ETV Bharat / entertainment

Mouni Roy: কলকাতায় এসেই মৌনী খেলেন খিচুড়ি-লাবড়া, ভালোবাসেন নলেন গুড়ের সন্দেশ - মৌনী রায়

কলকাতায় এসেই মৌনী রায় (Mouni Roy) খেলেন খিচুড়ি, লাবড়া ও বেগুন ভাজা ৷ এ ছাড়াও নলেন গুড়ের সন্দেশ খেতেও ভালোবাসেন বলে জানালেন তিনি (Mouni Roy visits Kolkata)৷ এ দিন তিনি নিজের ফ্যাশন ফান্ডা নিয়েও নানা সিক্রেট শেয়ার করেছেন ৷

Mouni Roy visits Kolkata, talks about her next projects
কলকাতায় এসেই মৌনী খেলেন খিচুড়ি-লাবড়া
author img

By

Published : Nov 9, 2022, 8:09 PM IST

কলকাতা, 9 নভেম্বর: কলকাতায় হাজির 'ব্রহ্মাস্ত্র' ছবির দুর্ধর্ষ দুশমন থুড়ি ভিলেন জুনুন অর্থাৎ মৌনী রায় (Mouni Roy)। অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং রণবীরের সঙ্গে টক্কর দিয়েছে যে জুনুন সে বাংলারই মেয়ে । এক স্বনামধন্য পোশাক ব্র‍্যান্ডের নতুন আউটলেট উদ্বোধনে শহরে হাজির হন তিনি । পছন্দের কালো পোশাকে নজর কাড়লেন সকলের (Mouni Roy visits Kolkata)।

বুধবার মৌনী জানালেন, নিজের পছন্দের খাবারের কথা । কলকাতায় এসেই খেয়েছেন খিচুড়ি, লাবড়া আর বেগুন ভাজা । আর নলেন গুড়ের সন্দেশ খেতে ভালোবাসেন । এ হেন মৌনী রায়ের কাছে জানতে চাওয়া হয় যে, কবে তাঁকে বাংলা ছবিতে পাবে দর্শক । উত্তরে তিনি বলেন, "আমি অপেক্ষায় আছি কবে এখানকার পরিচালক আমায় ডাকবেন।" দিনকয়েক আগে 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'র মঞ্চে হাজির হন তিনি । সেখানে তুলে ধরেন নিজের ডান্স ক্যারিশ্মা । পা মেলান দেবের সঙ্গেও । সে দিনও অভিনেত্রী জানিয়েছিলেন যে, তিনি বাংলা ছবিতে কাজ করতে চান । তিনি নিজেও যেমন অপেক্ষায়, তেমনই তাঁকে বাংলা ছবিতে দেখতে আগ্রহী বাংলার দর্শকও ।

আরও পড়ুন: ব্রহ্মাস্ত্রে রণবীর কাপুরের মায়ের চরিত্রে দীপিকা, জোর চর্চা সোশ্যালে

জনপ্রিয় ধারাবাহিক 'কিউঁ কি সাস ভি কভি বহু থি'তে অভিষেক ঘটে মৌনী রায়ের । এরপর 'নাগিন' ধারাবাহিক তাঁর অভিনয় জীবনে মাইলস্টোন গড়ে দেয় । পুরষ্কৃত হন মৌনী। ছবির তালিকাও পরিপূর্ণ । 'রান', 'হিরো হিটলার ইন লাভ', 'ব্রহ্মাস্ত্র', 'কে জি এফ-চ্যাপ্টার ওয়ান' সহ বহু ছবিতে অভিনয় করেছেন মৌনী । সিনেমা, সিরিয়াল এবং নন ফিকশন মিলিয়ে মৌনীর কাজের সংখ্যা নির্ণয় বাতুলতা মাত্র । বাংলার মেয়ে অপেক্ষায় রয়েছেন বাংলা ভাষায় কাজ করার জন্য, এই কথা সর্বসমক্ষে বলে গেলেন তিনি ।

কলকাতায় এসেই মৌনী খেলেন খিচুড়ি-লাবড়া

মৌনী জানালেন, তাঁর আসন্ন ছবি 'ভার্জিন শি'র কথা । এই হরর কমেডির শ্যুটিং শুরু করেছেন তিনি সম্প্রতি । আরও কয়েকটি কাজ হাতে রয়েছে তাঁর । এ দিন নিজের ফ্যাশন ফান্ডা নিয়েও নানা কথা বলেন মৌনী রায় ।

কলকাতা, 9 নভেম্বর: কলকাতায় হাজির 'ব্রহ্মাস্ত্র' ছবির দুর্ধর্ষ দুশমন থুড়ি ভিলেন জুনুন অর্থাৎ মৌনী রায় (Mouni Roy)। অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং রণবীরের সঙ্গে টক্কর দিয়েছে যে জুনুন সে বাংলারই মেয়ে । এক স্বনামধন্য পোশাক ব্র‍্যান্ডের নতুন আউটলেট উদ্বোধনে শহরে হাজির হন তিনি । পছন্দের কালো পোশাকে নজর কাড়লেন সকলের (Mouni Roy visits Kolkata)।

বুধবার মৌনী জানালেন, নিজের পছন্দের খাবারের কথা । কলকাতায় এসেই খেয়েছেন খিচুড়ি, লাবড়া আর বেগুন ভাজা । আর নলেন গুড়ের সন্দেশ খেতে ভালোবাসেন । এ হেন মৌনী রায়ের কাছে জানতে চাওয়া হয় যে, কবে তাঁকে বাংলা ছবিতে পাবে দর্শক । উত্তরে তিনি বলেন, "আমি অপেক্ষায় আছি কবে এখানকার পরিচালক আমায় ডাকবেন।" দিনকয়েক আগে 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'র মঞ্চে হাজির হন তিনি । সেখানে তুলে ধরেন নিজের ডান্স ক্যারিশ্মা । পা মেলান দেবের সঙ্গেও । সে দিনও অভিনেত্রী জানিয়েছিলেন যে, তিনি বাংলা ছবিতে কাজ করতে চান । তিনি নিজেও যেমন অপেক্ষায়, তেমনই তাঁকে বাংলা ছবিতে দেখতে আগ্রহী বাংলার দর্শকও ।

আরও পড়ুন: ব্রহ্মাস্ত্রে রণবীর কাপুরের মায়ের চরিত্রে দীপিকা, জোর চর্চা সোশ্যালে

জনপ্রিয় ধারাবাহিক 'কিউঁ কি সাস ভি কভি বহু থি'তে অভিষেক ঘটে মৌনী রায়ের । এরপর 'নাগিন' ধারাবাহিক তাঁর অভিনয় জীবনে মাইলস্টোন গড়ে দেয় । পুরষ্কৃত হন মৌনী। ছবির তালিকাও পরিপূর্ণ । 'রান', 'হিরো হিটলার ইন লাভ', 'ব্রহ্মাস্ত্র', 'কে জি এফ-চ্যাপ্টার ওয়ান' সহ বহু ছবিতে অভিনয় করেছেন মৌনী । সিনেমা, সিরিয়াল এবং নন ফিকশন মিলিয়ে মৌনীর কাজের সংখ্যা নির্ণয় বাতুলতা মাত্র । বাংলার মেয়ে অপেক্ষায় রয়েছেন বাংলা ভাষায় কাজ করার জন্য, এই কথা সর্বসমক্ষে বলে গেলেন তিনি ।

কলকাতায় এসেই মৌনী খেলেন খিচুড়ি-লাবড়া

মৌনী জানালেন, তাঁর আসন্ন ছবি 'ভার্জিন শি'র কথা । এই হরর কমেডির শ্যুটিং শুরু করেছেন তিনি সম্প্রতি । আরও কয়েকটি কাজ হাতে রয়েছে তাঁর । এ দিন নিজের ফ্যাশন ফান্ডা নিয়েও নানা কথা বলেন মৌনী রায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.