হায়দরাবাদ, 22 জুলাই: টেলি সুন্দরী মৌনি রায়ের সাম্প্রতিক পোস্ট দেখে উদ্বেগ অনুরাগীমহলে ৷ কী হয়েছে অভিনেত্রীর? গত কয়েক দিন সোশালে সেভাবে কোনও পোস্ট দেখা যায়নি তাঁকে ৷ এমনিতে নায়িকা প্রায়শই তাঁর ফটোশুটের খবরাখবর সোশাল মিডিয়ায় আপলোড করেই থাকেন ৷ কিন্তু গত কয়েকদিন ধরে চোখে পড়েনি অভিনেত্রীর পোস্ট ৷ এবার সামনে এল আসল কারণ ৷ জানা গেল বেশ কিছুদিন তাঁকে কাটাতে হয়েছে হাসপাতালে ৷
শনিবার যে ছবিগুলি পোস্ট করেছেন মৌনি তাতে দেখা গিয়েছে, তাঁর হাতে লাগানো রয়েছে ড্রিপ সেট সিরিঞ্জ ৷ অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর স্বামী সূরজ নাম্বিয়ারও ৷ পোস্টের ক্যাপশানে এদিন বঙ্গ অভিনেত্রী লিখেছেন, "9টা দিন হাসপাতালে কাটাতে হল ৷ ভিতরে ভিতরে আপাতত যে স্থিতিশীলতা অনুভব করছি তার জন্য কৃতজ্ঞ ৷ এটা জানাতে পেরে ভালো লাগছে যে আমি বাড়ি ফিরেছি ৷ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি ঠিকই তবে অবস্থা আগের তুলনায় এখন বেশ ভালো ৷ সবকিছুর ওপরে যা দরকার তা হল স্বাস্থ্যকর জীবন ৷ আমার সমস্ত সহকর্মী, চিকিৎসক, চিকিৎসাকর্মী যাঁরা আমার যত্ন নিয়েছেন, এই কঠিন সময়ে আমার পাশে থেকেছেন, সূরজের মতোই শুভকামনা জানিয়েছেন তাঁদের সকলের জন্য় আমার ভালোবাসা ৷ নমঃ শিবায় ৷"
তবে মৌনি রায়ের ঠিক কী হয়েছে, তা অবশ্য অভিনেত্রী খোলসা করেননি ৷ অভিনেত্রীকে শেষবার রূপোলি পর্দায় দেখা গিয়েছে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে ৷ এই ছবিতে তিনি অভিনয় করেছিলেন খলনায়িকার চরিত্রে ৷ অয়ন মুখোপাধ্য়ায় পরিচালিত এই ছবিতে রীতিমতো নজর কেড়েছিলেন তিনি ৷
আরও পড়ুন: রঞ্জিত মল্লিকের সঙ্গে ফের ফ্রেমবন্দি প্রসেনজিৎ, কী বললেন কোয়েল?
এছাড়া 'দোতারা' নামক একটি মিউজিক ভিডিয়োতেও কাজ করেছেন তিনি ৷ সম্প্রতি, একটি বাংলা রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্বও পালন করছিলেন মৌনি ৷ তাই তাঁর এই হঠাৎ অসুস্থতায় উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা ৷ সকলের একটাই কামনা দ্রুত সেরে উঠে তিনি আবার কাজে ফিরুন ৷ আগামী দিনে সঞ্জয় দত্তের 'দ্য ভার্জিন ট্রি' ছবিতেও দেখা যাবে তাঁকে ৷