কলকাতা, 6 মে : রাজ্যের চলচ্চিত্র শিল্পের প্রসারের এবার এক নতুন পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ । চলচ্চিত্র শতবর্ষ ভবনের ব্যবস্থাপনায় এবং নন্দনের সহযোগিতায় শহরের বুকে হাজির আরেকটি সিনেমা হল। টালিগঞ্জের ঐতিহ্যশালী রাধা স্টুডিয়োতে এবার থেকে মিলবে সিনেমা দেখার সুযোগ (Movie screenings begin at Radha Studio)।
27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের দিনই এই উদ্যোগের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুক্রবার হল এই প্রেক্ষাগৃহের উদ্বোধন ৷ হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন-সহ বিনোদন তথা রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিরা । দেব অধিকারী, সোহম চক্রবর্তী, অনন্যা বন্দ্যোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, গৌতম ঘোষ সকলেই এহেন উদ্যোগে খুশি ।
বাংলা সিনেমাই প্রদর্শিত হবে এখানে । রয়েছে ফুড স্টলও । একসঙ্গে 152 জনের বসার ব্যবস্থা করা হয়েছে হলে । যে সময়ে দাঁড়িয়ে একের পর এক হলের দরজায় তালা পড়ছে কিংবা সেগুলিকে ভেঙে ফেলা হচ্ছে সেই সময়ে রাজ্য সরকারের এহেন উদ্যোগে খুশি বাংলার বিনোদন দুনিয়া । প্রিভিউ থিয়েটারের সুবিধা থাকবে এখানে ।
আরও পড়ুন : মহিলা হয়ে কনডোম বিক্রির চাকরি! কি হল তারপর ? বলবে 'জন হিত মে জারি'
তিনটি সময়ে দেখানো হবে তিনটি ছবি- দুপুর 1 টা, বিকেল 4 টে এবং সন্ধে 7 টা । টিকিটের মূল্য মাত্র 30 টাকা । ব্যবসা নয়, বাংলা চলচ্চিত্র শিল্পের প্রসারেই এহেন উদ্যোগ বলে জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস । এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় বলে অভিমত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের৷ দেবের কথায়, "সিনেমা হল আমাদের কাছে মন্দিরের সমান । এই সময়ে দাঁড়িয়ে টালিগঞ্জ চত্বরে একটা সিনেমা হলের সত্যিই খুব দরকার ছিল ।"