ETV Bharat / entertainment

Kushi Poster Release : নাগা অতীত, বিজয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সামান্থা ! - motion poster of samantha and vijay new film kushi is out now

মঙ্গলবার সামান্থা রুথ প্রভু এবং বিজয় দেবেরাকোন্ডার নতুন ছবি 'কুশি'র মোশন পোস্টার ( Samantha Ruth Prabhu And Vijay Deverakonda New Film Kushi )৷ পোস্টারে দেখা যায় বিজয়ের সঙ্গে বাঁধা হয়েছে সামান্থার গাঁটছড়া ৷

Kushi Poster Releases
গল্পের খাতিরে সাতপাকে বাঁধা পড়লেন বিজয় সামান্থা
author img

By

Published : May 16, 2022, 11:26 AM IST

হায়দরাবাদ, 16 মে : সামনে এল সামান্থা রুথ প্রভু এবং বিজয় দেবেরাকোন্ডার নতুন ছবি 'কুশি'র অফিসিয়াল পোস্টার ৷ পর্দার 'অর্জুন রেড্ডি'র সঙ্গে তাঁর এই নতুন কাজ নিয়ে অনুরাগীদের মধ্যে চর্চা ইতিমধ্যেই তুঙ্গে উঠেছিল ৷ অবশেষে অপেক্ষার অবসান, জানা গিয়েছে এবছর ক্রিসমাসে তাঁর ফ্যানেদের বড় উপহার দিতে চলেছেন সামান্থা ৷ কারণ আগামি 23 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি (Samantha Ruth Prabhu And Vijay Deverakonda New Film Kushi ) ৷

মঙ্গলবার ছবির একটি মোশন পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী ৷ যেখানে বিজয়ের সঙ্গে বাঁধা হয়েছে সামান্থার গাঁটছড়া ৷ তাঁর এই নতুন ছবি যে আদ্যপান্ত একটি রঙিন প্রেমের গল্প বলবে তারও আভাস দিতে ভোলেননি অভিনেত্রী ৷ পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, "এবারের ক্রিসমাস এবং নতুন বছরে... আনন্দ, হাসি, সুখ আর ভালবাসার বিস্ফোরণ! একটি দারুণ পারিবারিক অভিজ্ঞতা ৷"

আরও পড়ুন: 'অর্জুন রেড্ডি'কে জন্মদিনের শুভেচ্ছা সামান্থা-অনন্যার

শিবনির্বাণ পরিচালিত এই ছবি একটি বায়োপিক ৷ তবে হিন্দি বলয়ের ফ্যানেদের জন্য় দুঃখের খবর এটাই হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে না এই ছবি ৷ পোস্টার বলছে তেলুগু, তামিল, কন্নড় এবং মালায়ালম এই চারটি ভাষায় মুক্তি পেতে চলেছে 'কুশি' ৷ গল্প সম্পর্কে বিশেষ কিছু এখনও সামনে আসেনি ৷ তার জন্য় এখনও অপেক্ষা করতে হবে আরও কয়েকটা মাস ৷

হায়দরাবাদ, 16 মে : সামনে এল সামান্থা রুথ প্রভু এবং বিজয় দেবেরাকোন্ডার নতুন ছবি 'কুশি'র অফিসিয়াল পোস্টার ৷ পর্দার 'অর্জুন রেড্ডি'র সঙ্গে তাঁর এই নতুন কাজ নিয়ে অনুরাগীদের মধ্যে চর্চা ইতিমধ্যেই তুঙ্গে উঠেছিল ৷ অবশেষে অপেক্ষার অবসান, জানা গিয়েছে এবছর ক্রিসমাসে তাঁর ফ্যানেদের বড় উপহার দিতে চলেছেন সামান্থা ৷ কারণ আগামি 23 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি (Samantha Ruth Prabhu And Vijay Deverakonda New Film Kushi ) ৷

মঙ্গলবার ছবির একটি মোশন পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী ৷ যেখানে বিজয়ের সঙ্গে বাঁধা হয়েছে সামান্থার গাঁটছড়া ৷ তাঁর এই নতুন ছবি যে আদ্যপান্ত একটি রঙিন প্রেমের গল্প বলবে তারও আভাস দিতে ভোলেননি অভিনেত্রী ৷ পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, "এবারের ক্রিসমাস এবং নতুন বছরে... আনন্দ, হাসি, সুখ আর ভালবাসার বিস্ফোরণ! একটি দারুণ পারিবারিক অভিজ্ঞতা ৷"

আরও পড়ুন: 'অর্জুন রেড্ডি'কে জন্মদিনের শুভেচ্ছা সামান্থা-অনন্যার

শিবনির্বাণ পরিচালিত এই ছবি একটি বায়োপিক ৷ তবে হিন্দি বলয়ের ফ্যানেদের জন্য় দুঃখের খবর এটাই হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে না এই ছবি ৷ পোস্টার বলছে তেলুগু, তামিল, কন্নড় এবং মালায়ালম এই চারটি ভাষায় মুক্তি পেতে চলেছে 'কুশি' ৷ গল্প সম্পর্কে বিশেষ কিছু এখনও সামনে আসেনি ৷ তার জন্য় এখনও অপেক্ষা করতে হবে আরও কয়েকটা মাস ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.