ETV Bharat / entertainment

Mrunal at Cannes 2023: কানে ল্যাভেন্ডার হুড শাড়িতে নজর কাড়লেন দেশি গার্ল ম্রুণাল - desi girl mrunal looks like dream in saree

ল্যাভেন্ডার হুড শাড়িতে সকলের মন কাড়লেন ম্রুণাল ঠাকুর ৷ তাঁর কানের নতুন লুক দেখে মগ্ন অনুরাগীরা ৷

Mrunal at Cannes 2023
কানের লাল গালিচায় নজর কাড়লেন দেশি গার্ল ম্রুণাল
author img

By

Published : May 18, 2023, 6:28 PM IST

হায়দরাবাদ: বলি সুন্দরী ম্রুণাল ঠাকুর দিনকয়েক শিরোনামে ৷ 76তম কান চলচ্চিত্র উৎসবে মঞ্চে অনুরাগীদের মন জিতে নিচ্ছেন মরাঠি অভিনেত্রী ৷ অভিজাত কান চলচ্চিত্র উৎসবের দুয়ার থেকে ম্রুনাল ধরা দিলেন নয়া লুকে ৷ অভিষেকেই অনুরাগীদের মন কাড়লেন 'জার্সি' অভিনেত্রী ৷ এর আগে তাঁকে দেখা গিয়েছিল ব্ল্যাক বিউটি লুকে ৷ চলচ্চিত্র উৎসবের তৃতীয়দিনে অভিনেত্রীকে দেখা গেল শাড়িতে ৷ দেশের সংস্কৃতিকে পোশাকে ধরে রাখলেন নায়িকা ৷

এদিন তিনি নিজেকে সাজিয়েছিলেন ফাল্গুনি শ্যেন পিককের ল্যাভেন্ডার হুড শাড়িতে ৷ সঙ্গে অলংকার হিসাবে শুধু কানের দুলই বেছে নিয়েছিলেন 'সীতা রামম' নায়িকা ৷ কান থেকে এই ছবিগুলি শেয়ার করে তিনি লেখেন, "ফাল্গুনি শ্যেন পিকককে ধন্যবাদ এই সুন্দর পোশাকটির জন্য ৷ আর আপনি যে আমাকে দেশি গার্ল হয়ে উঠতে সাহায্য করেছেন তার জন্যও ধন্যবাদ ৷ "

এর আগে কালো ঝলমলে জ্যাকেটে কানের লাল গালিচায় প্রথমবার পা রাখেন অভিনেত্রী ৷ জ্য়াকেটের সঙ্গে ছিল কালো ট্রাউজার আর স্যুইম স্যুট ৷ তাঁর সেই নতুন লুক তাক লাগিয়েছিল অনুরাগীদের ৷ কানে তাঁর অভিষেক সম্পর্কে বলতে গিয়ে ম্রুণাল লিখেছেন, "প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পেরে আমি রোমাঞ্চিত । এমন একটি বিখ্যাত মঞ্চে গ্রে গুজের প্রতিনিধিত্ব করা একটি সৌভাগ্যের বিষয়। আমি বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে আলাপচারিতার জন্য় মুখিয়ে রয়েছি ৷"

ম্রুণাল ঠাকুরকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'গুমরাহ' ছবিতে ৷ এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন আদিত্য রায় কাপুর ৷ ছবিটি পর্দায় মুক্তি পেয়েছিল গত 7 এপ্রিল ৷ এর আগে 'সীতা রামম'-এ অভিনয়ের জন্যও রীতিমতো প্রশংসা কুড়িয়েছিলেন ম্রুণাল ৷ এবারের চলচ্চিত্র উৎসবে শুধু যে ম্রুণালই অভিষেক করলেন তা নয় ৷ সারা আলি খান, ঈশা গুপ্তা, মানুষী চিল্লারও এবারে আত্মপ্রকাশ করলেন কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷

আরও পড়ুন: 'আইডিয়াল দ্রৌপদী হওয়া চাট্টিখানি কথা নয়', বললেন ব্রততী

হায়দরাবাদ: বলি সুন্দরী ম্রুণাল ঠাকুর দিনকয়েক শিরোনামে ৷ 76তম কান চলচ্চিত্র উৎসবে মঞ্চে অনুরাগীদের মন জিতে নিচ্ছেন মরাঠি অভিনেত্রী ৷ অভিজাত কান চলচ্চিত্র উৎসবের দুয়ার থেকে ম্রুনাল ধরা দিলেন নয়া লুকে ৷ অভিষেকেই অনুরাগীদের মন কাড়লেন 'জার্সি' অভিনেত্রী ৷ এর আগে তাঁকে দেখা গিয়েছিল ব্ল্যাক বিউটি লুকে ৷ চলচ্চিত্র উৎসবের তৃতীয়দিনে অভিনেত্রীকে দেখা গেল শাড়িতে ৷ দেশের সংস্কৃতিকে পোশাকে ধরে রাখলেন নায়িকা ৷

এদিন তিনি নিজেকে সাজিয়েছিলেন ফাল্গুনি শ্যেন পিককের ল্যাভেন্ডার হুড শাড়িতে ৷ সঙ্গে অলংকার হিসাবে শুধু কানের দুলই বেছে নিয়েছিলেন 'সীতা রামম' নায়িকা ৷ কান থেকে এই ছবিগুলি শেয়ার করে তিনি লেখেন, "ফাল্গুনি শ্যেন পিকককে ধন্যবাদ এই সুন্দর পোশাকটির জন্য ৷ আর আপনি যে আমাকে দেশি গার্ল হয়ে উঠতে সাহায্য করেছেন তার জন্যও ধন্যবাদ ৷ "

এর আগে কালো ঝলমলে জ্যাকেটে কানের লাল গালিচায় প্রথমবার পা রাখেন অভিনেত্রী ৷ জ্য়াকেটের সঙ্গে ছিল কালো ট্রাউজার আর স্যুইম স্যুট ৷ তাঁর সেই নতুন লুক তাক লাগিয়েছিল অনুরাগীদের ৷ কানে তাঁর অভিষেক সম্পর্কে বলতে গিয়ে ম্রুণাল লিখেছেন, "প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পেরে আমি রোমাঞ্চিত । এমন একটি বিখ্যাত মঞ্চে গ্রে গুজের প্রতিনিধিত্ব করা একটি সৌভাগ্যের বিষয়। আমি বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে আলাপচারিতার জন্য় মুখিয়ে রয়েছি ৷"

ম্রুণাল ঠাকুরকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'গুমরাহ' ছবিতে ৷ এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন আদিত্য রায় কাপুর ৷ ছবিটি পর্দায় মুক্তি পেয়েছিল গত 7 এপ্রিল ৷ এর আগে 'সীতা রামম'-এ অভিনয়ের জন্যও রীতিমতো প্রশংসা কুড়িয়েছিলেন ম্রুণাল ৷ এবারের চলচ্চিত্র উৎসবে শুধু যে ম্রুণালই অভিষেক করলেন তা নয় ৷ সারা আলি খান, ঈশা গুপ্তা, মানুষী চিল্লারও এবারে আত্মপ্রকাশ করলেন কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷

আরও পড়ুন: 'আইডিয়াল দ্রৌপদী হওয়া চাট্টিখানি কথা নয়', বললেন ব্রততী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.