ধাকড় রাম নামের এই ব্যক্তিকে রবিবার গ্রেফতার করে পুলিশ ৷ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লুনি থানার অফিসার ঈশ্বর চন্দ্র পারেখ বলেন, "ই-মেইলের মাধ্যম সলমন খানকে হত্যার হুমকি দেওয়ার জন্য অভিযোগ করা হয়েছিল বান্দ্রা পুলিশ স্টেশনে ৷ এই ঘটনার তদন্তে নেমে মুম্বই পুলিশ এবং লুনি পুলিশের যৌথ অপারেশনে ধাকড় রামকে গ্রেফতার করা হয় ৷ ধাকড় রাম রাজস্থানের যোধপুর জেলার লুনি এলাকার বাসিন্দা ৷"

ঈশ্বর চন্দ্র পারেখ আরও জানান, গ্রেফতার হওয়া এই যুবক শুধু সলমনের ঘটনার সঙ্গেই যুক্ত তা নয় সিধু মুসেওয়ালার বাবাকে হুমকি চিঠি পাঠানোর ক্ষেত্রেও তার হাত রয়েছে ৷ উল্লেখ্য়, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে হুমকি চিঠি পাওয়ার পর থেকেই সলমনের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয় ৷ তাঁর জন্য এই মুহূর্তে ওয়াই প্লাস নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মহারাষ্ট্র সরকারের তরফে ৷ অভিনেতা কোথায় যাবেন না যাবেন তার ওপরেও রয়েছে কড়া নজরদারি ৷

আরও পড়ুন: মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ইনস্টায় অঝোরে কান্না, কী বোঝাতে চেয়েছিলেন আকাঙ্খা?

প্রসঙ্গত, সলমন অনুরাগীরা এখন অপেক্ষা করে রয়েছেন তাঁর আগামী ছবি 'কিসি কা ভাই কিসি কা জান'-এর জন্য় ৷ আগামী ঈদে আসতে চলেছে এই ছবি ৷ এছাড়া আগামীতে 'টাইগার 3' ছবি নিয়েও পর্দায় ফিরবেন ভাইজান ৷ সঙ্গে থাকবেন শাহরুখও ৷ এইসব খবরের মাঝে সলমনকে হত্যার হুমকি দেওয়ার পর থেকে তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তাঁর অনুরাগীরা ৷ তবে ধাকড় রাম ধরা পড়ার পর কিছুটা স্বস্তি পেতে পারেন অভিনেতা এমনটাই অনুমান অনেকের ৷

Last Updated : Mar 27, 2023, 11:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.