ETV Bharat / entertainment

Monali Thakur on Gaza : বিধ্বস্ত গাজায় কাঁপছে শিশু! বর্বরতার প্রতিবাদ মোনালির, 'বুদ্ধিহীন মহিলা' আখ্যা নেটিজেনদের - ইজরায়েল গাজা যুদ্ধ

ইজরায়েল ও গাজার যুদ্ধে একাধিক নিরাপরাধ মানুষ ও শিশু খুন হয়েছে ৷ সেখানকার অবস্থা ভয়ানক ৷ গাজার এক শিশুর সেই অবস্থার ভিডিয়ো শেয়ার করে গায়িকা মোনালি ঠাকুর ৷ নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন তিনি ৷

Etv Bharat
সমালোচনার মুখে মোনালি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 1:54 PM IST

হায়দরাবাদ, 21 অক্টোবর: নচিকেতা লিখেছিলেন 'একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে ৷' যুদ্ধ যে শেষ নয়, তা আরও একবার প্রমাণ করলেন গাজার এক চিকিৎসক ৷ সব হারানো এক শিশুকে স্নেহের মোড়কে চিকিৎসা করলেন তিনি ৷ যুদ্ধ যার সব কেড়েছে তাকে করলেন যত্ন-আততি ৷ সোশাল মিডিয়ায় বেদনাদায়ক এমন ভিডিয়ো শেয়ার করেছেন গায়িকা মোনালি ঠাকুর ৷

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "এটা সত্যিই হৃদয় বিদারক ছবি ৷ শক্তিশালীরা নিজেদের স্বার্থের জন্য যুদ্ধ করে যাচ্ছে ৷ আর তাতে মৃত্যু হচ্ছে নিষ্পাপ কিছু মানুষ ও শিশুর, মৃত্যু হচ্ছে মানবতার ৷ সবকিছুর উপরে গিয়ে এক অদ্ভুত অসহয়তা আমাদের গ্রাস করেছে ৷"

এই ভিডিয়ো শেয়ার করার পরেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন সঙ্গীতশিল্পী ৷ কেউ প্রশ্ন তুলে লেখেন, "যখন মণিপুরে হিংসা ছড়িয়েছিল সেই নিয়ে মুখ খুলেছিলেন?" আবার এক নেটিজেন লেখেন, "যখন ইজরায়েলে প্রতিটি পরিবারের সদস্যদের খুন করা হচ্ছিল, সেই নিয়ে সমবেদনা আপনি প্রকাশ করেছেন? স্বীকার করছি এই শিশুটি এবং তাঁর পরিবারের কোনও দোষ নেই ৷ কিন্তু ইজরায়েলের সেই এক হাজার পরিবারের কথা ভেবেছেন?" আবার এক নেটিজেন লিখেছেন, "আপনি কী তাঁদের ফিরিয়ে আনতে পারবেন যাঁরা মিউজিক কনসার্টে হামাসের আক্রমণে প্রাণ হারিয়েছেন?" অনেকে আবার মোনালিকে নিম্ন মানসিকতার বলেও আখ্যা করেছেন ৷ অনেকে আবার বুদ্ধিহীন মহিলা বলে আখ্যা দিয়েছেন ৷

মূলত, বিগত, দু সপ্তাহ ধরে ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধ চলছে ৷ ইতিমধ্যেই সংঘর্ষে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে । ইজরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা । যেখানে রেয়াত করা হয়নি শিশুদেরও। গাজাতেই মৃতের সংখ্যা প্রায় হাজার তিনেক ৷ এই পরিস্থিতিতে সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে একের পর এক হৃদয়বিদারক, মর্মান্তিক কিছুু ছবি-ফুটেজ। যা প্রমাণ করে কতটা সংকটে মানবিকতা ।

আরও পড়ুন: লাইভ স্ট্রিমিং চলাকালীন রাশিয়ান ইউটিউবারের উদ্দেশ্য়ে অশালীন মন্তব্য যুবকের

হায়দরাবাদ, 21 অক্টোবর: নচিকেতা লিখেছিলেন 'একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে ৷' যুদ্ধ যে শেষ নয়, তা আরও একবার প্রমাণ করলেন গাজার এক চিকিৎসক ৷ সব হারানো এক শিশুকে স্নেহের মোড়কে চিকিৎসা করলেন তিনি ৷ যুদ্ধ যার সব কেড়েছে তাকে করলেন যত্ন-আততি ৷ সোশাল মিডিয়ায় বেদনাদায়ক এমন ভিডিয়ো শেয়ার করেছেন গায়িকা মোনালি ঠাকুর ৷

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "এটা সত্যিই হৃদয় বিদারক ছবি ৷ শক্তিশালীরা নিজেদের স্বার্থের জন্য যুদ্ধ করে যাচ্ছে ৷ আর তাতে মৃত্যু হচ্ছে নিষ্পাপ কিছু মানুষ ও শিশুর, মৃত্যু হচ্ছে মানবতার ৷ সবকিছুর উপরে গিয়ে এক অদ্ভুত অসহয়তা আমাদের গ্রাস করেছে ৷"

এই ভিডিয়ো শেয়ার করার পরেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন সঙ্গীতশিল্পী ৷ কেউ প্রশ্ন তুলে লেখেন, "যখন মণিপুরে হিংসা ছড়িয়েছিল সেই নিয়ে মুখ খুলেছিলেন?" আবার এক নেটিজেন লেখেন, "যখন ইজরায়েলে প্রতিটি পরিবারের সদস্যদের খুন করা হচ্ছিল, সেই নিয়ে সমবেদনা আপনি প্রকাশ করেছেন? স্বীকার করছি এই শিশুটি এবং তাঁর পরিবারের কোনও দোষ নেই ৷ কিন্তু ইজরায়েলের সেই এক হাজার পরিবারের কথা ভেবেছেন?" আবার এক নেটিজেন লিখেছেন, "আপনি কী তাঁদের ফিরিয়ে আনতে পারবেন যাঁরা মিউজিক কনসার্টে হামাসের আক্রমণে প্রাণ হারিয়েছেন?" অনেকে আবার মোনালিকে নিম্ন মানসিকতার বলেও আখ্যা করেছেন ৷ অনেকে আবার বুদ্ধিহীন মহিলা বলে আখ্যা দিয়েছেন ৷

মূলত, বিগত, দু সপ্তাহ ধরে ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধ চলছে ৷ ইতিমধ্যেই সংঘর্ষে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে । ইজরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা । যেখানে রেয়াত করা হয়নি শিশুদেরও। গাজাতেই মৃতের সংখ্যা প্রায় হাজার তিনেক ৷ এই পরিস্থিতিতে সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে একের পর এক হৃদয়বিদারক, মর্মান্তিক কিছুু ছবি-ফুটেজ। যা প্রমাণ করে কতটা সংকটে মানবিকতা ।

আরও পড়ুন: লাইভ স্ট্রিমিং চলাকালীন রাশিয়ান ইউটিউবারের উদ্দেশ্য়ে অশালীন মন্তব্য যুবকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.