ETV Bharat / entertainment

Mujib trailer out: রূপোলি পর্দায় 'বঙ্গবন্ধু' শেখ মুজিবুর রহমান, প্রকাশ্যে ট্রেলার - biopic sheikh mujibur rahman

মুক্তি পেল পরিচালক শ্যাম বেনেগলের পরবর্তী ছবির ট্রেলার ৷ বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের জীবনীকে তুলে ধরা হয়েছে সেলুলয়েডের পর্দায় ৷ রবিবার প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার ৷ 27 অক্টোবর হিন্দি ও বাংলায় মুক্তি পাবে এই ছবি ৷

Etv Bharat
প্রকাশ্যে 'মুজিব- দ্য মেকিং অফ আ নেশন' ট্রেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 6:25 PM IST

Updated : Oct 1, 2023, 6:35 PM IST

হায়দরাবাদ, 1 অক্টোবর: বাংলাদেশের মুক্তিযুদ্ধের কাণ্ডারি শেখ মুজিবুর রহমানের জীবনী এবার বড় পর্দায় ৷ নেপথ্যে পরিচালক শ্যাম বেনেগল ৷ বঙ্গবন্ধুর জীবনকে কেন্দ্র করে তৈরি ছবির ট্রেলার প্রকাশ্যে এল রবিবার ৷ ছবির নাম 'মুজিব- দ্য মেকিং অফ আ নেশন' ৷ ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি ৷ হিস্টোরিক্যাল ড্রামা মুজিব- দ্য মেকিং অফ আ নেশন মুক্তি পাবে 27 অক্টোবর ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

1920 সালের 17 মার্চ মুজিবুর বিখ্যাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ৷ তিনি মহাত্মা গান্ধী দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন ৷ বাংলাদেশ দখল করে থাকা পাকিস্তানি সেনা কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি ৷ লড়াই করেছেন অসাম্য ও দারিদ্র্যতার বিরুদ্ধে ৷ 1947 থেকে 1971 সালের মধ্যে প্রায় 11 বছর কারাবাস মুজিবের । স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠনে মুজিবের লড়াই দীর্ঘ ও সাহসের । একাত্তরেই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ নামকরণ। মুজিবুরকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং "বঙ্গবন্ধু" হিসাবে গণ্য করা হয়। ইতিহাস গর্বের, ইতিহাস বাংলাদেশের, বাংলা ভাষার । সেই সাহসের পথ তৈরি করেছেন যিনি, তিনি মুজিবুর রহমান । যা এবার রূপোলি পর্দায়, খ্যাতনামা ও দুঁদে পরিচালক শ্যাম বেনেগলের হাত ধরে। যিনি 'বোস-দ্য ফরগটন হিরো', 'দ্য মেকিং অফ মহাত্মা'-র মতো ছবি উপহার দিয়েছেন ।

ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (NFDC) সোশাল প্ল্যাটফর্ম এক্স (টুইটার)-এ ছবিটির মুক্তির তারিখ এবং ট্রেলার শেয়ার করেছে। পূর্ব বাংলার (বাংলাদেশ) প্রতিষ্ঠার আবেগপূর্ণ, দেশপ্রেমিক ইতিহাসের একটি সংক্ষিপ্ত অংশ ভিডিয়োটিতে তুলে ধরা হয়েছে ৷ বলা হয়েছে, "অসাধারণ জীবনীমূলক চলচ্চিত্র যা শেখ মুজিবুর রহমানের গল্পকে জীবন্ত করে তোলে, যিনি পরিচিত বঙ্গবন্ধু তথা- বাংলার পিতা হিসাবে।"

আরও পড়ুন: 'আমি সেই মানুষটা আর নেই', দশম অবতারের গানে মন খারাপের সুর অনুপমের গলায়

মুজিব- দ্য মেকিং অফ এ নেশন- ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নুসরত ইমরোজ তিশা, নুসরত ফারিয়া, চঞ্চল চৌধুরী, রিয়াজ আহমেদ, ফজলুর রহমান বাবু, তৌকীর আহমেদ এবং সিয়াম আহমেদ। ছবিটি সম্পাদনা করেছেন জাতীয় পুরস্কার জয়ী অসীম সিনহা ৷ চিত্রগ্রাহক আকাশদীপ পাণ্ডে। ছবিতে সঙ্গীতের দায়িত্ব সামলেছেন শান্তনু মৈত্র। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন শামা জাইদি এবং অতুল তিওয়ারি। বাংলা ও হিন্দিতে বিশ্বব্যাপী ছবিটি মুক্তি পাবে 27 অক্টোবর ৷

হায়দরাবাদ, 1 অক্টোবর: বাংলাদেশের মুক্তিযুদ্ধের কাণ্ডারি শেখ মুজিবুর রহমানের জীবনী এবার বড় পর্দায় ৷ নেপথ্যে পরিচালক শ্যাম বেনেগল ৷ বঙ্গবন্ধুর জীবনকে কেন্দ্র করে তৈরি ছবির ট্রেলার প্রকাশ্যে এল রবিবার ৷ ছবির নাম 'মুজিব- দ্য মেকিং অফ আ নেশন' ৷ ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি ৷ হিস্টোরিক্যাল ড্রামা মুজিব- দ্য মেকিং অফ আ নেশন মুক্তি পাবে 27 অক্টোবর ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

1920 সালের 17 মার্চ মুজিবুর বিখ্যাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ৷ তিনি মহাত্মা গান্ধী দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন ৷ বাংলাদেশ দখল করে থাকা পাকিস্তানি সেনা কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি ৷ লড়াই করেছেন অসাম্য ও দারিদ্র্যতার বিরুদ্ধে ৷ 1947 থেকে 1971 সালের মধ্যে প্রায় 11 বছর কারাবাস মুজিবের । স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠনে মুজিবের লড়াই দীর্ঘ ও সাহসের । একাত্তরেই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ নামকরণ। মুজিবুরকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং "বঙ্গবন্ধু" হিসাবে গণ্য করা হয়। ইতিহাস গর্বের, ইতিহাস বাংলাদেশের, বাংলা ভাষার । সেই সাহসের পথ তৈরি করেছেন যিনি, তিনি মুজিবুর রহমান । যা এবার রূপোলি পর্দায়, খ্যাতনামা ও দুঁদে পরিচালক শ্যাম বেনেগলের হাত ধরে। যিনি 'বোস-দ্য ফরগটন হিরো', 'দ্য মেকিং অফ মহাত্মা'-র মতো ছবি উপহার দিয়েছেন ।

ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (NFDC) সোশাল প্ল্যাটফর্ম এক্স (টুইটার)-এ ছবিটির মুক্তির তারিখ এবং ট্রেলার শেয়ার করেছে। পূর্ব বাংলার (বাংলাদেশ) প্রতিষ্ঠার আবেগপূর্ণ, দেশপ্রেমিক ইতিহাসের একটি সংক্ষিপ্ত অংশ ভিডিয়োটিতে তুলে ধরা হয়েছে ৷ বলা হয়েছে, "অসাধারণ জীবনীমূলক চলচ্চিত্র যা শেখ মুজিবুর রহমানের গল্পকে জীবন্ত করে তোলে, যিনি পরিচিত বঙ্গবন্ধু তথা- বাংলার পিতা হিসাবে।"

আরও পড়ুন: 'আমি সেই মানুষটা আর নেই', দশম অবতারের গানে মন খারাপের সুর অনুপমের গলায়

মুজিব- দ্য মেকিং অফ এ নেশন- ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নুসরত ইমরোজ তিশা, নুসরত ফারিয়া, চঞ্চল চৌধুরী, রিয়াজ আহমেদ, ফজলুর রহমান বাবু, তৌকীর আহমেদ এবং সিয়াম আহমেদ। ছবিটি সম্পাদনা করেছেন জাতীয় পুরস্কার জয়ী অসীম সিনহা ৷ চিত্রগ্রাহক আকাশদীপ পাণ্ডে। ছবিতে সঙ্গীতের দায়িত্ব সামলেছেন শান্তনু মৈত্র। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন শামা জাইদি এবং অতুল তিওয়ারি। বাংলা ও হিন্দিতে বিশ্বব্যাপী ছবিটি মুক্তি পাবে 27 অক্টোবর ৷

Last Updated : Oct 1, 2023, 6:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.